বলতে পারো- এপ্রিল' ২০১৯

বলতে পারো- এপ্রিল' ২০১৯

প্রচ্ছদ রচনা এপ্রিল ২০১৯

জানুয়ারি ২০১৯ সংখ্যার উত্তর

১. হজরত মূসা আ. ২. হজরত উসমান গনি রা.কে ৩. হাজ্জাজ বিন ইউসুফ ৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ৫. আল্লাহর সাথে শিরক করা ৬. চীন ৭. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৮. রাবাত-দিরহাম ৯. থিন ১০. নাঈম হাসান।

এপ্রিল ২০১৯ সংখ্যার প্রশ্ন

১. পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে চুরির দণ্ডবিধি উল্লেখ হয়েছে? ২. পৃথিবীর সর্বাধিক পঠিতব্য গ্রন্থ কোনটি? ৩. আল কোরআনের পরে সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ কোনটি? ৪. গ্রানাডা কোন দেশের বিখ্যাত শহর? ৫. বাংলাদেশের আমাজান বলা হয় কাকে? ৬. কলা ও হরিণ গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ৭. কোন রংগুলো চোখের ক্লান্তি দূর করে ? ৮. বখতিয়ারের ঘোড়া কার রচনা? ৯. প্রকৃতির কন্যা বলা হয় কাকে? ১০. বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) কোথায় অবস্থিত?

জানুয়ারি ২০১৯ সংখ্যার সঠিক উত্তরদাতা মেহেরপুর : মাহমুদুল হাসান আলিক, গাংনী, তানিয়া তাহমিনা, গোলাম কিবরিয়া চৌধুরী, শাহনাজ পারভীন, রবিনা বেগম, গোলাম রব্বানী চৌধুরী, সোলেমান আহমদ, ইমা রহমান সদর, ঐ। খুলনা : ইস্রাফিল, সাদিয়া সুলতানা, মাহফুজুর রহমান, দিলরুবা সুলতানা রুবা, ইমরান হোসেন ত্বহা, মাহফুজুর রহমান, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান, শামীম মোড়ল, সোনাডাঙ্গা, আহমেদ মুসা, আবদুল গাফফার, হাদিউজ্জামান হাদি, রোকনুজ্জামান হুমায়ূন, ইজাজ আহমেদ, মো: নাঈম তালুকদার, ডুমুরিয়া, ঐ। মৌলভীবাজার : আব্দুল্লাহ, আবু সাঈদ, তামান্না হোসেন তিথি, শাকের আহমেদ এবাদ, আব্দুল্লাহ আল মাহি আজিজ, জহিরুল ইসলাম, জুড়ি, ঐ। সাতক্ষীরা : মনীরা খাতুন, সাইদুজ্জামান, ইমন হোসেন, আরিফ বিল্লাহ, আকবর হোসেন, মাহবুবুর রহমান, সাইফুর রহমান, রবিউল ইসলাম, হাবিবুর রহমান, আল মামুন হোসাইন, আল মামুন মুন্না, এইচ এম ইমরান হোসেন, এম আর সানি, সদর, ঐ। চট্টগ্রাম: এম এম কাদের, বাঁশখালী, ইমরান, নুরাইন বিন ইউনুস, আবু দাউদ মো: ফুয়াদ, মাহমুদ মুনতাসির সাঈদ, লোহাগাড়া, ঐ। রাজশাহী : শফিউল ইসলাম, পারভেজ মোশাররফ, বোয়ালিয়া, ইফতেশাম মাহফুজ রাজপাড়া, ফয়সাল মনির, দুর্গাপুর, ঐ। জামালপুর : আরিফুর রহমান জয়, জাবির আহমেদ জিহাদ, আব্দুল্লাহ আল মাহমুদ, ইসলামপুর, হাবিবুর রহমান দেওয়ানগঞ্জ, ঐ। নোয়াখালী : খালেদ সাইফুল্লাহ চাটখিল, এম সাইফুর রহমান জিহাদ, সদর; আবু সাঈদ, সেনবাগ, ঐ। নওগাঁ : সাহারিমা আক্তার ছাওদা, মারুফা আক্তার পুটলি, ধামইরহাট, ঐ। ঢাকা : আব্দুর রহমান ইমন, ইয়াসিন আরাফাত সজীব, শাহরিয়ার রিফাত, সাভার, ঐ। অন্যান্য জেলা : শাহ আলম কবির, মাদারীপুর; আলমগীর রহমান, সদর, পঞ্চগড়; ওয়াজেদ আলী রাসেল, সদর, জয়পুরহাট; জুবায়ের আহমদ, সদর, সুনামগঞ্জ; মুজাহিদুল ইসলাম, নড়াইল; হাবিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ; রাদিয়া, হরিপুর, ঠাকুরগাঁও; মেহেদি হাসান, এনায়েতপুর, সিরাজগঞ্জ; ইমরান হোসাইন, কেশবপুর, যশোর; জিহাদ, জিয়াউর রহমান, জয়পুরহাট; মরিয়ম খাতুন, সুমাইয়া খাতুন, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা; তামান্না তাসনুভা বুড়িচং, মকবুল হোসেন, চৌদ্দগ্রাম, কুমিল্লা; তামান্না আক্তার, গাজী মিল্লাত মাহমুদ, মোরেলগঞ্জ, বাগেরহাট।

এ মাসের পুরস্কার পেলো যারা ১. মাহমুদুল হাসান আলিক, গাংনী, মেহেরপুর ২. মো: ইস্রাফিল, সোনাডাঙ্গা, খুলনা ৩. আব্দুল্লাহ, জুড়ি, মৌলভীবাজার।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ