ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে জুলাই ২০১২

জি এম তারিকুজ্জামান তরিক
মধুগ্রাম, শাহাপুর, ডুমুরিয়া, খুলনা
এক সঙ্গে বসে কিশোরকণ্ঠ পড়ার যে আনন্দ তোমরা উপভোগ করছো সে জন্য ধন্যবাদ। এতে করে জ্ঞানের প্রবৃদ্ধিও ঘটে। অভ্যাসটি চালু রাখো।

মুহিবুর রহমান মাসুম
লামা জগন্নাথপুর, মৌলভীবাজার
যথাসময়ে তোমার পুরস্কার পেয়ে যাবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা কর।

এম কে আলম, ফরিদগঞ্জ, চাঁদপুর
কিশোরকণ্ঠকে তুমি ভালোবাসো, তার জন্য দোয়া কর জেনে খুব খুশি হলাম। তোমার জন্য আমরাও দোয়া করছি।

আফরিন সুলতানা, উত্তর শিবপুর, ফেনী
হ্যাঁ, তুমি চেষ্টা চালিয়ে যাও। তোমার সফলতার জন্য আমরা দোয়া করছি।

মতিউর রহমান
গোপালপুর, বেগমগঞ্জ, নোয়াখালী
বন্ধুদের মাঝে কিশোরকণ্ঠ বিলি কর জেনে খুশি হলাম। পাঠকসংখ্যা আরও বৃদ্ধির জন্য চেষ্টা কর। তোমার জন্য দোয়া করছি।

মোহাম্মদ মাহবুব আলম
নড়িয়া, শরীয়তপুর
তোমার পরামর্শটি আমরা বিবেচনা করবো ইনশাআল্লাহ।

শিবলী ইমন
ছৈয়া, জৈন্তাপুর, সিলেট
তোমাদের আয়োজন সফল হোক সেই কামনাই করছি।

ছামিয়া জান্নাত শাম্মী
বড় ধামাই, জুড়ী, মৌলভীবাজার
হ্যাঁ, আলাদা খামে পাঠাবে।

বি.এম কামরুল ইসলাম
নড়িয়া, শরীয়তপুর
তুমি ঠিকই বলেছো, কিশোরকণ্ঠ শুধু পাঠের তৃষ্ণা মেটাই না, জ্ঞান বৃদ্ধিতেও সাহায্য করে। প্রতিভা বিকাশের মাধ্যম হিসাবেও কিশোরকণ্ঠ অতুলনীয়।

শাহ আলম খান শাহিন
কাজির পাগলা, লৌহজং, মুন্সীগঞ্জ
এই তো তোমাকে ঝাঁপিতে তুলে নিলাম। খুশিতো!

মিশকাতুল জান্নাত মিশু
পূর্ব কলা উজান, লোহাগাড়া, চট্টগ্রাম
তোমার সফলতার জন্য মুবারকবাদ।

আরাফাত নিশান
মিস্ত্রিপাড়া রোড, চাঁপাইনবাবগঞ্জ
তোমার পরামর্শটি আমরা বিবেচনা করবো ইনশাআল্লাহ।

আবু তালহা তুহিন
ঠনঠনিয়া হাজিপাড়া, বগুড়া
তুমি নিয়মিত কিশোরকণ্ঠ পড়ো এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সাথে যোগাযোগ রাখো।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ