বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা সেপ্টেম্বর ২০১৯

জুন ২০১৯ সংখ্যার উত্তর : ১. সূরা তওবা : ৬০ ২. সহীহ বুখারি ও সহিহ মুসলিম ৩. হযরত আবু বকর সিদ্দিক রা. ৪. শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী ৫. ত্রিপোলি ও দিনার ৬. ৫ জুন ৭. মতিঝিল, ঢাকা ও আজিজুল জলিল পাশা ৮. সাইট্রিক অ্যাসিড ৯. পিঁপড়া ১০. ইংল্যান্ডে, ২ জুন।

সেপ্টেম্বর ২০১৯ সংখ্যার প্রশ্ন ১. কোন সূরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ আছে? ২. বিশ্বের প্রথম ‘আল কুরআন পার্ক’ কোথায় অবস্থিত? ৩. ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে স্পিনার হিসেবে, প্রথম ওভারেই উইকেট লাভ করেন কোন দেশের কোন ক্রিকেটার? ৪. গতির সূত্র কে আবিষ্কার করেন? ৫. বৈশ্বিক শরণার্থী গ্রহণে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ৬. বায়তুল মোকাররমকে কত সালে জাতীয় মসজিদ হিসেবে ঘোষণা করা হয়? ৭. ধান ও মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? ৮. মারফু হাদিস কাকে বলে? ৯. বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয়েছে কোথায়? ১০. জাতীয় বাজেট ২০১৯-২০ কততম বাজেট ছিল?

জুন ২০১৯ সংখ্যার সঠিক উত্তরদাতা ঢাকা : শাহিন পাঠান, যাত্রাবাড়ী, খাদিজাতুল কোবরা, কদমতলী, হাসিবুর রহমান, শাহরিয়ার রিফাত, সাভার, জায়মা বিন্তে আসিফ, মুগদা, আহনাফ আদিব, মতিঝিল, ঐ। ফেনী : বোরহান উদ্দিন সাদিক, কাজী ইয়ারুল ইসলাম, ফারুক হোসেন, শরিফুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, আদিলুর রহমান, ছাগলনাইয়া, এনামুল হক উজানী, দাগনভুইয়া, ঐ। চাঁদপুর : ফারজানা আক্তার, আবুল খায়ের, মুতাসিম বিল্লাহ, মাসুমুর রহমান, শাহরাস্তি, ইমাম হোসেন, আবু তাহের, ইমতিয়াজ মো: নাহিদ, ফরিদগঞ্জ, ঐ। চট্টগ্রাম: আবু দাউদ মো: ফুয়াদ, মোহাম্মদ ইমরান, লোহাগাড়া, জাফর সাদেক, কোতোয়ালি, ঐ। সিলেট : শোয়েব আহমেদ শোয়েব, নাজিম উদ্দিন, জৈন্তাপুর, রেদোয়ান আহমেদ, জালালাবাদ, ঐ। ফরিদপুর : সুরাইয়া ইয়াসমিন শাম্মী, খাইরুল ইসলাম, জুবায়ের তালুকদার, বোয়ালমারী, ঐ। কুড়িগ্রাম : মো: শিহাব উদ্দিন রাজারহাট, আশরাফুল আলম ফুলবাড়ী, আল-আমিন হোসেন অলিপুর, ঐ। লক্ষ্মীপুর : আব্দুল্লাহ আল মারুফ, কমলগঞ্জ, মেহেদি হাসান, মিরাজ হোসেন, রায়পুর, ঐ। খুলনা: হাসিব আহমেদ, শুয়াইব আহমেদ, জাহানারা, ফারজানা রশিদ অর্পা, সদর, এম এম আজিজুল ইসলাম সোনাডাঙ্গা, ঐ। কুমিল্লা: রমজান হুসাইন, মাহবুব আলম, হাফেজ ফয়সাল আহমেদ, দেবিদ্বার, বোরহান উদ্দিন মজুমদার, চৌদ্দগ্রাম, জান্নাতুন নূর ফাহিমা, বুড়িচং, ঐ। ময়মনসিংহ: সায়েম মাহমুদ, ঈশ্বরগঞ্জ, দেলোয়ার হোসেন, শামীম আহমেদ, সাদিয়া ইসলাম সূচনা, তাবাসসুম, সদর, ঐ। পাবনা: কাওছার আহমেদ, মেহেদি হাসান ইমন, শফিকুল ইসলাম রাহুল, সাব্বির ইবনে আমজাদ, লাবিব আল সাদ, ঈশ্বরদী, যাকিয়া ইসলাম বুশরা, বেড়া, মেহেদী হাসান রাজু, চাটমোহর, ঐ। জামালপুর: এস এম নাসির উদ্দিন, এস এম শাহরিয়ার স্বাধীন, সরিষাবাড়ী, ইমান আলী, সানন্দবাড়ী, গোলাম মোহাম্মদ মারুফ, রাফিয়া আনজুম হাজেরা, শিরিন শবনম মিম, আবু সাঈদ খুদরী, দেওয়ানগঞ্জ, ঐ। নোয়াখালী : কামরুল হাসান, সাঈদ আল ইমরান, কোম্পানীগঞ্জ, এ কে এম আশরাফুল হোসেন, আদনান হোসেন, সোনামণি, ওমর আল আব্দুল্লাহ, সাজ্জাদুল আমিন, সুমাইয়া আক্তার, সদর, ঐ। চাঁপাইনবাবগঞ্জ: আয়েশা সিদ্দিকা, নাঈম ইসলাম, নাদিম আহমেদ, আব্দুল্লাহ আসাদ জুবায়ের, আব্দুল আহাদ, মুজাহিদুল ইসলাম, আরিফ শাহরিয়ার, মুরাদ, তনময়, আরাফাত আহমেদ, শামীম আহমেদ, মনিরুল ইসলাম, মুক্তার হোসেন, যুবায়ের আল হাসান, মাইনুল ইসলাম, জুবায়ের হোসেন, সাদ আহমেদ সিফাত, মোকসেদুল ইসলাম, গোলাম রব্বানী, আব্দুল ওদুদ, শিবগঞ্জ, ঐ। অন্যান্য জেলা: ইব্রাহিম খলিলুল্লাহ ইয়ামিন, এনায়েতপুর, সিরাজগঞ্জ; মোতাছিম বিল্লাহ, কালিশংকরপুর, কুষ্টিয়া; যুবায়ের আল মাহদী, মাধবপুর, শেরপুর; অরিত্রি মুখার্জি আদিত্য, পাংশা, রাজবাড়ী; জাওয়াত আল আসিফ, সিঙ্গুাইর, মানিকগঞ্জ; মো: আওলাদ হোসেন দিপু, মাধবদী, নরসিংদী; রবিউল ইসলাম, দেবীগঞ্জ, পঞ্চগড়; জিহাদ আরমান, বাউফল, পটুয়াখালী; মাসুম বিল্লাহ, মাগুরা; জায়েদ, নওদাপাড়া, রাজশাহী; জাওয়াদ জামিল, শেরপুর; ফজলুল হক, সোনাতলা, বগুড়া; মো: অলিউল্লাহ, সদর, জাহিদ হাসান, তালা, সাতক্ষীরা; জাহিদুল ইসলাম জিহাদ কমলগঞ্জ, আমাতুর রহমান উমামা, কুলাউড়া, মৌলভীবাজার; রাশেদুল ইসলাম, গোপালপুর, সামিহা নুয়হাত, মধুপুর, টাঙ্গাইল; তাওহীদুল ইসলাম, মোরেলগঞ্জ, সাইফুুল্লাহ হাবিব, বাগেরহাট; কামাল হোসেন, সজীব সরদার, রাজিব সরদার, উজিরপুর, ঐ।

এ মাসে পুরস্কার পেলো যারা ১. শাহিন পাঠান, যাত্রাবাড়ী, ঢাকা ২. বোরহান উদ্দিন সাদিক, ছাগলনাইয়া, ফেনী ৩. ফারজানা আক্তার, শাহরাস্তি, চাঁদপুর

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ