প্রাণের অনুরাগে - নজমুল হক চৌধুরী

প্রাণের অনুরাগে - নজমুল হক চৌধুরী

ছড়া-কবিতা অক্টোবর ২০১৮

ঘুরছে পাখি আকাশপানে
সকাল-সন্ধ্যা মনের টানে
কিংবা গাছের মগডালে সে-
নাচে,
পাখ-পাখালির মধুর সুরে
মনটা আমার যায় যে উড়ে
কিন্তু মনে প্রশ্ন যে ভাই-
জাগে,
গহিন বনে কেমনে থাকে?
কেমনে আবার স্বপ্ন আঁকে?
আল্লাহ তায়ালার রহমতে সে-
বাঁচে।
স্রষ্টাকে তাই কাছে পেতে
পাখিগুলো যায় যে মেতে
গান গেয়ে যায় প্রাণের-
অনুরাগে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ