জীবন গড়ার অঙ্গীকার

জীবন গড়ার অঙ্গীকার

আমাদের কথা কিশোরকণ্ঠ ডেস্ক সেপ্টেম্বর ২০২৩

প্রাণপ্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো।

দেখতে দেখতে বছরের অর্ধেক মাস চলে গেল। স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষাও শেষ হয়ে গেছে। যারা বোর্ড পরীক্ষা দিয়েছিলে, তাদের ফলাফল প্রকাশও হয়ে গেছে।

তাহলে বুঝতেই পারছো সময়টা আমাদের জীবন থেকে কত দ্রুত চলে যাচ্ছে। বয়ে যাচ্ছে বেগবান স্রোতের মতো।

সুতরাং আমাদেরও হতে হবে ঠিক তেমনি গতিশীল। পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়েও আমাদের জ্ঞানার্জন করতে হবে। তার পাশাপাশি সুন্দর জীবন গড়ার জন্য যে সকল ভালো ভালো বইপুস্তক আছে তাও আমাদের পড়তে হবে। জানতে হবে অনেক বেশি। জানইতো জানার কোনো শেষ নেই। শেখারও কোনো শেষ নেই। যতই পড়বে, ততই শিখবে।

মোটকথা সকল দিক দিয়েই আমরা যেন প্রকৃত যোগ্য হয়ে গড়ে উঠতে পারি সেদিকে খুব বেশি করে মনোযোগী হতে হবে। আমরা যদি একই সাথে বিশ্বের জন্য যোগ্য ও চরিত্রবান হিসেবে নিজেদের গড়ে তুলতে পারি তাহলেই আমাদের জীবন সার্বিক দিক দিয়ে সফল ও সুন্দর হবে। সেই সাথে সমাজ ও পৃথিবীতেও আমরা রেখে যেতে পারবো অনেক অবদান।

এসো, আজ জীবন গড়ার ক্ষেত্রে কঠিন শপথ নিয়ে আমরা ক্রমাগত সামনে এগিয়ে যাই।

মহান রাব্বুল আলামিন আমাদের কবুল করুন।

আল্লাহ হাফিজ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ