বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা মে ২০১৩

বলতে পারো

মার্চ ২০১৩ সংখ্যার উত্তর
১. কাবা ঘরকে ২. এশিয়া ৩. বায়তুল মোকাররম ৪. এডিস মশা ৫. হাদিস গ্রন্থের ৬. চীনের ৭. মক্কায় ৮. গম থেকে ৯. হাতিকে ১০. মিঠা পানির।

মে ২০১৩ সংখ্যার প্রশ্ন

১. রাসূল (সা) এর রওজা মোবারক কোথায় অবস্থিত?
২. বাংলাদেশের প্রধান রেলস্টেশন ঢাকার কোন্ স্থানে অবস্থিত?
৩. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
৪. আরবি কোন্ মাসে আল কুরআন নাজিল হয়েছে?
৫. ইলিশ আসলে কোন্ পানির মাছ?
৬. উত্তর কোরিয়ার রাজধানীর নাম কী?
৭. মার্জার বলে কোন্ প্রাণীকে?
৮. শীতকালের ফসলকে কী শস্য বলে?
৯. পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?
১০. বাংলাদেশে বন্যা হয় কোন্ ঋতুতে?

মার্চ ২০১৩ সংখ্যার সঠিক জবাবদাতা
যশোর : রমিজ শেখ, হুসাইন আহমাদ জামি, নাহিদ হাসান জিমু, ইউসুফ, শামছুজ্জামান নাছিম, জিহাদ, আবুজার হিলাল মোতাসিম, আলামিন, ইজাজুল করিম ফাহাদ, শাহজালাল মোতাছিম বিল্লাহ, হাসানুল বান্না তাজ, মিসবাহ হুল আলম সামি, সাব্বির, সাদ আহমদ, হাবিবুল্লাহ আল মিরান, মাহমুদ হাসান মিরাজ, বাঘারপাড়া; যায়েদ আল ইসলাম, মাহমুদ উল হাসান, কোতয়ালি। লক্ষ্মীপুর : নূর আলম, জামাল হোসেন, আব্দুজ্জাহের ভূঁইয়া, নুর আহমদ, ফখরুল, ওমর ফারুক, মইন উদ্দিন সালেহ, সোলতান মাহমুদ, আজিজুল করিম, শাহজাহান, সদর। ময়মনসিংহ : মাহমুদুল হাসান, গোলাম কিবরিয়া তরফদার, মশিউর রহমান সুফল, সদর; ইয়াসিন, গফরগাঁও; আবদুল্লাহ আল মামুন, সাইদুল, ফকরুল ইসলাম নাঈম, জহিরুল, মাহমুদুল ইসলাম সাআদ, তোফাজ্জল, মোস্তফা সালেহ নূর সাকিব, নান্দাইল। খুলনা : আইরিন আক্তার ছবি, খালিশপুর; মাহবুবুর রহমান হৃদয়, মাহফুজুর রহমান, হুজ্জাতুল্লাহ, শারমিন আক্তার সুমি, কয়রা; পারভেজ, বায়েজিদ, রাকিব, সাকিব, মোহাইমেন মুকুল, খানজাহান আলী। ”ট্টগ্রাম : তামজিদ নূর চৌধুরী, নাসিরাবাদ; আসাদুজ্জামান, সাতকানিয়া; নাদিম, ডাবলমুরিং; তাহমিদুর রহমান খান, হাটহাজারী; শাহাদত, ইয়াছিন আরাফাত, শাহরিয়ার, লোহাগাড়া; তরিকুল, বন্দর; ইমরান, সদর। পাবনা : সুমাইয়া আনছারী, সুমনা আক্তার শান্ত, সুমাইয়া আশরাফ ইতি, শাকিলা, সদর। ঢাকা : রাফিউস সাদিক, সদর; সাদ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, রাফিসা সুমাইয়া, মোহাম্মদপুর; আমিরুল, জবি; সাকিবুল, খিলগাঁও। রাজশাহী : আফজারুল আহাদ, আফসারুল আহাদ, গোদাগাড়ী; জোবায়ের মামুন, পুঠিয়া। অন্যান্য জেলা : মোস্তফা কামাল রনি, সবুজ, সরিষাবাড়ী, জামালপুর; মেহেদী, সদর, পটুয়াখালী; হাবিবুর রহমান ফাহিম, ইসরাত জাহান সাদিয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর; রকিবুল ইসলাম ইমন, ফিরোজ, সদর, জয়পুরহাট; আব্দুর রহমান, বিলাল, লোহাগড়া, নড়াইল; হাবিব উল্লাহ, সদর, চাঁদপুর; তাকী বিল্লাহ, কাহালু, বগুড়া; শাহাদাত, ভাণ্ডারিয়া, পিরোজপুর; ওলিউল্লাহ, সলঙ্গা, সিরাজগঞ্জ; ফজলে রাব্বি, সদর, নোয়াখালী; মুহতাসিম রিদওয়ান, সদর, চাঁপাইনবাবগঞ্জ; শাহরাজ উদ্দিন সজিব, সোনাগাজী, ফেনী; মাহবুব, নড়িয়া, শরীয়তপুর; জয়নাল, সদর, কক্সবাজার; নাঈমা খান নদী, কোতয়ালি, ফরিদপুর; সোহানুর রহমান সোহান, নগরকান্দা, ঐ।
মার্চ ২০১৩ সংখ্যার পুরস্কার বিজয়ী
১.    মোস্তফা কামাল রনি
সরিষাবাড়ী, জামালপুর
২.    আইরিন আক্তার ছবি, খালিশপুর, খুলনা
৩.    মুহতাসিম রিদওয়ান
সদর, চাঁপাইনবাবগঞ্জ
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ