ধূমপান না বিষপান   -আহসান হাবীব খান

ধূমপান না বিষপান -আহসান হাবীব খান

নাটিকা ডিসেম্বর ২০১৫

কোনো একটি পরিবহনের বুকিং বুথ। অনেক যাত্রী টিকেট নিয়ে লাইনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন। এর মধ্যে একজন হঠাৎ সিগারেটে আগুন ধরাবে। পোশাকে-আশাকে তাকে ভদ্রলোক বলেই মনে হবে। সিগারেট ধরিয়ে মনের সুখে একটি টান দিয়ে কোনো দিক লক্ষ না করেই ধোঁয়াটা সামনের দিক ছাড়বে। এতে তার সামনে অপেক্ষমাণ লোকটি কেশে উঠবে। চোখে মুখে বিরক্তির ভাব ফুটে উঠবে, তবে মুখে কোনো প্রতিবাদ করবে না। তারপর সে সিগারেটে আরেকটা টান দিয়ে এমন ভঙ্গিতে দাঁড়াবে যে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া সোজা পেছনে দন্ডায়মান আরেক ভদ্রলোকের নাকে প্রবেশ করবে। এতে ঐ ভদ্রলোক কিছুটা উত্তেজিত হয়ে তার সিগারেট ধরানো হাতটি সামনে ঠেলে দিতে দিতে বলবেন-
ভদ্রলোক    :    এ- এ এই যে জনাব! সরানতো হাতটা, সরান, এইটা আপনি কি করছেন! রোজার দিন! (এমন সুরে কথা শুনে ধূমপায়ী লোকটিও কিছুটা রাগ করবে সে তার ভাব বজায় রাখার প্রয়াসে বলবে)
ধূমপায়ী    :    কেন? আপনার খুব অসুবিধা হচ্ছে?
ভদ্রলোক    :    সুবিধা হলে তো কথায় ছিল না। (তার এ কথায় দাঁড়িয়ে থাকা অন্যান্যদের মধ্যে কেউ কেউ হেসে ফেলবে)
ধূমপায়ী    :    অসুবিধা হলে আপনি অন্য পথ দেখতে পারেন। কারণ এটা আপনার ব্যক্তিগত পরিমন্ডল নয়, This is a public place.
ভদ্রলোক    :    কী বললেন আপনি?Public place! তা ঐ পাবলিক কথাটির মানে আপনি বোঝেন?
ধূমপায়ী    :    What! পাবলিক কথার মানে বুঝি না মানে! What do you mean? কী বলতে চান আপনি?
ভদ্রলোক    :    আহা- হা- হা চটবেন না চটবেন না। আপনি পাবলিক কথার মানে বোঝেন না, আমিতো তা বলিনি। আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কটাক্ষ করার অভিপ্রায় আমার নেই। আর যাই হোক অন্তত আপনার খোলসটা তাই প্রমাণ করছে। (আপাদমস্তক তাকিয়ে )
ধূমপায়ী    :    আপনি তো সাংঘাতিক গা-জ্বালা কথা বলেন হে! (লোকটি সিগারেট ধরেই থাকবে। মুখে দেয়ার কথা ভুলে যাবে)
ভদ্রলোক    :(কাষ্ঠ হাসি হেসে) না বলছিলাম কি ঐ যে বললেন পাবলিক। তা আমিওতো সেই পাবলিকের একজন। না কি? একটু খেয়াল করে দেখুন, একে তো রোজার দিন তার ওপর গরম। এর মধ্যে আপনি সিগারেট ফুঁকছেন লোকজনের কত কষ্ট হচ্ছে একটু ভেবে দেখেছেন?

(তার কথায় লোকজন সমর্থন দেবে)

এমনিতেই পাবলিক প্লেসে ধূমপান আইনত দন্ডনীয়। তার ওপর রোজা-রমজানের দিন আমাদের দেশের আইন নিয়ে না হয় কথা নাই বললাম। কিন্তু আপনার বিকেকের আইন তো খাটান।

(ধূমপায়ী লোকটি তাকিয়ে দেখবে অপেক্ষমাণ যাত্রীরা সবাই তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এখন সে জব্দ হয়ে একবার সিগারেট, একবার ভদ্রলোক, একবার অন্যান্যদের দিকে খেয়াল করে সিগারেটটি ফেলে দেবে)

ধূমপায়ী    :    (ফেলে দিতে দিতে) ঠিক আছে, আমি এটা ফেলে দিচ্ছি। কিন্তু আপনি আপনার চাপাটা একটু বন্ধ করুন।
ভদ্রলোক    :    আরে এই কাজটি আপনি আগে করলে তো আমার চাপা খোলার দরকার ছিল না।
(উপস্থিত সবাই তখন হেসে উঠবে। তারপর ফ্রিজ।)
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ