জ্যামের শহর । ফজলুল হক তুহিন

জ্যামের শহর । ফজলুল হক তুহিন

কবিতা নভেম্বর ২০১৯

বিরতিহীন জ্যামের শহর ঢাকা শহর
জ্যামের মাঝে কষ্ট
যাত্রাবাড়ী থেকে যাবো উত্তরাতে
জীবন আমার নষ্ট।

সকাল সকাল বের হয়েছি বাড়ি থেকে 
তবু জ্যামের পথে গাড়ি চলছে হেঁকে
ঠেলাঠেলি করে ঝরে ঘাম
কে আমাকে দেবে সময় দাম 
শামুকগতির বাহন চলে এঁকে বেঁকে।

অফিস টাইম পার হয়ে যায়
গাড়ি জ্যামের মাঝে
কোনো কাজই হয় না করা
সকাল থেকে সাঁঝে।

যে যার মতো চালায় গাড়ি
কোথায় ট্রাফিক আইন
আমরা যদি নিয়ম মানি
জীবন হবে ফাইন।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ