ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে ফেব্রুয়ারি ২০২০

কিশোরকণ্ঠে এমন একটি পৃষ্ঠার আয়োজন করা হোক যেখানে, চলতি মাসের প্রতি ওয়াক্ত নামাজ, সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচি দেয়া থাকবে। - তুমি এ ধরনের আরো সুন্দর সুন্দর পরামর্শ দাও। ইয়াছিন আরাফাত, ডিমলা, নীলফামারী

আমি কিছু গল্প ও কবিতা পাঠাতে চাই। লেখা পাঠানোর কোনো বিশেষ নিয়ম আছে কি না। গল্প/কবিতার শব্দসংখ্যা কেমন হবে, এ ব্যাপারে কোনো তথ্য থাকলে জানাবেন। - তুমি তোমার লেখা মেইলে পাঠিয়ে দাও। রাকিব মাহমুদ, সদর, নোয়াখালী

বলতে পারো ও শব্দধাঁধা এগুলোতে সময় বাড়ানো অথবা ই-মেইল এর মাধ্যমে নেয়ার ব্যবস্থা করা হোক । - সেটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। এখন যেভাবে আছে সেভাবেই চলতে থাকুক। হাবিবুর রহমান, আজিজ পাড়া, জামালপুর

প্রতিযোগিতামূলক নতুন একটি বিভাগ চালু করা যাবে কি? - তুমিই বলো সেটা কি হতে পারে? হামি মেহেদী, মিরেজল পাড়া, জামালপুর

আমি কিশোরকণ্ঠ ২০১৯ সালের জুলাই মাসে বলতে পারোতে তৃতীয় স্থান অধিকার করেছি, অক্টোবর মাসের বইয়ে আমার নাম পাওয়া গেছে, কিন্তু আমার ঠিকানায় পুরস্কার এসে পৌঁছায়নি, এখন ওই পুরস্কার কি আমি পেতে পারি। - হ্যাঁ। পুর্ণাঙ্গ ঠিকানা ছিলো তো? লিজা আক্তার, মোরেলগঞ্জ, বাগেরহাট

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ