বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা ডিসেম্বর ২০১৫

অক্টোবর ২০১৫ মাসের প্রশ্নের সঠিক জবাব
১.    রাজশাহী জেলায় ২. কিরামান ও কাতিবিন ৩. ভারত ৪. হযরত জিবরাইল ৫. শিরক ৬. হামিং বার্ড ৭. ব্যাঙ, সাপ, কুমির ইত্যাদি ৮. সুন্দরবন ৯. সেন্টমার্টিন দ্বীপ ১০. কবি আল মাহমুদ।

ডিসেম্বর ২০১৫ মাসের প্রশ্ন

১.    ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
২.    বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
৩.    বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
৪.    বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
৫.    একদিনের ক্রিকেট ম্যাচে ইনিংসে সর্বোচ্চ রানের অধিকারী কে?
৬.    কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
৭.    কোন খলিফার আমলে হিজরি সাল গণনা আরম্ভ হয়?
৮.    কোন দেশকে নীল নদের দেশ বলা হয়?
৯.    হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত বছর বয়সে বিয়ে করেন?
১০.    মাছে কী ভিটামিন থাকে?

অক্টোবর ২০১৫ সংখ্যার
সঠিক জবাবদাতা

ঢাকা : সাইফুদ্দিন আহমেদ, হেমায়েতপুর, সাভার, ঐ; আশরাফুল ইসলাম (বনি), ঐ; রিদওয়ান উল্লাহ রিফাত, ঐ; জিসান আহমেদ সাকিব, ঐ; রায়হান আহমেদ অভি, ঐ; তানজিব হাসান খান, ঐ; আশরাফুল ইসলাম আশিক, ঐ; আজিজুল হক হৃদয়, ঐ; আলী হোসেন, মিরপুর, ঐ; সাদমান হাসান, মিরহাজিরবাগ, যাত্রাবাড়ী, ঐ; আব্দুল্লাহ তামিম, ঐ; ফয়সাল আহমেদ, ঐ; সানজিদা আক্তার ফারিয়া, গুলশান, ঐ; ফাহিমা মোর্শেদ, ঐ; মাকনুন বিন মাসদুদ, পল্লবী, ঐ; মাবরুর বিন মাসউদ, ঐ।
চট্টগ্রাম : ফারিহা আকতার ফাইজা, খুলশী, ঐ; সাজিয়া আক্তার, বাঁশখালী, ঐ; মুবিনুল হক, ঐ; মো: আনিছুর রহমান, ঐ; তাফহিমুল ইসলাম, ঐ; হাফেজ সৈয়দ হোসাইন, লোহাগাড়া, ঐ; আনোয়ারুল করিম নেজাত, ঐ; মো: জাবেদ হোসাইন, ঐ; ইসলামুল হক তুষার, ঐ; ফজল কাদের বিপ্লব, ধনিয়ালা পাড়া, ঐ; মেহেরাব হোসেন, ডবলমুরিং, ঐ; আব্দুর রশিদ, পতেঙ্গা, ঐ; আব্দুল ওয়াহিদ মুরাদ, ঐ; আব্দুল আল মাছউদ, ঐ; সামসুল ইসলাম, কক্সবাজার, ঐ।
বগুড়া : সুমাইয়া আফরিন মৈত্রী, গোকুল, বগুড়া সদর, ঐ; আবু ওবায়দা, ঐ; শ্রী বিশ্বজিৎ, ঐ; শ্রী চঞ্চল কুমার সূত্রধর, ঐ; জান্নাতি খাতুন, ধাওকোলা, ঐ; ঋত্বিক, ঐ; কুমারী পূজা রানী, ঐ; কুমারী সঙ্গীতা রানী সূত্রধর, ঐ; হানিফা আক্তার, ঐ; নাছির উদ্দিন, শেরপুর, ঐ।
চাঁপাইনবাবগঞ্জ : কেতাবুল ইসলাম, বালিয়াডাঙ্গা, ঐ; মহরমী খাতুন, ঐ; আহমেদ আলী, ঐ; ফাহিদ হাসান, ঐ; নাহিদ, ঐ; সালমা খাতুন, ঐ; আ: আজিম, ঐ; মোশাররফ হোসেন, ঐ; তুষার আলী, ঐ; আব্দুল বাসের, ঐ; আব্দুল মোমিন, ঐ; আমিনুল ইসলাম, ঐ; আকিমুল ইসলাম, ঐ; করিমুল ইসলাম, ঐ; সবুজ আলী, ঐ; কাজল আলী, ঐ; মেরাজ আলী, ঐ; আদিম তাহমিদ, ঐ; আকতার হোসেন আজাদ, ঐ; সিফাত আলী, ঐ; শরীফা খাতুন, ঐ; খালিদ হাসান, ঐ; জাহিদ হাসান, ঐ; আ: হামিদ, ঐ; তাসলিম আলম, ঐ; হোসাইন আলী, ঐ; যুবায়ের রহমান, ঐ; কামাল উদ্দিন, ঐ; আ: রাকিব, ঐ; আ: হালিম, ঐ; আব্দুল্লাহ, ঐ; আ: আলিম, ঐ; আতিক হাসান, ঐ।
নোয়াখালী : শাহাদাত হোসাইন (আরিফ), কারামাতিয়া, ঐ; মনিরুল ইসলাম, সোনাপুর, সদর, ঐ; শরিফুল ইসলাম, ঐ; জোবায়ের হোসেন, ঐ; নজরুল ইসলাম রানা, আনিসপুর, ঐ; সুমাইয়া আক্তার, কুমার খরিয়া, ঐ।
মৌলভীবাজার : সুমাইয়া জান্নাত মীম, জুড়ি, ঐ; নজরুল ইসলাম, ঐ; কমর উদ্দিন, ঐ; রায়হান আহমদ, ঐ; শাহরিয়ার চৌধুরী রাকিব, ঐ; তানহারা কবির সুমা, ঐ; আব্দুল্লাহ আল মাহি (আজিজ) ঐ; আলতাফ হুসেন, ঐ; শাহরিয়ার নাজিম জয়, ঐ; ইয়াসীন আরাফাত, ঐ; তানিম আহমেদ, ঐ; নাছিরুল ইসলাম সালমান, ঐ; মেহেদী হাসান ইমন, ঐ; আব্দুল্লাহ আল মাহমুদ (আজিজ), ঐ; আমিনুল ইসলাম, বড়লেখা, ঐ; মুমিনুল ইসলাম, ঐ।
কুমিল্লা : রবিউল হাসান, বুড়িচং, ঐ; মোহন মিয়া, ঐ; জালাল উদ্দিন, ঐ; নাজমুল হাসান, ঐ; সাইফুল্লাহ খান, ঐ; সালমা আক্তার, ঐ; মেহেদী হাসান, ঐ; মাসুদ আল মাহাদী, ঐ; শরীফুল ইসলাম, ঐ; আইয়ুব আলী, ঐ; আলমগীর হোসেন, ঐ; আলমগীর (রাকিব), ঐ; রিয়াজুল ইসলাম, ঐ; শাহাদাত হোসাইন (ফরহাদ), মনোহরগঞ্জ, ঐ; মা’আদবিন শরীফ, দ: চর্যা, ঐ।
কুষ্টিয়া : জাহাঙ্গীর আলম, আলীনগর, সদর, ঐ; শাকিল আহমেদ তাহের, ঐ; আমেনা খাতুন, ইবি: ঐ; মহাসিন হোসেন, ঐ।
লক্ষ্মীপুর : সালমা আক্তার, রামগতি, ঐ; রাকিব হোসেন বিন হাফিজ, সদর, ঐ; নূর আলম, মান্দারী, ঐ; তাহামিদ হোসেন (হামিদ), টুমচর, ঐ।
বরিশাল : মশিউর রহমান, উজিরপুর, ঐ; সৈয়দ মুরিদুল ইসলাম, ঐ; সাব্বির রহমান, ঐ; মাইমুনা আক্তার, ঐ।
খুলনা : মারজানা অবনী, দৌলতপুর, ঐ; আয়শা আক্তার আসমা, ঐ; আমিনুল ইসলাম (শরিফ), দক্ষিণ টুটপাড়া, ঐ; এ এম ফাহিম রহমান, খানজাহান আলী, ঐ; আহসানউল্লাহ ফারহান, ঐ; মনিরুল ইসলাম, ঐ; মুকতাদির রহমান, ঐ; নাজমুস সায়াদাত, ঐ; মিয়া গোলাম রহমান, ঐ; আব্দুল্লাহ আল নোমান, ঐ।
সিরাজগঞ্জ : আবু তালহা, এনায়েতপুর, ঐ; ইমরান হোসেন, ঐ; নুহু ইসলাম, ঐ; সাইফুল ইসলাম, ঐ; আইয়ুব আলী, ঐ; রাজু আহমেদ, বেলকুচী, ঐ; মাসুদ খান, ঐ।
পঞ্চগড় : আব্দুর রশিদ, বোদা, ঐ; তারেকুজ্জামান, কামারপাড়া, ঐ; পলাশ, ঐ; লাবু হোসেন সাগর, মসজিদপাড়া, ঐ; হাবিব, ঐ; সিদ্দিক, ঐ। মনিরুজ্জামান, আমতলা, ঐ; আবু বক্কর, ঐ।
পাবনা : মোবারক হোসেন, সাঁথিয়া, ঐ; সুমন হোসেন, ঐ; ইমরান হোসেন, ঐ; ইমন হোসেন, বেড়া, ঐ; সিরাজুল ইসলাম, চাটমোহর, ঐ।
কুড়িগ্রাম : সামিম বিন সাইফুর, ঐ; আনাছ বিন সাইফ, ঐ।
বাগেরহাট : এস এম আবু তালহা, রামপাল, ঐ।
সুনামগঞ্জ : আজরা মাহফুজা শিমু, জগন্নাথপুর, ঐ।
অন্যান্য : তালহা জোবায়ের, চুনারুঘাট, হবিগঞ্জ; মুহাইমিনুল ইসলাম (হামজা), মানিকপুর, মুন্সীগঞ্জ; বারাকাত রিফাত, জকিগঞ্জ, সিলেট; কামরুজ্জামান, শিলমান্দী, সদর, নরসিংদী; মাইনুল ইসলাম মাহিন, ঝিকরগাছা, সাইফুল ইসলাম, ঐ, যশোর; হাফসা তাকীয়া, উকিলপাড়া, নওগাঁ; মো: আলমগীর হোসেন, মন্দিয়াল, বাঘমারা মো: শরিফ আহমেদ, পবা, রাজশাহী।

এ মাসে পুরস্কার পেলো যারা

১.    আজরা মাহফুজা শিমু
আলমপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ
২.    যুবায়ের রহমান
বালিয়াডাঙ্গা, সদর, চাঁপাইনবাবগঞ্জ
৩.    মেহেদি হাসান ইমন
দক্ষিণ জাঙ্গিরাই, জুড়ি, মৌলভীবাজার
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ