বলতে পারো

বলতে পারো

অনুশীলন কিশোরকণ্ঠ ডেস্ক আগস্ট ২০২৩

মে ২০২৩ সংখ্যার সঠিক উত্তর

১. বুখারি ২. অসহায় মানুষের মুখে হাসি ফোটানো ৩. তুরস্ক ও সিরিয়ায় ৪. আহমদ মতিউর রহমান ৫. আবদুল হালীম খাঁ ৬. ১৭২টি এবং ৯৮টি ৭. ৬ প্রজাতির ৮. কবি আল মাহমুদের ঈদের খুশি ৯. আবদুল উয্যা ১০. শাওয়াল মাসের ১ তারিখ।


আগস্ট ২০২৩ সংখ্যার প্রশ্ন

১. ‘যিনি সৃষ্টি করেছেন আসমানসমূহ ও জমিন এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি। তারপর আমরা তা দ্বারা সৃষ্টি করি মনোরম উদ্যান। তার গাছ উদ্গত করার ক্ষমতা তোমাদের নেই। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি?’- কোন সূরার কততম আয়াত থেকে নেওয়া হয়েছে? 

২. হাজী শরীয়তুল্লাহর জন্ম কত সালে এবং তার পিতার নাম কী? 

৩. আমি নভোমণ্ডল , ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনোরূপ ক্লান্তি স্পর্শ করে না।- কোন সূরার কত নম্বর আয়াত? 

৪. হোবা নামটি খোখেগোওয়াব শব্দ থেকে এসেছে যার অর্থ কী? 

৫. ‘তোমাদের চেয়ে আমিই মূসার অধিক কাছাকাছি।’ এরপর তিনি এ দিনে রোজা রাখেন এবং রোজা রাখার আদেশ দেন।- কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 

৬. বাংলাদেশের কত সালের বন্যপ্রাণী আইনে মথুরা প্রজাতিটি সংরক্ষিত হয়েছে? 

৭. চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন প্রাইজমানি কত ইউরো? এবং যা বাংলাদেশী টাকায় কত? 

৮. শিশু-কিশোরদের অন্যান্য রোগের চেয়ে কোন রোগটা সবচেয়ে বেশি হয়?

৯. বইয়ের প্রচ্ছদে শিরোনাম ক্যালিগ্রাফি স্টাইলে লেখার ক্ষেত্রে কোন শিল্পী ছিলেন অগ্রনায়ক? 

১০. ‘ধুলোবালি সাফ হয়ে যাক, হাসুক আবার ধরা বৃষ্টি আসুক, বৃষ্টি আসুক, হৃদয় আলো করা।’- কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? 

(সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে জুলাই ২০২৩ সংখ্যায়)


মে ২০২৩ সংখ্যার সঠিক উত্তরদাতা

নোয়াখালী : তানজীমুল আরহাম, ফাতিমা জাহান, ইউসুফ, সদর; সাইফ ইসলাম, সাঈম সিফাত, মাহবুবুর রহমান, নুর মোহাম্মদ, কোম্পানীগঞ্জ; মাঈন উদ্দিন, শরীফ উল্যাহ, আজহারুল ইসলাম, সোনাইমুড়ি; ঐ।

মৌলভীবাজার : আরিকা ফাইরুজ, রবিউল ইসলাম, বড়লেখা; হাবিবুর রহমান, মিজানুর রহমান, আমির উদ্দিন, আমির হামযা, সাইফুল ইসলাম, ছোটলেখা; ঐ।

গাজীপুর : উসরাত আফিফা সিলমী, আশিকুর রহমান, সাইফুল্লাহ নুমান, টঙ্গী; আলফাজ হোসেন, তারেক হাসান, সদর; আয়েশা আক্তার, লিজা আক্তার, লিমা খাতুন, তাহেরা আক্তার, কালিয়াকৈর; ঐ।

টাঙ্গাইল : মাজহারুল ইসলাম, ইয়াদি হাসান, জাকারিয়া ইসলাম, মধুপুর; তানভীর রহমান, আশিকুর রহমান, শাহিদুর রহমান, অলিউল্যাহ মিরাজ, ফাইরুজ লাবীবাহ, ফারিহা আহমেদ, মির্জাপুর; ঐ।

চুয়াডাঙ্গা : সোহাগ হোসেন, রাব্বি হোসেন, রুমানা আক্তার, সাঈদ সুলতান, তামান্না ইয়াসমিন, সাদিয়া খাতুন, রজনী খাতুন, ওমর ফারুক, রফিক আহমেদ, পূর্ণিমা খাতুন, সাইম রেজা, আলমডাঙ্গা, ঐ।

ঢাকা : উনাইসা, নুসাইবা মুহসিনা, ইনতিসার হোসাইন, সুয়াইলম সুদাদ, মাহমুদুল আজীম, নাসরুল্লাহ লাবিব, আবদুল্লাহ আল আসয়াদ, আরীফুল ইসলাম, হাফেজ আবু উবাইদা; ঐ। 

পাবনা : রাকিবুল ইসলাম, হুসাইন, তাসনিম আলম, নকিব আহমেদ, নাবিল আহমেদ, নাজমুস সাআদাত, ফখরুল ইসলাম, আব্দুল্লাহ আল জিহাদ, সিরাজুম মুনিরা; ঐ। 

নরসিংদী : ইসরাত জাহান, তানিম, মাহাদী আকন্দ, তালহা সরকার সোয়াইব, সাআদ আকন্দ, তানজিদ আকন্দ, তরিকুল ইসলাম, সদর; ঐ।

পঞ্চগড় : হাবিবা আক্তার, আবু হুরায়রা, আহমদ নোমান, লাদিদ মাওলা, তানভীর, আব্দুর রহমান, হাবিবুল্লাহ, মাহিম হাসান, আব্দুল্লাহ আল সায়েম, রেদওয়ান, নাফিজ, সিয়াম মিয়া, মাশরাফি, রেশিন হোসেন, আবু তালহা, আতিক আহনাফ, মিফতাহুল জান্নাত, সদর; ঐ।

খুলনা : মিনহাজ উদ্দিন, তাজ ইসলাম, আফসানা আফরিন, আজিজুল ইসলাম, আইনাফ তাহমিদ, রায়হান হোসাইন, ইয়াছির আরাফাত, সদর; ঐ।

রাজশাহী : শাহরিয়ার আজম, মো: ইউসুফ, সাঈদ নাবিল, আব্বাস আলী, রাকিবুল ইসলাম; ঐ।

চাঁপাইনবাবগঞ্জ : ফাহিম আফতাব, আব্দুল্লাহ আল মাহফুজ, ইসরাত জাহান, রফিকুল ইসলাম, তাজ অয়ালিউল্লাহ; ঐ। 

চট্টগ্রাম : ওয়াজদি মিকদাদ, আশরাফুল আলম, সৈয়দ তানভীর ফুয়াদ, আব্দুল্লাহ ইমাদ, আশিকুর রহমান, নওরিন সুলতানা, উজাইর মারুফ; ঐ। 

যশোর : আবিদ হাসান, সেজান মাহমুদ, জোবায়ের হোসেন, জান্নাতুল ফেরদাউস, ফয়সাল, রিজওয়ানুল্লাহ; ঐ।

সাতক্ষীরা : আব্দুল্লাহ আল মামুন, আল শাহরিয়ার তূর্য, তানিশা তাবাসসুম, শাকিব হাসান, তামিম; ঐ। 

কক্সবাজার : সিরাজুল মোস্তফা, আবু দারদা, শহিদুল ইসলাম, তাসলিমা আক্তার; ঐ। 

ভোলা : হাসিব, ইয়াসিন আরাফাত, তাহসিন ইসলাম, সিফাত হোসেন, শাকিল হোসেন, তানজিল ইসলাম; ঐ। 

ঠাকুরগাঁও : ইয়াসা রিফাত, মারুফ হুসাইন, সানোয়ার হোসেন, নূপুর কুমারী, মরিয়ম হাবিবা, রমজান আলী; ঐ। 

জামালপুর : সিফাত, জাবির আহমেদ, রমজান আলী, নিশাত আনহুম, জান্নাতুল ফেরদৌস; ঐ। 

ময়মনসিংহ : মৌরিন জাহান, মোস্তাকিম ইসলাম, ফায়েজ আল ফুয়াদ, ফাহিম, মোস্তাফিজুর রহমান; ঐ। 

সুনামগঞ্জ : দিনাজ সৌরভ, পারভেজ আহমদ, তানভীর আহমদ, ইয়াজ উদ্দিন; ঐ।

অন্যান্য জেলাসমূহ : সুমাইয়া তাবাসসুম, ফেনী; নাঈমুর রহমান, তাসপিয়া তাবাসসুম, কুমিল্লা; শাফিউল ইসলাম, বগুড়া; আরাফাত হাসান, লক্ষ্মীপুর; মাহদী রহমান, চাঁদপুর; আছাদুজ্জামান, আশরাফুজ্জামান, রাঙ্গামাটি; রোম্মান ইসলাম, লালমনিরহাট; সুমাইয়া জামান, কুড়িগ্রাম; শাওন সরকার, রংপুর; তৌফিক ওমর, দিনাজপুর; নাঈম, ওমর ফারুক, শরীয়তপুর; মুসাইয়া তাহনিয়া, নাটোর; শিহাব শেখ, ছোয়াদ, সাদ বিন মহি, নাফিসা খাতুন, নড়াইল; তানভীর আহম্মেদ, ইমরান আলী, ঝিনাইদহ; মুয়িন আল রাজী, আব্দুল্লাহ আল মামুন, নওগাঁ; শাফায়েত হাসান, সিয়ামুল হাসান, সিলেট; নাফিজ রহমান, তাফসির রহমান, নাহিদ হাসান, কুষ্টিয়া।


মে ২০২৩ সংখ্যার পুরস্কারের জন্য মনোনীত যারা

১. তানজীমুল আরহাম, সদর; নোয়াখালী

২. আরিকা ফাইরুজ, বড়লেখা; মৌলভীবাজার

৩. উসরাত আফিফা সিলমী, টঙ্গি; গাজীপুর

৪. মাজহারুল ইসলাম, মধুপুর; টাঙ্গাইল

৫. সোহাগ হোসেন, আলমডাঙ্গা; চুয়াডাঙ্গা

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ