তোমার পথ তোমাকেই করে নিতে হবে   - আসাদ চৌধুরী

তোমার পথ তোমাকেই করে নিতে হবে - আসাদ চৌধুরী

মুখোমুখি জুন ২০১৬

আসাদ চৌধুরী। জন্ম ১১ ফেব্রুয়ারি ১৯৪৩। বাংলাদেশের একজন প্রখ্যাত কবি ও সাহিত্যিক। মনোগ্রাহী টেলিভিশন উপস্থাপনা ও চমৎকার আবৃত্তির জন্যও জনপ্রিয় তিনি। সাহিত্যের বিভিন্ন শাখা তাঁর পদচারণায় মুখরিত। কবিতা ছাড়াও তিনি  রচনা করেছেন শিশুতোষ গ্রন্থ, ছড়া, জীবনী ইত্যাদি। রয়েছে অনুবাদকর্মও। বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত এই কবির কবিতা গীতিময় এবং ছন্দোদ্ভাসিত। বন্ধুরা, ‘মুখোমুখি’ জুন ২০১৬ সংখ্যায় তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রিয় কবি আসাদ চৌধুরী।
এই সাক্ষাৎকারটি ছাপানোর কথা ছিল ডিসেম্বর ২০১৫ সংখ্যায়। কবির বিদেশ সফরসহ নানা ব্যস্ততার কারণে আমরা সময়মতো সাক্ষাৎকারটি গ্রহণ করতে পারিনি। এ জন্য কিশোরকণ্ঠের পাঠকের কাছে দুঃখ প্রকাশ করছি। আর একটা বিষয়Ñ মুখোমুখিতে মিশা সওদাগরের এই মাসের সাক্ষাৎকারটি ছাপা হবে ঈদসংখ্যায়।
প্রশ্ন : বর্তমান প্রযুক্তিনির্ভর পৃথিবীতে নিয়ন্ত্রণহীন ইন্টারনেট ব্যবস্থা শিশু-কিশোর, তরুণদের মাঝে কতটুকু সুপ্রভাব বিস্তার করছে বলে মনে করেন?
মো: নাজমুল কাওনাইন
সবুজবাগ, বগুড়া
আসাদ চৌধুরী : আধুনিক প্রযুক্তি সম্পর্কে অবশ্যই ভালো করে জেনে ব্যবহার করতে হবে। অবশ্যই সতর্কতার সঙ্গে। এড়িয়ে চলার উপায় তো নেই। নিয়ন্ত্রণহীনতা কোনো ক্ষেত্রেই কাম্য হতে পারে না।
প্রশ্ন : কোন ধরনের বই অধ্যয়ন করলে কবিতা এবং সাহিত্য লেখার কৌশল রপ্ত করা যাবে?
মু. শরিফুল ইসলাম
দেবিদ্বার, কুমিল্লা
আসাদ চৌধুরী : সব ধরনের বই। তবে আগ্রহ যে বিষয়ে, সেই বিষয়ের বই বেশি বেশি পড়তে হবে নিশ্চয়।
প্রশ্ন : আপনার জন্মস্থান কোথায়? আপনার প্রিয় মানুষ কে?
শাকিল আহমেদ তাহের
মাছপাড়া, ইবি, কুষ্টিয়া
আসাদ চৌধুরী : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উনানিয়া গ্রাম। মানুষ মাত্রই আমার কাছে প্রিয়, তবে সব মানুষকে আমি মানুষ মনে করতে মোটেও রাজি নইÑ যেহেতু মানুষ সমাজের বড় অংশ তাই তাদের উচিত নেতিবাচক ভাবনাটা বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করা।
প্রশ্ন : আমি মাঝে মাঝে কবিতা লিখি। কিন্তু লেখার পর আমার নিজের কাছেই সেগুলো পছন্দ হয় না। আপনার ক্ষেত্রেও কি এমন ঘটনা ঘটে?
এস.এম. শাহীন
ফুলবাড়ী, নহাটা, মাগুরা
আসাদ চৌধুরী : হ্যাঁ সব সময়। তুমি জানলে কেমন করে?
প্রশ্ন : কবিতা লেখার সময় কোন বিষয়ের প্রতি সর্বাধিক গুরুত্ব দিতে হয়?
মো: মাহমুদুল হাসান
সোনাইমুড়ি, নোয়াখালী
আসাদ চৌধুরী : বিষয় ও প্র্রকরণ। তবে ভাবটি তো আসল। কবিতার ভাষা, ছন্দ ও অলঙ্কার প্রয়োগের বিভিন্ন কৌশলই প্রকরণ।
প্রশ্ন : শিশু-সাহিত্য লেখার কি আলাদা কোনো কৌশল আছে?
নওশেদ আলী
ভেলকুপাড়া, সাতমেড়া, পঞ্চগড়
আসাদ চৌধুরী : নিশ্চয়ই আছে। তবে সব কৌশল সম্পর্কে আমার জানা নেই।
প্রশ্ন : কবি হওয়ার পেছনে কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি?
সাইফুদ্দীন আহমেদ
হেমায়েতপুর, সাভার, ঢাকা
আসাদ চৌধুরী : সময়, প্রকৃতি, মানুষÑ চার পাশের সব, সবকিছু।
প্রশ্ন : আপনার জীবনে কোন স্মরণীয় ও শিক্ষণীয় ঘটনা শুনতে চাই।
মো: মাসুম বিল্লাহ
মুদাফরগঞ্জ, কুমিল্লা
আসাদ চৌধুরী : দু-এক পৃষ্ঠায় লিখেও শেষ করতে পারব না যে।
প্রশ্ন : এমন কিছু বইয়ের নাম বলুন যা পড়ে আমি আমার জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারি।
আরিফ, দনিয়া, ঢাকা
আসাদ চৌধুরী : কুরআন শরিফ অর্থসহ পারলে তাফসিরসহ পড়তে পারো।
প্রশ্ন : লেখালেখির জগতে কিভাবে এসেছেন?
মো: লাবু হোসেন সাগর
নূরুন আলা নূর কামিল মাদ্রাসা, পঞ্চগড়
আসাদ চৌধুরী : লিখতে লিখতে এসেছি। সত্যি এসেছি তো?
প্রশ্ন : আমি টেলিভিশন প্রোগ্রাম উপস্থাপক হতে চাই, কিভাবে সেখানে যেতে পারবো?
আনোয়ার হোসাইন
লহুচাঁদ মাস্টার পাড়া, হরিপুর, ঠাকুরগাঁও
আসাদ চৌধুরী : বোধ হয় তুমি টেলিভিশন চ্যানেলের কথা বলতে চাচ্ছ। নিজেকে তৈরি করে নিয়ে যোগাযোগ কর ওদের সঙ্গে।
প্রশ্ন : ছাত্রাবস্থায় পড়ালেখায় কেমন ফাঁকি দিতেন?
মমতাজ বেগম
সরকারি মহিলা কলেজ, পঞ্চগড়
আসাদ চৌধুরী : না, ফাঁকি দিতাম নাতো। এখনও আমি রাত  জেগে পড়ি।
প্রশ্ন : সব সময় পড়ালেখার চাপে বাড়তি কিছু করা হয়ে ওঠে না। পাঠ্যবইয়ের সাথে লুকোচুরি করে যতক্ষণ থাকা যায় ততক্ষণ খেলাধুলা কিংবা গেইম খেলেই সময় অতিক্রম হয়ে যায়। কিন্তু আমি এই দেশের জন্য, সমাজের জন্য কিছু করতে চাইÑ তাই আমাকে কিছু উপদেশ দিন যাতে করে পড়ালেখার ফাঁকে ফাঁকে কিছু মহৎ কাজ করতে পারি।
ইশতিয়াক আহমদ শামিম
ত্রিশাল, ময়মনসিংহ
আসাদ চৌধুরী : তুমি এভাবে যা ভাবতে পারলে, দেখে খুশি হয়েছি। তোমার পথ তোমাকেই করে নিতে হবে যে ভাই।
প্রশ্ন : শিশু-কিশোরদের জন্য আপনার উপদেশ কী? শিশু-কিশোররা সমৃদ্ধশালী দেশ ও জাতি গঠনে কিভাবে অংশ নিতে পারে?
মো: আবু নাঈম
হাড়িভাসা, পঞ্চগড়
আসাদ চৌধুরী : ‘সৎ’ শব্দটি অর্থ ভালো করে জেনে নাও, তারপর ‘সত্য’ শব্দটিও। যাঁরা কাজ করেন তারা হাততালির জন্য করেন না। প্রাণের তাগিদে করেন। একজন কৃষক, একজন শ্রমিক ঠিকই কাজ করে চলেছেন। চোখে পড়ে না, এই যা।
প্রশ্ন : ছোটবেলায় কী হওয়ার স্বপ্ন  দেখতেন? আপনার সেই স্বপ্নটা কি বাস্তবায়ন হয়েছে?
নুর আহমদ
মান্দারী, লক্ষ্মীপুর
আসাদ চৌধুরী : ভুলে গেছি। এত খেলাধুলা, এত হইচই করেছিÑ এসব করতে করতেই দেখ চুল পেকে গেছে।
প্রশ্ন : আপনার লেখা কবিতা সর্বপ্রথম কোথায় প্রকাশিত হয়?
মো: তারিকুজ্জামান তারিক
শ্রীপুর, হরিণাকুন্ডু, ঝিনাইদহ
আসাদ চৌধুরী : খবরের কাগজে।
প্রশ্ন : কবিতা, গল্প লেখার সময় আপনি কোন কোন বিষয়গুলো সাধারণত বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করেন?
আবু নাছির, মতলব, চাঁদপুর
আসাদ চৌধুরী : ভাব আর বিষয়টিকেই।
প্রশ্ন : কবিতা, উপন্যাস ও নাটকের মত সৃজনশীল সাহিত্যকর্ম রচনা করার পূর্বশর্ত কী?
মো: শাহারিয়ার আহম্মেদ রানা
কারমাইকেল কলেজ, রংপুর
আসাদ চৌধুরী : লেখার ইচ্ছা ও যোগ্যতা থাকা।
প্রশ্ন : ব্যক্তি আসাদ চৌধুরী ও কবি আসাদ চৌধুরীর মধ্যে পার্থক্য কী?
আমির ইশতিয়াক
ধরাভাঙ্গা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া
আসাদ চৌধুরী : আমি নিজেও এই প্রশ্নের উত্তরটা খুঁজছি না।
প্রশ্ন : আপনার ছেলেময়ে কতজন এবং তারা কী করেন?
মোস্তফা
৮ম শ্রেণী, রাজবাড়ী
আসাদ চৌধুরী : দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে আর মেয়ে কানাডায় থাকে। ছোট ছেলে এখন আমাদের সাথে, সবে গ্র্যাজুয়েশন করেছে।
প্রশ্ন : আমি লেখক হতে চাই। ভালো লেখক হওয়ার জন্য কী করতে হবে?
রুমান হাফিজ
কানাইঘাট, সিলেট
আসাদ চৌধুরী : বই পড়তে হবে। মানুষ পড়তে হবে। রাষ্ট্রÑ মেঘ নদী এসব পড়তে হবে। দুঃখ অপমান জ্বালা যন্ত্রণা এসব ভালো করে পড়তে হবে। সত্যিকারের কিছু বলার মতো কিছু থাকলে কলম নিয়ে বসতে হবে। লিখতে লিখতে নিজেই  জানতে পারবে, আর কী কী করতে হবে।
প্রশ্ন : আপনার শখ কী?
জয়নব , মাইজদী, নোয়াখালী
আসাদ চৌধুরী : অনেক। বলে শেষ করতে পারবো না।
প্রশ্ন : স্যার, বর্তমানে আমি  একাদশ শ্রেণীর ছাত্র। আমার একান্ত ইচ্ছা আমি বিসিএস ক্যাডার হবো। আমার পরিবারেরও একান্ত ইচ্ছা। কিন্তু আমি এসএসসি পরীক্ষায় রেজাল্ট খুব একটা ভালো করতে পারিনি। আমার মন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, এখন আমার কী করণীয়? আমি কি বিসিএস ক্যাডার হতে পারবো?
ইফতেখায়রুল বাসার ইমন
আশুলিয়া, সাভার, ঢাকা
আসাদ চৌধুরী : চেষ্টা করতে হবে। মেধা ও মনন চিন্তার ওপর নির্ভর করে। তবে বিসিএস ক্যাডার হতে পারলে ভালো, তার চেয়ে বেশি ভালো সৎভাবে, সময় সঠিক ব্যবহার করে জীবন যাপন করা।
প্রশ্ন : কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়?
তমাল, রাজশাহী
আসাদ চৌধুরী : প্রতিটা মুহূর্তের চেষ্টায়, সদিচ্ছায়।
প্রশ্ন : আপনার স্বপ্ন কী?
ফয়সল, ঢাকা বিশ্ববিদ্যালয়
আসাদ চৌধুরী : ভালো মানুষ হওয়া।
প্রশ্ন : মনে করুন আপনি এখন সপ্তম শ্রেণীর ছাত্র। এ অবস্থায় আপনার পিতা-মাতা, বা বড়দের কাছ থেকে কোন বিষয়টা বেশি প্রত্যাশা করবেন?
রাজু
মতিঝিল আইডিয়াল কলেজ, ঢাকা
আসাদ চৌধুরী : পিতা-মাতা ও বড়দের কাছ থেকে আমি সব সময় আদরই প্রত্যাশা করি। তবে আমি এখন মনে করি, ছোটদেরকে যদি শ্রদ্ধা করা যায়, তারা ধীরে ধীরে শ্রদ্ধার যোগ্য হয়ে উঠতে পারে। (অবশ্য) না-ও পারে- একেকজন ব্যক্তি তো অন্যদের থেকে স্বতন্ত্র।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ