ফাটাফাটি ঈদের হাসি

ফাটাফাটি ঈদের হাসি

হাসির বাকসো কিশোরকণ্ঠ ডেস্ক এপ্রিল ২০২৩

রাজা মিয়া বড়ই কৃপণ। একবার তিনি গেছেন কলা কিনতে-

রাজা মিয়া : কী ভাই, এই ছোট্ট কলাটার দাম কত?

বিক্রেতা : তিন টাকা।

রাজা মিয়া : দুই টাকায় দেবে কি না বলো?

বিক্রেতা : বলেন কী! কলার ছোকলার দামই তো দুই টাকা।

রাজা মিয়া : এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলাটা দাও! 

উছাবিন হোসেন রবিন, বোয়ালিয়া, রাজশাহী


দুই বন্ধুর মধ্যে কথোপকথন-

১ম বন্ধু : কিরে, দুই হাত মাটিতে দিয়ে উল্টো হয়ে আছিস কেন?

২য় বন্ধু : ডান হাতটা খুব ব্যথা করছে রে।

১ম বন্ধু : তাহলে ট্যাবলেট খেয়ে নে।

২য় বন্ধু : ট্যাবলেট খেয়েছি তো।

১ম বন্ধু : তাহলে এভাবে আছিস কেন? হাতটা তো আরো ব্যথা করবে।

২য় বন্ধু : আরে বেকুব, ব্যথাটা হাতে, পেটে না। তাই এভাবে আছি, যেন ট্যাবলেটটা পেট থেকে হাতে আসে।

তারেক আল আজিজ, নবাবগঞ্জ, দিনাজপুর


মামা ও ভাগ্নের মধ্যে কথা হচ্ছে-

মামা: বুঝলি ভাগ্নে! আজকাল কাউকে বিশ্বাস করা যায় না।

ভাগ্নে : কী হলো মামা!

মামা: আরে, বাজারে গিয়ে ঐ ৫০০ টাকার যে জাল নোট ছিল, তা দিয়ে বাজার করে নিয়ে আসলাম।

ভাগ্নে : তো কী হয়েছে!

মামা: বেটা তো আমাকে সবকিছু ওজনে কম দিয়ে তার উপর ছেঁড়া নোট ধরিয়ে দিল।

মেহেদী হাসান ইমন, ফাজিলপুর, ফেনী


ডাক্তার ও রোগীর মধ্যে কথোপকথন

রোগী : ডাক্তার সাহেব আমার জ্বরতো এখনো সারলো না।

ডাক্তার : কী বলেন! ১২টা ডোজ (সাপোজিটরি) নিয়ে গেছেন পায়খানার রাস্তায় ব্যবহারের জন্য, এখনো জ্বর যায়নি?

রোগী : ডাক্তার সাহেব হয়েছে কী, আমার বাসায় তো বাংলা টয়লেট নেই, তাই ইংলিশ কমোডে ডোজ ব্যবহার করেছি। তাই হয়তো জ্বর সারেনি।

তামিম ইসলাম, পতেঙ্গা, চট্টগ্রাম


দুই বন্ধুর মধ্যে কথাবার্তা-

মন্টু : কিরে বল্টু! কাল না ঈদের দিন, কিন্তু তোর মন খারাপ কেন?

বল্টু : আজ রাতে আমাদের বাড়িতে চোর এসেছিল (কথা কেড়ে নিয়ে)

মন্টু : হুম, তো কী হয়েছে? তোদের কিছু নিয়েছে?

বল্টু : না, তবে আমি আমার নতুন পায়জামা-পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম দেখতে। চোরটা মনে হয় আমাকে নতুন পায়জামা-পাঞ্জাবি পরা অবস্থায় দেখেছিল। এখন তো পায়জামা-পাঞ্জাবি পুরাতন হয়ে গেছে। কাল আমি পরবো কী, তাই মনটা বেজায় খারাপ।

মিফতাহুল জান্নাত সানজিদা,, বড়বাড়ি, লালমনিরহাট


রেলস্টেশনে দাঁড়িয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন-

মন্টু : এই ট্রেনটারে আজ যাইতে দিমু না। বুঝতে পারছিস। 

ঝন্টু : কেমনে? কী করবি তুই? 

মন্টু : ট্রেনের চাক্কা পাংচার কইরা দিমু। 

ঝন্টু : অ্যা...! 

মারুফুল ইসলাম, ইসলামপুর, জামালপুর 


২০২২ সালকে বিদায় দিয়ে আসার পথে দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে-

১ম বন্ধু : আরে বন্ধু আজ না তোর স্কুলে রক্তদান অনুষ্ঠান ছিল। তুই কত ব্যাগ রক্তদান করলি?

২য় বন্ধু : কেন বন্ধু? আমি তো প্রতিদিনেই রক্তদান করি। 

১ম বন্ধু : তাহলে তুই বেঁচে আছিস কেমন করে? 

২য় বন্ধু : অসংখ্য মশার দোয়ায়। 

সাজ্জাদ হোসেন শামীম, মানিক পীর, বোদা, পঞ্চগড়

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ