ঝাঁ পি থেকে

ঝাঁ পি থেকে

প্রচ্ছদ রচনা জুন ২০১২

মকবুল হোসেন জীবন
সরকারি আযিযুল হক কলেজ, বগুড়া।
না, এক পৃষ্ঠায় একটি লেখাই লিখবে। তবে যদি একই বিষয়ে ছোট ছড়া/ কবিতা হয়-সে ক্ষেত্রে ১,২,৩ দিয়ে লেখা যেতে পারে। তবে কবিতার পৃষ্ঠায় অন্য বিষয়ে লেখা যাবে না। হ্যাঁ, তোমার কাগজের সাইজ ঠিকই আছে। এভাবেই লেখা পাঠাও।
আফজালুর রহমান রেজওয়ান
সুজাউল মাদ্রাসা, বড়লেখা, মৌলভীবাজার
তুমি লেখক হতে চাও-সে তো খুশির কথা! কিন্তু ভাই তার আগে যে তোমার লেখার বানান ও বাক্য শুদ্ধ করতে হবে! হাতের লেখাটাও আর একটু সুন্দর করলে ভালো হয়।
মুহাম্মদ জামিল আহমেদ
কয়রা, খুলনা
হ্যাঁ, ভাই, তোমার আহ্বানই ঠিক। সবাই যদি কিশোরকণ্ঠ পাঠক ফোরামের বন্ধু হয়ে যাওÑতাহলে কতই না মজা হয়! বন্ধু বৃদ্ধি করার জন্য চেষ্টা চালিয়ে যাও। তোমার প্রতি রইলো আমাদের অশেষ দোয়া।
উম্মুল হানি বিনতে আহমাদ নিহা
শাহজাহানপুর, বগুড়া
বেশ তো! লেখা পাঠিয়ে দাও। কিশোরকণ্ঠের উপযোগী হলে ইনশাআল্লাহ ছাপা হবে।
মুহাম্মদ নিজামুল ইসলাম নিজামী
টঙ্গী, ঢাকা
কি করে সফলতা অর্জন করবে? সফলতা তো ভাই আল্লাহ পাকের হাতে। আমাদের শুধু চেষ্টা আর চেষ্টা চালিয়ে যেতে হবে। আর আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। দেখবে ইনশাআল্লাহ সফলতা এসে যাবে।
ইয়াছিন খন্দকার লোভা
দাগনভূঁইয়া, ফেনী
এই তো তোমার নাম এবার আলোর মুখে জ্বল জ্বল করে জ্বলছে। নিশ্চয়ই খুশি হয়েছো! এবার কিছু ভালো ছড়া পাঠাও।
উম্মে হুমায়রা সিদ্দিকা
পালপুর, গোদাবাড়ি, রাজশাহী
উপন্যাস নয়, বরং তুমি ছোটগল্প এবং ছড়া-কবিতা পাঠাও।
জাকিয়া সুলতানা
রূপাটি, মাগুরা
এই তো এবার তোমাকে ঝাঁপিতে তুলে নিলাম। ভয়ের কিছু নেই। লেখা ভালো হলে ইনশাআল্লাহ ছাপা হবে। কিশোরকণ্ঠ তো তোমাদেরই পত্রিকা। শুধু পত্রিকা কেন, সে তো তোমাদেরই একান্ত বন্ধু। সুতরাং নির্ভয়ে লেখা পাঠাও।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ