জ্ঞান আর জ্ঞান

জ্ঞান আর জ্ঞান

খোলা ডাক মে ২০১৩

জ্ঞান আর জ্ঞান আমি কিশোরকণ্ঠ যখন পড়া শুরু করলাম তখন থেকে আমার পড়ার প্রতি আগ্রহ বেড়ে গেল। যত পড়ি ততই আগ্রহ বৃদ্ধি পায়। এ রকম করতে করতে যখন এটা শেষ হয়ে এলো, তখন পড়ার আগ্রহ আরো বেড়ে গেল। অবশেষে চিন্তা করে দেখলাম যেই জ্ঞনগুলো জন্ম থেকে আজ পর্যন্ত পাইনি, সেই জ্ঞানগুলো কিশোরকণ্ঠ থেকে পেয়েছি। মো: ইউনুছ আলী আঙ্গারু, সলঙ্গা, সিরাজগঞ্জ নৈতিকতার মশাল কিশোরকণ্ঠের প্রত্যেকটা বিভাগকে অত্যন্ত ভালোবাসি। এর কুরআনের আলো এবং হাদিসের আলো জীবন গঠনে অত্যন্ত সহায়ক। জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে কিশোরকণ্ঠ আমার সাথী। আমার চরিত্র গঠনে সাহায্য করে। সাহায্য করে নৈতিকতা শেখাতে। একজন মানুষকে সঠিক পথে জীবন পরিচালনা করতে যা যা করা দরকার তাই করতে শেখায় কিশোরকণ্ঠ। শেখ আবদুল হাই আল সাদী গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ আমার শ্রেষ্ঠ বন্ধু কিশোরকণ্ঠ আমার জীবনের সাথে প্রবলভাবে মিশে গেছে। তার বিভিন্ন বিভাগের আদর্শ প্রতিশ্রুতি আমাকে অনেক কিছু করতে সুন্দরতম ধারণা দেয়। আজ অনেক দিন হলো আমি কিশোরকণ্ঠ পাঠ করি। কিশোরকণ্ঠের মতো একটি আদর্শ পত্রিকা আর দ্বিতীয়টি চোখে পড়েনি। আমার পছন্দের ঐশ্বর্যগুলোর মধ্যে কিশোরকণ্ঠ অন্যতম। তার জ্ঞানের প্রেম আমাকে প্রবলভাবে আকৃষ্ট করেছে। কিশোরকণ্ঠ আমার শ্রেষ্ঠ বন্ধু। জাহাঙ্গীর হোসেন বাদশাহ জালালপুর, এনায়েতপুর, সিরাজগঞ্জ

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ