নবীর আদব । আবদুল আলিম

নবীর আদব । আবদুল আলিম

কবিতা নভেম্বর ২০১৯

কথায় তুমি মুক্তা ঝরাও
হাসি মুখে চলো
যে কথাটা নবীর আদব
সে কথাটা বলো।

শক্ত কথায় যে সব লোকে
মনটা ভেঙে দেয়
বলতে পারো এসব লোকের
নবীর শিক্ষা নেই।

নম্র ভাষায় শ্রেষ্ঠ আদব
শক্ত কথায় নয়
মন ভাঙানো কথায় বলো
ক’জন ভালো কয়?

যদি তোমার মুখের কথা
হয়গো অতি নরম
সবাই খুশি হলে পাবে
রবের রহম করম।

বিনয় ভাষায় বলতো কথা
আমার প্রিয় রাসূল
ওগো মানুষ ফিরবে কি হুঁশ
আর কর না ভুল।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ