বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা মার্চ ২০১৭

জানুয়ারি ২০১৭ মাসের প্রশ্নের সঠিক জবাব
১. ১৩টি, ২. ৩২৬টি, ৩. মেক্সিকোতে ৪. শ্রী জয়াবর্ধনেপুরা কোট, ৫. ধ্বনি, ৬. জিবরাইল আ: ৭. সাত আসমানে, ৮. সূরা আনকাবুত, ৯. ঢাকা ডায়নামাইটস, ১০. কার্বো হাইড্রেট।

মার্চ ২০১৭ মাসের প্রশ্ন

১.    বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালিত হয়?
২.    বাংলাদেশে কয়টি সিটি করপোরেশন রয়েছে?
৩.    সিঙ্গাপুরের মুদ্রার নাম কী?
৪.    ডোনাল্ড ট্রাম্প অ্যামেরিকার কততম প্রেসিডেন্ট?
৫.    বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী?
৬.    সর্বপ্রথম কত সালে কুরআন অনুবাদ করা হয়?
৭.    কুরআনে মুহাম্মাদ সা: নামটি কতবার এসেছে?
৮.    কোন সূরাকে কুরআনের জননী বলা হয়?
৯.    ২০১৬ সালের বর্ষসেরা ফুটবলার কে?
১০.    পেয়ারায় কী ভিটামিন থাকে?

জানুয়ারি মাসের ’১৭ সংখ্যার
সঠিক জবাবদাতা

মৌলভীবাজার: জহিরুল ইসলাম, জুড়ী, ঐ; আ: মুকিত, ঐ; মিসকাহ, ঐ; আব্দুর রহিম, ঐ; ইব্রাহিম শরীফ, ঐ; শউমার আহমদ, ঐ; মিজান আহমদ, ঐ; সাব্বির আহমদ সবুজ, ঐ; কাওসার আহমদ, ঐ; মাজেদ আহমদ, ঐ; তুহা আহমদ, ঐ; নুর জাহান আক্তার জিয়াসমিন, ঐ; ফাতেমা আক্তার, ঐ; আয়েশা আক্তার রানী, ঐ; মুর্শেদ আহমদ, ঐ; তায়িদ খান, ঐ; হা: আল মামুন, ঐ; জাহেদুল ইসলাম, ঐ; জাহেদুল ইসলাম, ঐ; জেছমিন আক্তার, ঐ; নাহিদুল ইসলাম, ঐ; জাকীর আহমদ, ঐ; মাজহারুল ইসলাম, ঐ; মারুফ আহমেদ, ঐ; আহসান হাবিব অভি, ঐ; রিয়াজ উদ্দিন, ঐ; মাহিন আহমদ, ঐ; রাজন আহমদ, ঐ; আবুবকর মিয়া, ঐ; আমীর হুসেন, ঐ; সাইদুর রহমান, ঐ; সিদ্দিক, ঐ; সোহান আহমদ, ঐ; রানা আহমদ, ঐ; মো: রাকিবুল হাসান, ঐ; ফাহিম আহমদ, ঐ; জাহেদা আক্তার সুমি, ঐ; তারেক রহমান, ঐ; শ্রীমঙ্গল, ঐ; হোসাইন মোহাম্মদ আলমগীর, ঐ; নুরুন্নাহার আক্তার (রুমানা), ঐ।
চট্টগ্রাম : মোহাম্মদ ইমাম উদ্দীন, সাতকানিয়া, ঐ; হোসাইন মোহাম্মদ রিয়াজ, ঐ; হাফেজ মো: জাহেদুর রহমান, রাউজান, ঐ; মো: ফাহিম, আকবর শাহথানা, ঐ; মো: রবিউল হোসাইন, ঐ; মোহাম্মদ মোমিন হোসাইন, সদরঘাট, ঐ; জিয়াউল হাকিম প্লাবন, পাঁচলাইশ, ঐ; মো: জোবায়ের হোসেন, সীতাকুন্ড, ঐ; মো: মোবারক হোসেন, খুলশী, ঐ।
নরসিংদী: নাজমুল হাছান, গাবতলী, ঐ; মো: নাঈম, ঐ; মো: আফফান ভুঞা, ঐ; মো: মাজহারুল ইসলাম, ঐ; মাহমুদুল হক, ঐ; তৌহিদুল রহমান, ঐ; কাজী হাসানুল বান্না সাদ, ঐ; উমায়ের, ঐ; আল ফাহাদ রিদুল, ঐ; তরিকুল ইসলাম, ঐ; মো: কাউছার আহমেদ ইয়াছিন, ঐ; মো: জাকারিয়া, ঐ; মোশাররফ হোসেন শিহাব, ঐ; মাহফুজ মোল্লা, ঐ।
সিলেট: ইমা বেগম, বিয়ানী বাজার, ঐ; হা: সুলেমান আহমদ, ঐ; সুকরিয়া আক্তার জাহেরা, ঐ; রুবিনা জান্নাত রাশেদা, ঐ; রুবিনা বেগম, ঐ; ফারহান তানভীর আবিদ, সিলেট সদর, ঐ।
বগুড়া: সুরাইয়া রহমান (সুখী), শাহাজানপুর, ঐ; মাহফুজুর রহমান বায়েজিদ, ঐ; এম আর ফাউজিয়া আক্তার, ঐ; মো: নাইমুজ্জামান, ঐ; ওয়াসিম আকরাম, ঐ; মো: নূরউল্লাহ সিদ্দিকী, ঐ; মিসকাতুল ইসলাম, ঐ।
রংপুর:  মো: আ: সালাম (শিমুল), সদর, ঐ; মো: ফাহিম মিয়া, ঐ; মো: মোশাররফ হোসেন, ঐ; আলি হাসান মো: মোজাহিদ, ঐ; মো: মাজেদুল ইসলাম, ঐ।
অন্যান্য: ঢাকা: মো: রোহান, কদমতলী; ফরিদপুর: সায়াদ মো: আসিফ, মধুখানী, ঐ;  মাহাবুব হাসান খান, ঐ; বাগেরহাট: শেখ শাকিব শাহমুদ, রামপাল, ঐ; হবিগঞ্জ: তালহা জোবায়ের, চুনারুঘাট, ঐ; চাঁদপুর: মো: আবদুল কাদের, কচুয়া, ঐ; কিশোরগঞ্জ: মোশরাফ হোসেন শিহাব, সদর, ঐ; জামালপুর: আয়েশা-ই-রাপুন নাহার রানু, মেলান্দহ, ঐ; ঠাকুরগাঁও: মো: আবুল হোসাইন, হরিপুর, ঐ; ময়মনসিংহ : লাবিব হাসান, সদর, ঐ।

এ মাসে পুরস্কার পেলো যারা
১.    মো: আবদুল কাদের
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
২.    জিয়াউল হাকিম প্লাবন
হামদুমিয়া সড়ক, পাঁচলাইশ, চট্টগ্রাম
৩.    মোহাম্মদ লাবিব হাসান
গোহাইল কান্দি, সদর, ময়মনসিংহ
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ