বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা ফেব্রুয়ারি ২০২০

নভেম্বর ২০১৯ সংখ্যার সমাধান শিমের ফুল ২. ২০১২ সালের জুন মাসে ৩. সূরা বাকারা ২৬ ৪. ফররুখ আহমদ, ১৯ অক্টোবর ৫. মহানবী হযরত মুহাম্মদ সা: ৬. জগদীশ চন্দ্র বসু ৭. আম্মান, জর্দানিয়ান দিনার ৮. ১৯৪৫ সালে ৬ আগস্ট ৯. ৫২ বছর ১০. কাজী নজরুল ইসলাম।

ফেব্রুয়ারি ২০২০ সংখ্যার প্রশ্ন

১. চলচ্চিত্র, অডিও রেকর্ডিং, বৈদ্যুতিক বাতি, এনক্রিপটেড টেলিগ্রাফ সিস্টেম, আধুনিক ব্যাটারির আবিষ্কারক কে? ২. তাগালগ ও ইংরেজি কোন দেশের সরকারি ভাষা? ৩. ‘আমি ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ি, আরো ছোট ছোট কিছু দোয়া পড়ি’ কে পড়ে? ৪. ঝুলন্ত ব্রিজটি নির্মিত হয় ১৯২৫ সালের এপ্রিল মাসে! এ ব্রিজটি কোথায় রয়েছে? ৫. গোটা পৃথিবীতে শুধুমাত্র একটি ভালো বন্ধু ও একটি শত্রু আছে, সেগুলো কী কী? ৬. শীত- ২০২০ কোন কবির রচনা? ৭. আল্লাহ নিজেই বলেছেন, ‘তাঁর মতো কিছুই নেই।’ কোন সূরার কত নং আয়াত? ৮. বঙ্গাব্দ বর্ষপঞ্জি অনুসারে পাঁচ নম্বর ঋতু কী? ৯. ৩০ দিনে পবিত্র কুরআন মজিদ হিফজ করেছিলেন কে? ১০. শিশুর প্রতিভা বিকাশে কাকে প্রথম উদ্যোগ নিতে হবে? (সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিশোরকণ্ঠ জানুয়ারি ২০২০ সংখ্যায়)

নভেম্বর ২০১৯ সংখ্যার সঠিক উত্তরদাতা বাগেরহাট: লিজা আক্তার, মোহাম্মদ তামিম আকন, নাফিসা বিন্তে খাদিজা, আব্দুল্লাহ আল জাবির বিন নাসির, তাওহিদুল ইসলাম, কারিমা আক্তার, ইয়াসিন শেখ মোরসালিন, মারুফ বিল্লাহ, তরিকুল ইসলাম রিয়াদ, মোতাছিম বিল্লাহ, জিহাদুল ইসলাম রুবেল, আব্দুল্লাহ দর্জি, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ জাবেদ আলী, মোরেলগঞ্জ, রিফাত হোসেন, লিমন হোসেন, সজিব হোসেন হৃদয়, মজিবুর রহমান, রেদওয়ানুল ইসলাম, জালাল হোসাইন, কচুয়া, ঐ। নীলফামারী : সাব্বির রহমান, তিশা আক্তার, তানজিন আক্তার, নুসরাত জাহান নিঝুম, মাজিদুল ইসলাম, ইয়াসিন আরাফাত, আব্দুর রহমান মাসুদ, ডিমলা, ঐ। নোয়াখালী : উম্মে রুম্মান মাহি, চাটখিল, মো: ইমরান হোসেন, আমির হোসেন, নাজমুল ইসলাম, মুজাহেদী কবিরহাট, কামরুল হাসান হৃদয়, মো: মাহাদী হাসান, কোম্পানীগঞ্জ, মোহাম্মদ ওমর, ইয়াসিন আরাফাত জিসান রাসেল, নাসির আহমেদ রাফা, এ কে এম আশরাফুল হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, সোনাইমুড়ি, এম সাইফুর রহমান জিহাদ, সুমাইয়া আক্তার, আব্দুর রাজ্জাক পিংকি, রাহিদুল ইসলাম, সুরাইয়া আক্তার, শাহাদাত হোসেন, সদর, ঐ। পাবনা : রাকিবুল ইসলাম, নাইমা আক্তার, আতাইকুলা, মিশকাত হোসেন অভি, কাউছার আহমেদ, ঈশ্বরদী, ঐ। বরগুনা : মেহেদি হাসান মিজান, শাহ আলম, মোহাম্মদ ঈসা আলম, রিয়াজুল ইসলাম, পাথরঘাটা, ঐ। ফেনী: আব্দুল্লাহ বিন জামাল, আনাস ইবনে আলী, হাসান ইবনে আলী, ছাগলনাইয়া, ঐ। চাঁদপুর: কামরুল হাসান জিহাদ, সদর, ইমতিয়াজ মোহাম্মদ নাহিদ, ইয়াসিন আরাফাত, ফরিদগঞ্জ, ঐ। লক্ষ্মীপুর: তানজিল হোসাইন, জাবের হোসেন, মাকসুদ আলম, সদর, মিরাজ হোসেন, রায়পুর, ঐ । দিনাজপুর: শাহেদ মস্তফা শাহিন, জাবির হোসেন সিয়াম, আবির শেখ পৃথিবী, বিরামপুর, তাহমিদ হসেন মাহিন সদর, আবু সায়েম মেজবাহ, ফুলবাড়ী, ঐ। মৌলভীবাজার: শামিম আহমেদ, মুরশেদ আহমেদ, রাজনগর, মোহাম্মদ সালেহ আহমেদ, হোসাইন মোহাম্মদ আলমগীর, শ্রীমঙ্গল, নিত্য জিৎ দেব নাথ, রাফায়েত আহনাফ রাদ, হাসান আহমদ, বড়লেখা, ঐ। ঢাকা: রশনি আক্তার, রাকিবুল হাসান, জিসান ফারদিন, শোয়াইব হাসান কাব্য, বুশরা বেলাল, মহসিন উদ্দিন, রুহুল আমিন, জিহাদ হাসান, সাব্বির আহমেদ, গেন্ডারিয়া, জিসান ফারদিন, সাজ্জাদুর রহমান, আহমেদ আদনান মুজাহিদ, শাহিন পাঠান, নুরজাহান আক্তার, যাত্রাবাড়ী, উনাইসা, ধানমন্ডি, নাফিস ফুয়াদ, জায়মা বিনতে আশিফ, মুগদা, মাইনুল হাসান, ওয়ারী, জুহাইর তানজিম, লালবাগ, ইসরাত জাহান রুমি, আশুলিয়া, শার্মিলা শাহজাহানপুর, ঐ। কুমিল্লা: ইরফান আহমেদ, সদর, হুসাইন আদনান, মোহাম্মদ আব্দুল্লাহ, নাইমুল ইসলাম ফাহাদ, বোরহান উদ্দিন মজুমদার, আব্দুল কাদের রাব্বি, হাফেজ মো: হাবিবুর রহমান জিহাদী, ফরিদ উদ্দিন শিহাব, হাসিবুল হাসান নাঈম, পারভেজ হোসেন, চৌদ্দগ্রাম, ইসরাফিল হোসেন নাঙ্গলকোট, এম আর মনির হোসেন দেবিদ্বার, ঐ। চাঁপাইনবাবগঞ্জ: মাহফুজুর রহমান গোমস্তাপুর, ইশতিয়াক আরাফাত, শরিফা খাতুন, সুলতান মাহমুদ, আসাদুল হক, আসিফ রায়হান, জুবায়ের আল হাসান, ইকবাল মাহমুদ, নুর আলম সিয়াম, মাহাদি হাসান, এম এ আব্দুল জব্বার, এসকে সাব্বির খান, শিহাব আলী, মুক্তার হোসেন, সাইফুল্লাহ মানসুর, ইউলিসিস হাসান, শিবগঞ্জ, ঐ। চট্টগ্রাম: মো: আবু উবাইদা আদিল, তামিজ উদ্দিন, নাজিয়া তাবাসসুম, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ নূহ, মিসবাহ উদ্দিন, লোহাগাড়া, নুর উদ্দিন চৌধুরী সাহেদ, লুৎফর রহমান মামুন, বাঁশখালী, তানভিরুল ইসলাম, চকবাজার, আনাস ইবনে তইয়ব, পতেঙ্গা, সাইফুল ইসলাম, সাতকানিয়া, মাহমুদ মুনতাসির, মরতুজ আলী, আরিফ হোসাইন, ডবলমুরিং, মাসরুর বিন হাসান, হালিশহর, উম্মে হাবিবা, মোহাম্মদ আলী, ফটিকছড়ি, ঐ। সাতক্ষীরা: এম আর সানি, নাসরিন নাহার, মোহাম্মদ আকবর হোসাইন, মুজাহিদুল ইসলাম, শাহরিয়ার নাজিম ইমন, সোহানুর রহমান, শাহিনুর রহমান শাহিন, হাবিবুর ইসলাম, ওসমান গনি, সাইদুজ্জামান, আব্দুল আজিজ, নাহিদ হোসেন, খালিদ হাসান, আবু লাইস বাহান, নয়ন হোসেন, নাঈমুর রহমান, আল মামুন মুন্না, সাইফুর রহমান, সদর, ঐ। অন্যান্য জেলা: রিয়াদ আল রাব্বি, শৈলকুপা, ঝিনাইদহ; সাকিবুল হাসান শাকিব, শার্শা, যশোর; তাইয়্যেবা হাসনাত লিয়া, ত্রিশাল, ময়মনসিংহ; আহসানুল হক আলম রেজা, সদর, নড়াইল; সাদিয়া আফরিন, লালপুর, নাটোর; আবু তালহা রাফি, সায়েদাবাদ, সিরাজগঞ্জ; আজমুন নেসা, হরিপুর, ঠাকুরগাঁও; বিপ্লব মাহমুদ জিয়াদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ; কুলসুমা বেগম, জগন্নাথপুর, সুনামগঞ্জ; নাইমুল ইসলাম, তজুমদ্দিন, ভোলা; জুবাইদা বেগম, সালেহ আহমদ সদর, আজিজুর রহমান শাহপরাণ, সিলেট; আবু সায়েম, কালুখালী, সুমন শেখ, পাংশা, রাজবাড়ী; সাদিয়া নাসরিন, বাগমারা, নাজমুস সাদাত, চারঘাট, রাজশাহী; আল-আমিন হোসেন, আবু তালহা, উলিপুর কুড়িগ্রাম; হাবিবুর রহমান নূর, সাজিয়া আফরিন তামান্না, দেওয়ানগঞ্জ, জামালপুর; ফজলুল হক রহমান, প্রিয়াংকা, সোনাতলা, বগুড়া।

এ মাসের পুরস্কার পেলো যারা ১. মো. ইয়াসিন শেখ মোরছালিন মোরেলগঞ্জ, বাগেরহাট ২. মোছা. নুসরাত জাহান নিঝুম ডিমলা, নীলফামারী ৩. উম্মে রুম্মান মাহী চাটখিল, নোয়াখালী

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ