ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

প্রচ্ছদ রচনা সেপ্টেম্বর ২০১৩

কে এম আমিনুল ইসলাম আব্দুল্লাহ, বগুড়া
তোমার বন্ধু ঠিকই বলেছে, কখনো হাল ছেড়ে দিও না। চেষ্টা চালিয়ে গেলে একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ।
খন্দকার শামীম উদ্দিন
কাউরিয়া, ঝিকরগাছা, যশোর
অন্যের কথা বাদ দাও, তুমি বিভাগগুলোতে নিয়মিত অংশ নিতে থাকো। কিশোরকণ্ঠের পাঠক বন্ধু বৃদ্ধির জন্য চেষ্টা করছো তো।
মো: শাহাদাত হোসেন
জয়নালপুর, চাঁপাইনবাবগঞ্জ
কিশোরকণ্ঠ তোমার কাছে সকল সময় নতুন লাগে, ভালো লাগে, তোমার জন্য শিক্ষণীয়Ñ এসব জেনে খুশি হলাম। তোমার অনুভূতিটুকু অন্য বন্ধুকেও বলো।
শাহাদাত হোসেন, পিপরুল, নাটোর
তোমার সুস্থতার জন্য আমরা দোয়া করছি।
গোলাম কিবরিয়া (রিপন)
লেবুডাঙ্গা, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ
এইতো এবার তোমাকে ‘ঝাঁপিতে’ তুলে নিলাম। আশা করি এখন থেকে কিশোরকণ্ঠের ওপর আর কোনো অভিমান থাকবে না। তুমি নিয়মিত লেখা পাঠাও।
মো: রাকিবুল আলম
মন্দাকিনী, হাটহাজারী, চট্টগ্রাম
তোমার লেখার মান আরও ভালো হওয়া জরুরি। চেষ্টা অব্যাহত রাখো। লিখতে লিখতে এক সময় ভালো লেখক হওয়া যায়।
এইচ এম হাসান
খালিশাখালী, পিরোজপুর
অসুস্থতার মধ্যেও লেখা পাঠিয়েছো! তোমাকে ধন্যবাদ। দোয়া করছি তোমার দ্রুত সুস্থতার জন্য।
রাশেদ হাসান (রাকেশ)
মৌলভীবাজার, লালবাগ, ঢাকা
সবই নিয়ম মতো চলছে। তুমিও ‘কিশোর জিজ্ঞাসায়’ অংশ নিতে পারো।
মো: ফারুক হোসেন
দারীখৈইর, নাটোর
তোমার সালাম ও শুভেচ্ছা পেলাম। তুমিও আমাদের সালম ও শুভেচ্ছা নাও। ফিচারের জন্য ছবি অপরিহার্য। ছবি ছাড়া ফিচারের কি তেমন কোনো আকর্ষণ থাকে? তুমি অন্য বিভাগে লেখা পাঠাও।
নাজমুল আলম হিমেল
মতিঝিল সর. বালক উচ্চবিদ্যালয়, ঢাকা
কিশোরকণ্ঠ তোমার শিক্ষা ও জ্ঞান বাড়াতে সাহায্য করে জেনে ভালো লাগলো। তোমার বন্ধুদেরকেও কিশোরকণ্ঠ নিয়মিত পড়ার জন্য উদ্বুদ্ধ করবে বলে আশা রাখি।
ইমরান হোছাইন তারকেজ
চুনতী মাদরাসা, চট্টগ্রাম
তুমিসহ যারা বোর্ড পরীক্ষায় অংশ নিচ্ছ, তোমাদের প্রত্যেকের প্রতি রইলো আমাদের অশেষ দোয়া।
রেদোয়ান হোসেন, সুবর্ণচর, নোয়াখালী
কিশোরকণ্ঠ পড়ে তোমার কী মনে হয়? তোমাদের মেধা, মনন, শিক্ষা, প্রতিভার বিকাশÑ সবকিছুর জন্যই তো কিশোরকণ্ঠ।
নূরুজ্জামান বাবু, ধলবাড়িয়া, সাতক্ষীরা
লেখার জন্য উপযুক্ত কাগজ ব্যবহার করবে। হাতের লেখা সুন্দর করার জন্যও চেষ্টা করবে। লেখা পাঠাতে থাকো, কখনো হতাশ হবে না।
ইয়াছিন আলী, এমএম কলেজ, যশোর
তোমার লেখা পেয়েছি বলেই তো ‘ঝাঁপিতে’ ঝটপট তুলে নিয়েছি। তুমি আরও ভালো লেখার চেষ্টা কর।
এস এম মাহবুবুর রহমান সুমন
মাইজদী, নোয়াখালী
কিশোরকণ্ঠের পুরনো সংখ্যার জন্য সার্কুলেশন বিভাগের সাথে যোগাযোগ কর। কিশোর বন্ধু বৃদ্ধির জন্য তোমাকে মোবারকবাদ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ