বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা মার্চ ২০১৮

জানুয়ারি ২০১৮ মাসের প্রশ্নের সঠিক জবাব
১. ২ ডিসেম্বর ১৯৯৭ ২. ৫৩ জন ৩. কিংদা ওহাইওয়ান ৪. মালদ্বীপ ৫. সিন্ধু হিন্দোল ৬. হজরত উসমান রা: ৭. মদিনা সংবিধান ৮. শিরক ৯. ৩টি ১০. ৫-৬ কেজি।

মার্চ, ২০১৮ মাসের প্রশ্ন
১. বাংলাদেশ এয়ারফোর্স অ্যাকাডেমি কোথায় অবস্থিত?
২. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
৩. বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দরের নাম কী?
৪. বিশ্বের কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় না?
৫. কাকে ‘বাংলা গদ্যের জনক’ বলা হয়?
৬. কোন খলিফার আমলে হিজরি সাল গণনা শুরু হয়?
৭. ইসলামের স্তম্ভ কয়টি?
৮. জিন জাতি কিসের তৈরি?
৯. এবার ফুটবল বিশ্বকাপ-২০১৮ এ কয়টি দেশ অংশগ্রহণ করছে?
১০. পানি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফে পরিণত হয়?

জানুয়ারি ২০১৮ সংখ্যার সঠিক জবাবদাতা
রংপুর : নূর উদ্দিন সাগর, কোতোয়ালি, ঐ; মো: কামরুজ্জামান, পীরগাছা, ঐ; মোছা: আরিফা আক্তার (মুন্নি), উপশহর, ঐ; মো: আব্দুল হাকিম, সদর, ঐ; মো: ফাহিম মিয়া (সজীব), সদর, ঐ; মো: আ: সালাম শিমুল, সদর, ঐ; আ ন ম আব্দুল্লাহীল বাকী, সদর, ঐ।
ভোলা : মো: আদনান, লালমোহন, মো: তানভীর হাসান রেসাদ, ঐ; আব্দুল্লাহ আন নাবীল, ঐ; মো: শামীম খন্দকার, ঐ।
চাঁপাইনবাবগঞ্জ : মো: সেহেল রানা, শিবগঞ্জ; ফয়সাল আহমেদ, সদর, ঐ; মোক্তার হোসেন, ঐ; সুমাইয়া সিদ্দিকা, ঐ; সামিহা সিদ্দিকা, ঐ; নোমান আল হাসান, ঐ; সাঈদ আল হাসান, ঐ; ফরিদ আহমেদ, ঐ; মাহবুব আল জুবায়ের, ঐ; সিফাত, ঐ; ওয়াহিদ মুরসালিন, ঐ; মুজাহিদুল ইসলাম, ঐ; আব্দুল বারী, ঐ; আলী হাসান মারুফ, ঐ; জুবায়ের আল হাসান, ঐ।
নোয়াখালী : এইচ এম মাহমুদুল হাসান, সোনাইমুড়ি, মো: আবদুল কাইয়্যুম, সদর, ঐ; এম সাইমুর রহমান (জিহাস), সদর, ঐ। মৌলভীবাজার : তামান্না হোসেন তিথী, জুড়ী; সাইফ আহমদ চৌধুরী, ঐ; সোহান আহমেদ, ঐ; সাদিজা আক্তার, (স্বপ্না), ঐ; হাফসা বেগম, ঐ; আশরাফুল ইসলাম, ঐ; আব্দুল বাছিত, ঐ; আব্দুল্লাহ আল মাহি, ঐ।
জয়পুরহাট : মো: আবু তালহা, সদর, ঐ; মো: সাগর প্রামাণিক, ঐ; মো: মিজানুর রহমান, সদর, ঐ; মো: আমান উল্লাহ, সদর, ঐ; মো: রেদাওয়ানুল বারী রাহাত, ঐ।
চট্টগ্রাম : মেহেরুন নেছা মাহি, সাতকানিয়া; মুহাম্মদ আব্দুল রাফি, সদর, ঐ; ফাইজা তাবাসসুম, শান্তিনগর, ঐ; মুহাম্মদ মাহিম মুস্তাকিম, ঐ; রিদওয়ান টল হক আবির, সদরঘাট, ঐ; হোসাইন মোহাম্মদ ফয়সাল, ঐ। খুলনা : মো: ওবায়দুর রহমান, সোনাডাঙ্গা; মো: বেল্লাল হোসেন, ঐ।
অন্যান্য : সিলেট: মো: লবীব আহমদ, কোম্পানীগঞ্জ, ঐ; কুমিল্লা: মো: আবদুল জলিল, কোতোয়ালি, ঐ; কুড়িগ্রাম: মো: জিয়ারুল ইসলাম, ভুরুঙ্গামারী, ঐ।
ঢাকা : উনাইসা, ধানমন্ডি, ঐ; পঞ্চগড় : মো: সাকিবুজ্জামান সাকিব, দেবীদাস, ঐ; ঠাকুরগাঁও: এম মোস্তাফিজুর ইবাদ সীম, বালিয়াডাঙ্গী, ঐ; ফেনী: আবতাহী আসেফ মাহমুদ মাহদী, সদর, ঐ।
এ মাসে পুরস্কার পেলো যারা
১. মো: রেদওয়ানুল বারী রাহাত
সদর, জয়পুরহাট
২. মো: আদনান
লালমোহন, ভোলা
৩. এম সাইমুর রহমান (জিহাস)
সদর, নোয়াখালী
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ