বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা জানুয়ারি ২০২০

অক্টোবর ২০১৯ সংখ্যার সমাধান ১. মহানবী হযরত মুহাম্মদ সা: ২. মুহাম্মাদ বিন ইসমাঈল বুখারী রহ. ৩. সাদ বিন আবি ওয়াক্কাস রা. ৪. ডাচ-বাংলা ব্যাংক ৫. ১৯০১ সাল ৬. চীন ৭. ভিটামিন ‘এ’ ৮. বেনজীর ভুট্টো ৯. জে বি প্রিস্টলি ১০. অ্যান্তনি গ্রিজম্যান।

জানুয়ারি ২০২০ সংখ্যার প্রশ্ন

১. সমুদ্রের পানিতে সোডিয়াম ও ক্লোরিনের পরিমাণ কত শতাংশ? ২. আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেন কোন বোলার কত সালে? ৩. বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণীর নাম কী? ৪. বাহরাইনের সরকারি ভাষা ও মুদ্রার নাম কী? ৫. জামালপুর জেলার গারো পাহাড়ের জঙ্গলসহ দেশের উত্তর ও দক্ষিণ-পূর্ব বনাঞ্চলে দেখা যায় কোন প্রাণীকে? ৬. বড় হওয়ার মূলমন্ত্র কী? ৭. রাসূল (সা)-এর কাছে দীর্ঘ দশ বছর যাবৎ ছিলেন কোন সাহাবী? ৮. কাশ্মীর পৃথিবীর কী? ৯. একাত্তর সালের কত মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের পথ বেয়ে বাঙালির বিজয় আসে? ১০. যে বৃক্ষ থেকে জান্নাতবাসীদের বস্ত্র তৈরি হবে, তার নাম কী? (সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিশোরকণ্ঠ ডিসেম্বর ২০১৯ সংখ্যায়)

অক্টোবর ২০১৯ সংখ্যার সঠিক উত্তরদাতা সাতক্ষীরা : তাহসিন নাহিদ আলিফ, জাহিদ হাসান, মিরাজ হোসেন, আসিফ হাসান, জে এমন তাসনিম রুবাইয়াত, যুবায়ের হাসান তৌহিদ,তালা; তাবাসসুম আফরিন তাইমা, শ্যামনগর; ঐ। কক্সবাজার: জান্নাতুল ফেরদৌস, সদর; আমির মাহমুদ মিল্লাত, মিফতাহুল জান্নাত, পেকুয়া; ঐ। বাগেরহাট: লামিয়া ইসলাম নাফিয়া, মোঃ বনি আমিন, মোসাম্মৎ নাফিজা সুলতানা, আব্দুর রহমান, রিয়াজ মাহমুদ, আব্দুল্লাহ আল জাবির, নাঈম হলাদার, নাঈম আহমেদ ফারদিন, জাবের আলী, মারুফ বিল্লাহ, আয়েশা সিদ্দিকা, তাওহীদুল ইসলাম, তামিম আকন, মোহাম্মদ আব্দুল্লাহ, সাদিকা জান্নাত তুবা, আমিনা ইসলাম মারজানা, মোহাম্মদ নাঈম শেখ, মোরেলগঞ্জ; মোঃ রিফাত, তরিকুল হাসান, মোতাছিম বিল্লাহ, জিহাদুল ইসলাম, তরিকুল ইসলাম রিয়াদ, মোহাম্মদ সজীব রহমান, মোহাম্মদ আলী আকবর, সজিব হোসেন হৃদয়, নাঈম হাওলাদার, কারিমা আক্তার, কচুয়া; ঐ। গাজীপুর: তানজিল প্রধান, আবদুল্লাহ আল নোমান, সিফাত হোসেন, ফয়সাল আহমেদ, সদর, ঐ। নওগাঁ: তারিকুল ইসলাম মান্দা, মোঃ রাসেল রেজা, মোহাম্মদ আলফি, সুলতান রহমান, পতœীতলা, ঐ। খুলনা: মোঃ আবু রায়হান, আবদুল্লাহ আল নোমান, মোঃ মাহমুদুল হাসান, নাফিস কবির ভূঁইয়া, আলাউদ্দিন হাওলাদার, এমদাদুল হক, ইমদাদুল হক, তামিম আহমেদ, তানিন আহম্মেদ, ফারদিন ইসলাম সিয়াম, আরশাদ খান জিহাদ, লামিয়া আক্তার, জান্নাতুল, খালিশপুর, নাফিসা তাবাসসুম গল্প, দৌলতপুর, ঐ। নোয়াখালী: ফাহমিদা আক্তার ইশাত, সোনাইমুড়ি, মেহেদী হাসান, সেনবাগ, নুর রায়হান কবির হাট, মোঃ ইমন উদ্দিন মাইজদী, মোহাম্মদ সাঈদ আল সাহাফ কোম্পানীগঞ্জ, রিয়াজউদ্দিন, লিপি আক্তার রুমা, উম্মে রুম্মান, চাটখিল, এম সাইফুর রহমান জিহাদ, সদর, ঐ। কুমিল্লা: মোঃ বোরহান উদ্দিন মজুমদার, মাহমুদুল হাসান যোবায়ের, হাবিবুর রহমান মিয়াজী, হাসিবুল হাসান নাঈম, পারভেজ হোসেন, আব্দুল্লাহ, আব্দুল কাদের, চৌদ্দগ্রাম, যাহারা ইসলাম, বরুড়া, ইরফান আহমেদ, সামিন ইয়াস আর শাকিফ, সাইফুল ইসলাম, রাসেল আহমেদ তুহিন, সদর, ইসরাফিল হোসেন, নাঙ্গলকোট, আলমগীর হোসেন, মনোহরগঞ্জ, ঐ। কুষ্টিয়া: খালিদ হাসান সাহেদ, শাবান মাহমুদ, রাহাত শেখ, আব্দুর রহমান বাঙ্গালী, রোহান আলী, পিয়াশ ইসলাম, সাজ্জাদ হোসেন, হাসিব সাহা, বাইজিদ করিম, আলিফ, ফাহিম মোল্লা, খোকসা, ঐ। চট্টগ্রাম: আনাস ইবনে তৈয়্যব, নুর উদ্দিন চৌধুরী শাহেদ, ওয়াহিদুল হাসান, পতেঙ্গা, জাওয়াদ বিন হাসান হালিশহর, আবু দাউদ মোঃ সাহাল, আবু দাউদ মোঃ ফুয়াদ, মোঃ ইমরান, লোহাগাড়া, মোঃ রিপন আলী, আব্দুল আজিজ, উম্মে আবিহা সাদিয়া, ফটিকছড়ি, আশেক এলাহী, বাঁশখালী, ঐ। পাবনা: রাফসান জামি সিয়াম, কাওছার আহমেদ, মিশকাত হোসেন, মেহেদী হাসান রঞ্জু, ঈশ্বরদী, মিরাজুল ইসলাম সাঁথিয়া, ঐ। জামালপুর: এ জে আরিফুর রহমান সদর, হেবিল্টন, ওমর ফারুক, সেলিম হোসেন, সাব্বির রহমান তাহেরী, এ কে এম আব্দুল আজিজ, হাবিবুর রহমান নূর, দেওয়ানগঞ্জ, ঐ। ময়মনসিংহ: সাজ্জাদ হোসেন, তানজিলা আক্তার সুমাইয়া, রাইসা, সদর, সাবিহা সুলতানা, শিয়াম হাসান, সায়েম মাহমুদ, ঈশ্বরগঞ্জ, ঐ। চাঁদপুর: ফজলে নূর ফারদিন, আলামিন, নুহান আহমেদ, নূরনবী, সদর, সিয়াম হোসেন, ইব্রাহিম খলিল ফাহিম, ইমতিয়াজ মোঃ নাহিদ, ফরিদগঞ্জ, ঐ। রাজশাহী : নাজমুশ শাবাব, চারঘাট, সুমি আক্তার সুমনা, মোহনপুর, উম্মে সালমা ফারিহা, সদর, ঐ। মৌলভীবাজার : মুসা আহমেদ রাজনগর, ইমরান আহমদ, বড়লেখা, দুর্জয় দত্ত প্রহর, শেখ মাসুদ আহমেদ নাবিদ, সদর, ঐ। ঢাকা: জুহায়ের তানজিম লালবাগ, উনাইসা ধানমন্ডি, মাহফুজুর রহমান, শাহীন আহমেদ, যাত্রাবাড়ী, নাফিস ফুয়াদ মুগদা, নাশিতা কামাল নোহা, শেরেবাংলা নগর, ঐ। মেহেরপুর : ইসমাইল হোসেন ফাহিম, নোমান, সাব্বির হোসেন, শাহরিয়ার হোসেন, সাজ্জাদ হোসাইন, রিপন হোসেন, হারুন-অর-রশিদ, মোঃ সাইফুল্লাহ, তারিক ইসলাম, তুহিন ইসলাম, আসিফ ইকবাল, খাইরুল বাশার, গাংনী, ঐ। অন্যান্য জেলাসমূহ: আলামিন হোসেন, উলিপুর, কুড়িগ্রাম; সাইয়েদ আল কাদের, রাজবাড়ী; মোঃ মিকদাদ হাসান, সদর, বগুড়া; গাজী মিল্লাত মাহমুদ, ইন্দুবালা, পিরোজপুর; সাদ বিন মহি, লোহাগড়া, নড়াইল; মোঃ রাব্বি কায়সার, রানীশংকৈল, ঠাকুরগাঁও; মোঃ আব্দুল রাব্বি, লালপুর, নাটোর; মোঃ ইয়াসিন আরাফাত, ডিমলা, নীলফামারী; আসাদ আল রাজি, ফয়েজ আহমদ, গোয়াইনঘাট, সিলেট; তাহমিদা ইশরাত মারিয়া, মইনুল ইসলাম তালহা, লালমোহন, ভোলা; খাদিজাতুল কোবরা উমামা, ইব্রাহিম খলিলুল্লাহ আমিন, এনায়েতপুর, সিরাজগঞ্জ; জিহাদ হোসেন, তাঞ্জিমুল ইসলাম, যুবায়ের ইসলাম, সদর রংপুর; রেজওয়ান কবির, সোহরাব হোসাইন, পাঁচবিবি, জয়পুরহাট; আবু বক্কর সিদ্দিক, জুয়াইরিয়া তাইয়্যেবা, ফুলগাজী, ফেনী; শরিফা খাতুন, ইশতিয়াক আহমেদ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ; জাহাঙ্গীর আলম রানা, চন্দ্রগঞ্জ, মিরাজ হোসেন, রায়পুর, লক্ষ্মীপুর।

এ মাসে পুরস্কার পেলো যারা ১. তাহসিন নাহিদ আলিফ তালা, সাতক্ষীরা ২. জান্নাতুল ফেরদৌস সদর, কক্সবাজার ৩. লামিয়া ইসলাম নাফিয়া মোরেলগঞ্জ, বাগেরহাট

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ