বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা মে ২০২০

ফেব্রুয়ারি ২০২০ সংখ্যার উত্তর : ১. টমাস আলভা এডিসন ২. ফিলিপাইনের সরকারি ভাষা ৩. হামজা দেওয়ান চৌধুরী ৪. লোভাছড়ায় ৫. বই ও অজ্ঞতা
৬. মোশাররফ হোসেন খান ৭. সূরা শূরা আয়াত ১১ ৮. শীতকাল 
৯. ইমাম শাফিয়ী ১০. পরিবারকেই

মে ২০২০ সংখ্যার প্রশ্ন
১. বাংলা সনের প্রথম মাস কোনটি?
২. ‘জীবন হচ্ছে এক পেয়ালা চা। যতই তৃপ্তিসহকারে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।’ এটা কার বাণী?
৩. মহানবী (সা) বলেছেন, নীরব থাকলে যে সম্মান অর্জিত হয়, তা ষাট বছর নফল ইবাদতের চেয়েও উত্তম, এটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
৪. পদার্থবিজ্ঞানের প্রথম নোবেলজয়ী বিজ্ঞানীর নাম কী?
৫. জীবনযুদ্ধের গল্পের লেখক কে?
৬. ‘পাকিস্তানের বিরাট কোহলি’ কাকে বলা হয়?
৭. ওটচঅঈ কর্তৃক ১১১ নম্বর মৌলিক পদার্থের নাম কী রাখা হয়?
৮. অ্যামেরিকাতে ‘বেস্ট সেলিং পয়েট’ হিসেবে পরিচিত কোন কবি?
৯. “সে ভ্রু কুঁচকাল এবং মুখ ফিরিয়ে নিলো। কারণ, তার কাছে অন্ধ লোকটি এসেছিল। তুমি কিভাবে জানবে, সে হয়তো পরিশুদ্ধ হতো!” কোন সূরার কত নম্বর আয়াত?
১০. আপাতত কতটি ভাষা পড়ে শোনাতে পারবে গুগল অ্যাসিস্ট্যান্ট?
(সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিশোরকণ্ঠ এপ্রিল ২০২০ সংখ্যায়)
ফেব্রুয়ারি ২০২০ সংখ্যার
সঠিক উত্তরদাতা:
সাতক্ষীরা: হুমাইরা হেমা, মোস্তাফিজুর রহমান, তাহসিন নাহিদ আলিফ, সুমাইয়া আফরিন, ফাইয়াজ সাফওয়াত, তাসনিম রুবাইয়াত, তালা; ঐ।
ময়মনসিংহ: পপি আক্তার, শান্তা আক্তার, শরিফা আক্তার, মাহবুব হাসান, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ কাউসার আহমেদ, সাদিয়া আক্তার রিয়া, শায়লা আক্তার মোহনা, সাদিয়া ইসলাম সূচনা, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, কোতোয়ালি; আরিফা আক্তার, মুক্তাগাছা; ঐ।
কুমিল্লা: মো: হুসাইন আদনান, মো: আব্দুল কাদের রাব্বি, মোহাম্মদ রাফি, মো: জুবায়ের হোসেন, মো: হাবিবুর রহমান জিহাদী, মো: বোরহান উদ্দিন মজুমদার, মোজাম্মেল হোসেন নাহিদ, নাসির উদ্দিন, নাইমুল ইসলাম ফাহাদ, মোহাম্মদ উদ্দিন মজুমদার, মো: ইখতিয়ার উদ্দিন মুজমদার, মো: জাহিদ হাসান, মো: আনোয়ার হোসেন সালেহী, সামিউল ইবনে শাহাদাত, মো: সাকিব হোসেন, মো: সাখাওয়াত হোসাইন, হাসিবুল হাসান নাঈম, মো: পারভেজ হোসেন, ছাইফুদ্দীন শরীফ, হুসাইন আদনান, মোহাম্মদ আব্দুল্লাহ পাটোয়ারী, চৌদ্দগ্রাম; মো: আব্দুল আউয়াল, মো: হারুনুর রশিদ, লালমাই; ঐ।
চট্টগ্রাম: উম্মে আবিহা, ফটিকছড়ি; মো: রিপন আলী, মো: আবু উবায়দা আদিল, মোহাম্মদ তাজিম উদ্দিন, মেজবাহউদ্দিন মু. নূহ, আবু দাউদ মহাম্মদ ফুয়াদ, ইফতেখার হাসান নিশাত, আব্দুল্লাহ মো: তাহির, মুকিত মু. আবু হানিফা, সিফাদুল ইসলাম, লোহাগাড়া; মোহাম্মদ সাদ, সি এম তাহমিদ, তামিম ইকবাল, মাহমুদ মুন্তাসির, ডবলমুরিং; জান্নাতুল সুমাইয়া ইবনাত, চান্দগাঁও; শাহেদুল আলম, রাইয়ান রাকিব, আশিকুল ইসলাম শাওন, মো: আব্দুল হান্নান, মোহাম্মদ রাকিব, কলিম উল্লাহ, রাশেদুল ইসলাম, ছাফা মারওয়া, সাতকানিয়া; মাহমুদ মুনতাসির, মোহাম্মদ জাহিদ হাসান, মো: আব্দুল ওয়াহাব তারেক, ফারুকুল ইসলাম, বাঁশখালী; আনতারা ফাইরোজ তুহফা, আনিসুর রহমান, জাহিদ হাসান, তানযিবুল ইসলাম (রিদান), আকবর শাহ; কাশপ্রিয়া তাবাচ্ছুম সীতাকুন্ড; ঐ।
সিলেট: আসাদ আল রাজি, মো: ফয়েজ আহমদ, গোয়াইনঘাট; ইফতেখার আহমদ, গোলাপগঞ্জ; ঐ।
মৌলভীবাজার: সৈকত দেব নাথ, শফিউর রহমান শুভ, তাওফিকুর রহমান, রাফায়েত আহনাফ (রাদ), হাসান আহমদ, রাহনুমা তাইবা, তারেক মাহমুদ, কামিল আহমেদ, মারুফ আহমদ, মাহমুদ হাসান, ইমন আহমদ, বড়লেখা; ঐ।
খুলনা: মুহাইমিনুল ইসলাম খান, জাহান আলী; মো: সাইদুর রহমান সাইদ, দৌলতপুর; হামজা আহমেদ মিনহাজ, খালিশপুর; ঐ।
ঢাকা: তাসনিয়া তাহাসিন বুশরা, জামিয়া বিনতে আশিক, নাফিস ফুয়াদ, মুগদা; জাফরীন চৌধুরী, খিলক্ষেত; তাসনিয়া সাকী, যাত্রাবাড়ী; নাজিম হোসেন, কদমতলী; মো: মাইনুল হাসান, ওয়ারী; ঐ।
চাঁপাইনবাবগঞ্জ: মো: শাখাওয়াত হোসেন (সজিব), মো: রায়হান আলী, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ আলী, মো: বাইজিদ বোস্তামি (নাঈম), মো: সাব্বির আহম্মেদ (সিয়াম) শিবগঞ্জ; ঐ।
বাগেরহাট: আব্দুল্লাহ আল মাহমুদ, ফারজানা আক্তার সুখী, কারিমা আক্তার, মানসুরা ইসলাম, লামিয়া আক্তার রাজিয়া, মোসা: লিজা আক্তার, নুসরাত জাহান তানহা, ইয়াসিন শেখ মোরছালিন, শিফা আক্তার, মোরেলগঞ্জ; ঐ।
রাজবাড়ী: মোহাম্মদ আব্দুল্লাহ, হাসান রুহানী, মোহাম্মদ সায়েম, মো: শাহিন আলম, আবু সায়েম, মো: সাইয়েদ আল কাদের, কালুখালী; মো: সুমন শেখ, মো: আল-আমিন শেখ, মোহাম্মদ মেহের আলী খান, আমানত মিয়া, মাহফুজ রহমান, পাংশা; ঐ।
নোয়াখালী: মোহাম্মদ হাবিব রাশেদ, ফাহমিদা আক্তার ইশাত, রবিউল ইসলাম (রাফি), মো: হাব্বিস রাশেদ, ফাহমিদা আক্তার ইশাত, সোনাইমুড়ী; নাজমুল ইসলাম মুজাহিদ, মো: ইমরান হোসাইন মির্জাপুরী, কবিরহাট; উম্মে রুম্মান মাহি, শাহানা আক্তার রিমু, চাটখিল; আলমগীর হোসেন, মিনহাজ উদ্দিন, পিংকি, রাজ্জাক চৌধুরী, মাসুদ রানা তাওসিফ, মারুফ ইসলাম রহুল, অঙ্গন বণিক, সদর; ঐ।
নীলফামারী: উম্মে সাদিয়া মনি, মোনা হক, শফিকুল ইসলাম, মো: ইয়াসিন আরাফাত, রিপন ইসলাম, মো: মাজিদুল ইসলাম, রাবেয়া বাসরী সুমী, ডিমলা; ঐ।
অন্যান্য জেলা: মো: হাসানুর রহমান, গোপালগঞ্জ; মো: আব্দুল্লাহ জাহাঙ্গীর, জয়পুরহাট; মো: খায়রুল্লাহ, বোয়ালী, ফরিদপুর; মো: জাহিদুল ইসলাম ছিদ্দিক, লালমনিরহাট; কুলছুমা বেগম, জগন্নাথপুর, সুনামগঞ্জ; তাসনিমা তাহসিন বুশরা, তৌহিদ আশরাফ, শার্শা, যশোর; মো: আব্দুল ওয়াহাব তারেক, তানোর; নাজমুশ শাবাব, মো: নাহিদ হাসান, চারঘাট, রাজশাহী; আরাফাত ইবনে আব্দুল্লাহ, মো: আল-আমিন হোসেন, উলিপুর, কুড়িগ্রাম; সাজ্জাদ বিন হাবিব, শাহরাস্তি, চাঁদপুর; মো: আরিফুর রহমান, জামালপুর; মো: কাওছার আহমেদ, ঈশ্বরদী, পাবনা; আব্দুল্লাহ বিন রায়হান, শাহজাহানপুর, বগুড়া; আবু সায়েম মেজবা, মো: শাওন সরকার (সাজিদ), কোতোয়ালি, রংপুর; সাদ বিন মহি, নাঈমুল হাসান, লোহাগড়া, নড়াইল; মো: আবীর শেখ পৃথিবী, মো: জাবির হোসেন সিয়াম, বিরামপুর, দিনাজপুর; মো: শাহরিয়ার লাবিব, মো: রাব্বি কায়সার, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও; আফিফা নওশীন, জাহিদুর রহমান রাফি, ভৈরব, কিশোরগঞ্জ; মো: মাকসুদ আলম, চন্দ্রগঞ্জ; মোহাম্মদ হাসান, রায়পুর, লক্ষ্মীপুর; ইব্রাহিম খলিলুল্লাহ ইয়ামিন, মো: কুরাইশ হোসেন, মেহেদী হাসান, এনায়েতপুর, সিরাজগঞ্জ; আব্দুল্লাহ আল মাহমুদ, নকীব মাহফুজ, আম্মারাহ, কালীগঞ্জ, ঝিনাইদহ; মো: আল আমিন, মো: ইসমাঈল হোসেন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা; তালহা জোবায়েদ, আবদুর রহমান নাঈম দাগনভূঞা, ফেনী।

এ মাসে পুরস্কার পেলো যারা
১. হুমাইরা হেমা
তালা, সাতক্ষীরা
২. পপি আক্তার
বাকৃবি, কোতোয়ালি, ময়মনসিংহ
৩. মো. হুসাইন আদনান
চৌদ্দগ্রাম, কুমিল্লা
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ