বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা জুন ২০১৮

এপ্রিল ২০১৮ সংখ্যার
প্রশ্নের সঠিক জবাব

১. পটুয়াখালী ২. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ৩. নিউইয়র্ক ৪. ডল মিয়েন লং ৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৬. ২২ বছর ৫ মাস ১৪ দিন ৭. নামাজ ৮. সাড়ে সাত তোলা স্বর্ণ ৯. মোস্তাফিজুর রহমান ১০. নিকোলাস কোপারনিকাস।

জুন ২০১৮ মাসের প্রশ্ন

১. বর্তমানে বাংলাদেশে কয়টি জেলার নাম পরিবর্তন করা হয়েছে?
২. ঢাকার পূর্ব নাম কী?
৩. ওআইসির মহাসচিবের নাম কী?
৪. সর্বাধিক ধনী ব্যক্তির দেশ কোনটি?
৫. ড. মুহম্মদ শহীদুল্লাহর উপাধি কী?
৬. ইসলামের প্রথম বাণী কোনটি?
৭. রমজানের রোজা ফরজ হয় কত হিজরিতে?
৮. রোজাদার জান্নাতের কোন দরজা দিয়ে প্রবেশ করবে?
৯. ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোন মাঠে অনুষ্ঠিত হবে?
১০. ফেসবুক আবিষ্কার করেন কে?

এপ্রিল ২০১৮ সংখ্যার
সঠিক জবাবদাতা
চট্টগ্রাম : মাঈনউদ্দিন হাসান, সাতকানিয়া, চট্টগ্রাম; মেহেরুন নেছা মাহি; সাকিবুল ইসলাম; মিসকাত হোসেন জায়েদ; আমির হোসেন; আব্দুল্লাহ আল মামুন; সাইহানুল ইসলাম; বারেকুল ইসলাম; ছায়েম মুহম্মদ ছয়েম; নাঈমুর রহিম; ফারিন আক্তার; ইজবার উদ্দিন; মো: আবু ছায়েম; নাজিফ আল আমিন; রিজওয়ানুল হাকিম রইয়ান; রাকিবুল হামান; আশিকুল ইসলাম নাবিল; মো: আব্দুল্লাহ; আবদুল ওয়হেদ; ইসতিয়াক আহমেদ; মেহেরুন্নেছা মাহি; এন এ ইমতিয়াজ, বাঁশখালী, ঐ; মারুফুল বারী তিতুমীর; তামজিদুল ইসলাম; আই. এইচ. তুসার; জুবায়েদ বিন ওমর; আতকিয়া মুবাশি^রা মোবা, মোঃ ওবাইদুল আহাদ; খাগড়াছড়ি; ওয়াহিদুজ্জামান, লোহাগড়া, ঐ; কানিতা মেহের মারিহা; কানিজ ফাতেমা তুহিন; আশরাফুল জান্নাত; তাউফিজুল ইসলাম; সাইমুন; মুহিব্বুল্লাহ; তাবাচ্ছুম; মু. তানভির; মু. গোলাম কিবরিয়া; মো: ইফতেখার; রিদওয়ানুল হক আবির; ফারিসা বিনতে মাহমুদ; তৈয়ব হোছাইন; ফারজানা আক্তার; হোসাইন মোহাম্মদ ফয়সাল; আব্দুল্লাহ রাফি; আমির উদ্দিন মাহমুদ; ফাইজা তাবাচ্ছুম; মোহাম্মদ ফারুক।
মৌলভীবাজার: তামান্না হোসেন তিথি, জুড়ী; আব্দুল্লাহ আল মাািহ আজিজি; হোসাইন আহমাদ; সিদ্দিক আহমাদ; আফসাল আহমাদ; সাইফ মোহম্মদ চৌধুরী; আশরাফুল ইসলাম; শাহরিয়ার হোসেন; আব্দুল্লাহ মো: মাহবুব; এনামুল হক সাকিব; আল আমিন ইসলাম; সোহান আহমেদ; রেদওয়ান আহমেদ; মো: রাসেল; মুজিবুর রহমান; ফারহানা আক্তার তাহমিনা; নাহিদ আহমদ; তারেক রহমান; ইমরান হোসেন; রুবিনা; জুবায়ের আহমদ; রুবিনা বেগম; মুস্তাফিজুর রহমান রাফি; সাইদ আহমদ সামাদ।
ভোলা: মো: রেদওয়ানুল্লাহ, ভোলা সদর; আমিনুল ইসলাম, তমিজউদ্দিন, ভোলা; জাবেদ ওমর, মোছা: জুয়াইরিয়া, দুলারহাট, ভোলা; রেদওয়ান উল্লাহ।
চাঁপাইনবাবগঞ্জ: মুরাদ, নবাবগঞ্জ সদর; ফয়সাল; মারুফ; মুজাহিদুল ইসলাম; সাদ আহমেদ সিফাত; ওয়াহিদুল মুরসালিন; মইনুল ইসলাম; মিজানুর (শুভ); মোক্তার হোসেন; মনিরুল ইসলাম, আরিফ শাহরিয়ার; সামিহা সিদ্দিকা; জুবায়ের আল হাসান; আসিফ রায়হান; মোত্তালিব হোসেন; সাইদ; জুবায়ের রহমান, শিবগঞ্জ; রেজাউল করিম সুজন; রবিউল আওয়াল; সুলতান মাহমুদ; সুমী খাতুন, গোমস্তাপুর; আবু নাঈম সিদ্দিক; সামাদ আলী।
ময়মনসিংহ : আব্দুল্লাহ খুবাইব, ময়মনসিংহ সদর; আমির হামযা; জুনাঈদ ওবাইদুল্লাহ, ইকরামুল হক নাইম; শেখ সাদী; মোসাদ্দিকুর রহমান।
নওগাঁ: নুর মুহাম্মদ, সাপাহার, নওগা; সোয়াইব হোসেন, পতœীতলা; সামিহা; রমজান আলী, ধামইরহাট।
ঢাকা : মাইনুল ইসলাম, ওয়ারী, ঢাকা; শাহরিয়ার আহমেদ রিফাত, সাভার; আরিফা আক্তার, যাত্রাবাড়ী; উনাইরা, ধানমন্ডি।
ঠাকুরগাঁও: আসাদুল্লাহ আল গালিব, হরিপুর; সাদিকা সাবরনি; শাহীন আহমেদ নয়ন, শিবগঞ্জ, ঠাকুরগাঁও।
কুমিল্লা : রায়হান কবির, বরুড়া; রিফাত হোসেন; আনাস আহমাদ সরকার, মুরাদনগর।
খুলনা: ওবাইদুর রহমান, সোনাডাঙ্গা, বেলাল হোসেন; শুভেচ্ছা ইসলাম, খালিশপুর।
যশোর : ইমরান হোসেন, কেশকপুর; সামিয়াতুল তানযিম; মহিদুল ইসলাম।
অন্যান্য : সাইমুর রহমান জিহাদ, নোয়াখালী সদর; মাহমুদুল হাসান, সোনাইমুড়ী, নোয়াখালী; হাসিব মিয়া, বোয়ালমারী, ফরিদপুর; আবিদ ইশরাক, পার্বতীপুর, দিনাজপুর; খাদিজাতুল কোবরা ইমামা, এনায়েতপুর, সিরাজগঞ্জ; জাহেদুল ইসলাম, লোহাগড়া; তারেকুল হাসান, জুরী, মৌলবীবাজার; মরিয়ম জামিলা, তেঁতুলিয়া, পঞ্চগড়; ফাহিম মিয়া, রংপুর সদর; মোতাছিম বিল্লাহ, পীরগাছা, রংপুর; তাজুল ইসলাম, ফুলগাজী, ফেনী; আবতাহী আসেক মাহমুদ মাহদী, ফেনী সদর; মারজাহান আক্তার মীম, সোনগাতী, ফেনী।

এ মাসে পুরস্কার পেলো যারা
১. মো: আব্দুল হালিম
গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ
২. মো: নাবিব হাসান
সদর, ময়মনসিংহ
৩. মো: মেহেদি হাসান
চৌদ্দগ্রাম, কুমিল্লা
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ