বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা মে ২০১৮

মার্চ ২০১৮ সংখ্যার প্রশ্নের সঠিক জবাব
১. যশোর ২. মঈনুল হোসেন ৩. কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ৪. সৌদি আরব ৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ৬. হজরত ওমর রা: ৭. ৫টি ৮. আগুন ৯. ৩২টি ১০. ০ ডি.সে.।

মে ২০১৮ মাসের প্রশ্ন
১. বর্তমানে বাংলাদেশে সর্বমোট থানা কয়টি?
২. বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
৩. তুরস্কের প্রধানমন্ত্রীর নাম কী?
৪. জাতিসংঘের মহাসচিবের নাম কী?
৫. রূপসী বাংলার কবি কে?
৬. মক্কার কাফেরদেরকে মুশরিক বলার কারণ কী?
৭. জিন জাতি কিসের তৈরি?
৮. হাদিস কত প্রকার ও কী কী?
৯. বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর ফাইনাল খেলা কত তারিখে?
১০. কম্পিউটার আবিষ্কার করেন কে?

মার্চ ২০১৮ সংখ্যার
সঠিক জবাবদাতা
খুলনা : মো: সুমন গাজী, রূপসা, ঐ; মিয়া তাওসাফ জামান রুপম, খানজাহান আলী, ঐ; সাহদী আল মাহমুদ, সাচিবুনিয়া বাজার, ঐ; মো: নাজমুস সাকিব, ঐ; মো: মুহিবুল্লাহ, ঐ; হাফেজ মো: জাহিদুল ইসলাম, ঐ; হাফেজ মো: আলী আজিম, লবণচরা, ঐ; মো: ওবায়দুর রহমান, সোনাডাঙ্গা, ঐ; মো: বেলাল হোসেন, ঐ; মো: মশিউর রহমান, ঐ।
সুনামগঞ্জ : তমালিকা পাঠান, তাহেরপুর, ঐ; মো: ইয়াছিন খান পাঠান, ঐ; মো: আইয়ুব খান পাঠান, ঐ; মো: আজিম খান পাঠান, ঐ; মো: ইমন মিয়া, ঐ।
চট্টগ্রাম : শাহাদাত হোসেন, সাতকানিয়া, ঐ; এম. নুরুল কাদের, বাঁশখালী, ঐ; মোহাম্মদ কামরুল হাসান, ঐ; মাহমুদ মুন্তাসির সাঈদ, ঐ।
ময়মনসিংহ : মোহাম্মদ লাবিব হাসান, সদর, ঐ; দাইয়ান আহমেদ দিদার, সদর, ঐ।
লালমনিরহাট : আব্দুর রহমান, সদর, ঐ; সোহেল রানা, সদর, ঐ।
কুমিল্লা : মুনতাহা ইসলাম হিম, লাকসাম, ঐ; জান্নাতুল ফেরদাউস অনিকা, কোতোয়ালি, ঐ; নাফিস রায়হান মুন্সী (সায়িম), দেবিদ্বার, ঐ।
অন্যান্য : সাতক্ষীরা: মো: আবু ইছা, শ্যামনগর, ঐ; যশোর: মো: হাবিবুল্লাহ রাজু, কেশবপুর, ঐ; ভোলা: মো: আ: মমিন, সদর, ঐ; চাঁদপুর: পারভেজ সর্দার, সদর, ঐ; আল আমিন কাজী, ঐ; নোয়াখালী: এইচ এম মাহমুদুল হাসান, সোনাইমুড়ি, ঐ।

এ মাসে পুরস্কার পেলো যারা
১. মো: নাজমুস সাকিব
লবণচরা, খুলনা
২. মোসা: মুনতাহা ইসলাম হিম
লাকসাম, কুমিল্লা
৩. মোহাম্মদ লাবিব হাসান
সদর, ময়মনসিংহ
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ