ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে মে ২০১৩

ঝাঁপি থেকে

মো : মুজাহিদ
কড়ই নূরুল হুদা
কামিল মাদ্রাসা, জয়পুরহাট
- মাসের যেকোনো সময় লেখা পাঠাতে পারো। না, লেখা ছাপানোর জন্য কোনো টাকা-পয়সা কিংবা অনুরোধের প্রয়োজন নেই।
উম্মে কুলসুম সুরাইয়া
রানীশংকৈল, ঠাকুরগাঁও
- তোমার প্রচেষ্টার জন্য ধন্যবাদ। অন্য সবাইকে এভাবে কিশোরকণ্ঠের পাঠক বৃদ্ধির জন্য চেষ্টা চালাতে বলো।
ফাতেমা তুজ জহুরা
এনায়েতপুর, সিরাজগঞ্জ
- হ্যাঁ, পুরস্কারের জন্য অপেক্ষা করো। সময়মতো পেয়ে যাবে ইনশাআল্লাহ।
তরিকুল ইসলাম (শান্ত)
হাতিয়া, নোয়াখালী
- উপন্যাস না পাঠিয়ে তুমি বরং ছোটগল্প ও ছড়া-কবিতা পাঠাও।
কায় কায়ূস
খালিশপুর, খুলনা
- লেখা ভালো হলেই ছাপা হয়। তুমিও ভালো লেখার চেষ্টা করো।
মিজানুর রহমান (মিজান)
পাটগ্রাম, লালমনিরহাট
- কিশোরকণ্ঠ ভালো করে পড়ো। বিশেষ করে ‘তোমাদের পাতা’ বিভাগের লেখাগুলো বারবার পড়বে।
শেখ আব্দুল হাই আল সাদী
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ
- কিশোরকণ্ঠের পাঠক বৃদ্ধির জন্য তোমাকে ধন্যবাদ। এই প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশা করি। অন্যদেরকেও অনুপ্রাণিত করবে।
এস এ মামুন হৃদয়
হাতিয়া, নোয়াখালী
- তোমার পুরস্কারটি যথাসময়ে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আরোও লেখা পাঠাও।
মোতাছিম বিল্লাহ
সরকারি সিটি কলেজ, যশোর
- যেভাবে সবাই লেখা পাঠায় তুমিও সেইভাবে পাঠাও।
খলিলুর রহমান (নিয়ায)
বগুড়া সদর, বগুড়া
- এইতো এবার তোমাকে ‘ঝাঁপিতে’ তুলে নিলাম। খুশি তো! অন্য বিভাগেও লেখা পাঠাও।
মো: রবিউল ইসলাম
কালিগঞ্জ, সাতক্ষীরা
- তোমার হাতের লেখা আরও সুন্দর ও পরিষ্কার হওয়া প্রয়োজন। বানানের দিকেও খেয়াল রাখবে।
ফরহাদ হোসেন আরজু
কাশিমপুর সদর, নোয়াখালী
- পয়সা খরচ করে, কাগজ-কালি নষ্ট করে, সময় ব্যয় করে এমন কিছু পাঠানো উচিত নয় যার কোনো মূল্য কিংবা অর্থই হয় না।
খন্দকার সাজু আহমেদ
ধনুট, বগুড়া
- তুমি আমাদের পরিবেশ, প্রকৃতি ও প্রাত্যহিক জীবনাচার নিয়ে ছোট ছোট ছড়া-কবিতা লিখে পাঠাও।
সেলিম মিয়া
কাপাসিয়া, গাজীপুর
- এইতো এবার প্রকাশের মাধ্যম পেয়েছো! ছোট ছোট ছড়া-কবিতা পাঠাও।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ