বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা অক্টোবর ২০১৯

জুলাই ২০১৯ সংখ্যার উত্তর সূরা নিসা, ২. মতন, ৩. হযরত আবু বকর সিদ্দিক রা., ৪. বালি, ৫. হযরত বেলাল রা., ৬. লৌহ ৭. পাবলিক লাইব্রেরি, শাহবাগ, ঢাকা, ৮. ১৯৯৭ ও ২০০০ সালে, ৯. তিউনিস ও দিনার, ১০ নাফ নদী ও ৬৩ কিলোমিটার

অক্টোবর ২০১৯ সংখ্যার প্রশ্ন

১. আল কুরআনের সর্বপ্রথম হাফিজ কে? ২. ইমাম বুখারির প্রকৃত নাম কী? ৩. জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবীর মধ্যে সবশেষে কোনো সাহাবীর মৃত্যু হয়? ৪. বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে কোন ব্যাংক? ৫. কত সাল থেকে নোবেল পুরস্কারের প্রচলন শুরু হয়? ৬. বিশ্বে কার্বন নিঃসরণে শীর্ষ দেশ কোনটি? ৭. গাজরে কোন ভিটামিন বেশি পাওয়া যায়? ৮. মুসলিম বিশ্বের প্রথম মহিলা সরকারপ্রধান কে? ৯. অক্সিজেন কে আবিষ্কার করেন? ১০ বিশ্বকাপ ফুটবল ২০১৮-এর ‘ম্যান অব দ্য ফাইনাল’ কে ছিল?

জুলাই ২০১৯ সংখ্যার সঠিক উত্তরদাতা খুলনা: মো: মাহফুজ, রুপসা; এম এম আজিজুল ইসলাম, সোনাডাঙ্গা; ফারিহা তাবাসসুম, হাসিব আহমেদ, শুয়াইব আহমেদ, জাহানারা, ফারজানা রশিদ অর্পা, সদর, ঐ। সিলেট: নাজিম উদ্দিন, সুমাইয়া বেগম, নূর মোহাম্মদ, ইমরান আহমদ, খাইরুল ইসলাম রুবেল, জৈন্তাপুর, ঐ। বাগেরহাট: লিজা আক্তার, তাওহীদুল ইসলাম, আব্দুল্লাহ আল জাবির, মোরেলগঞ্জ; মুস্তাকিম বিল্লাহ, কচুয়া, ঐ। নোয়াখালী : কামরুল হাসান হৃদয়, মো: আল আমিন, সাঈদ হোসেন নাঈম, বসুরহাট; আজিমুল এহসান সুপ্ত, তাওহিদুল ইসলাম শাকিল, রাবেয়া সুলতানা রিয়া, শারমিন সুলতানা সুমনা, মাইমুনা আক্তার, শ্যামলী আক্তার, সিজান মাহমুদ জিসান, সুবর্ণচর; সানজিদা ইয়াসমিন দীপা, হাফিজ ইব্রাহিম, নুসরাত জাহান সানিয়া, জান্নাতুল ফেরদৌস, শাকিল উদ্দিন, রাহেনা আক্তার, চরজব্বর; ইউসুফ উদ্দিন, আসিফুর রহমান, মাইমুনা আক্তার, জাহেদা খাতুন রুনা, হামিদা আক্তার চম্পা, সুমাইয়া আক্তার সানজিদা, মোবারক হোসেন, মুস্তাফা রাব্বি, হাতিয়া; শাহাদাত হোসেন শাকিল, নুসরাত জাহান তানিয়া, মাইজদী, ঐ। গাজীপুর : রেজাউল করিম রাব্বী, আয়েশা আক্তার, রহিমা আক্তার, আমেনা আক্তার বীথি, আল-আমিন হোসেন, জাহিদ হাসান, কালিয়াকৈর; ফাহিম আল ফাত্তাহ, আব্দুল গফুর, রাকিবুল ইসলাম, সুমাইয়া আক্তার, মর্জিয়া আক্তার, শ্রীপুর; মো: সিফাত হোসেন, তানজিল প্রধান, জয়দেবপুর, ঐ। ফেনী: এনামুল হক জনি, আব্দুর রহিম, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ আব্দুল্লাহ, বিবি মরিয়ম জেবিন, দাগনভুঁইয়া, ঐ। ঢাকা : মাশরুফা আক্তার, সানজিদা আক্তার অনু, জিয়াউর রহমান, রায়হানুল ইসলাম, মিরাজ উদ্দিন, সাভার, ঐ। চট্টগ্রাম: মাসুদ বিন হাসান, হালিশহর; শাহরিয়ার শিবলি, লোহাগাড়া; আমিনুল্লাহ, জাহিদুল ইসলাম শাকিব আমিনুল্লাহ ইমরান, ডাবলমুরিং, ঐ। চাঁপাইনবাবগঞ্জ: উম্মে হাবিবা, আয়েশা শহীদ, সদর; নাঈম ইসলাম, নাদিম আহমেদ, আব্দুল্লাহ আসাদ জুবায়ের, আব্দুল আহাদ, মুজাহিদুল ইসলাম, আরিফ শাহরিয়ার, মুরাদ, তন্ময়, আরাফাত আহমেদ, শামীম আহমেদ, মনিরুল ইসলাম, মুক্তার হোসেন, যুবায়ের আল হাসান, মাইনুল ইসলাম, জুবায়ের হোসেন, সাদ আহমেদ সিফাত, মোকসেদুল ইসলাম, গোলাম রব্বানী, আব্দুল ওদুদ, শিবগঞ্জ, ঐ। নওগাঁ : মুজাহিদুল ইসলাম, রিফাত হোসেন সদর, কোরবান আলী, পত্নীতলা, ঐ। কুমিল্লা : মোঃ ফয়সাল আহমেদ, দেবিদ্বার, ইরফান আহমেদ, সদর; তামান্না তাসনুবা, বুড়িচং, ঐ। কুড়িগ্রাম : জিয়ারুল ইসলাম জুয়েল, মাহমুদুল হাসান খোকন, ভুরুঙ্গামারী, ঐ। অন্যান্য জেলাসমূহ: মো: উজ্জ্বল হোসেন, জামালপুর; মো: রেজওয়ান কবির, জয়পুরহাট; সুমন ইসলাম, নীলফামারী; মাইনুল ইসলাম তালহা, ভোলা; মিরাজুল ইসলাম, কুষ্টিয়া; জাহিদ হাসান, সাতক্ষীরা; মহাদি হাসান তাকরীম, কিশোরগঞ্জ; জারীর বিন মাইন, মানিকগঞ্জ; আবু রায়হান নয়ন, ঠাকুরগাঁও; দুর্জয় দত্ত, মৌলভীবাজার; মেহেদি হাসান, মিরাজ হোসেন, রায়পুর, লক্ষ্মীপুর; মুশফিকুর রহমান, নোমান রহমান, গাংনী, ঐ।

এ মাসের পুরস্কার পেলো যারা ১. মো: মাহফুজ, রূপসা, খুলনা ২. নাজিম উদ্দিন, জৈন্তাপুর, সিলেট ৩. লিজা আক্তার, মোরেলগঞ্জ, বাগেরহাট

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ