বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা ফেব্রুয়ারি ২০১৭

ডিসেম্বর ২০১৬ মাসের প্রশ্নের সঠিক জবাব
১. ১৪৭৬১০ বর্গ কিলোমিটার, ২. রাঙ্গামাটি, ৩. উত্তর কোরিয়া ৪. নিউ ইয়র্ক, ৫. চর্যাপদ, ৬. পঠিত, জমা করা ৭. হযরত উসমান গনি রা:কে, ৮. হযরত মোহাম্মদ সা: ৯. মেহেদি হাসান মেরাজ, ১৯ উইকেট, ১০. ভিটামিন ‘এ’।

ফেব্রুয়ারি ২০১৭ মাসের প্রশ্ন
১.    বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
২.    ‘সোনালি আঁশের দেশ’ কোন দেশকে বলা হয়?
৩.    সৌদি আরবের মুদ্রার নাম কী?
৪.    ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে?
৫.    গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ কী?
৬.    একমাত্র কোন সূরা যার মধ্যে বিসমিল্লাহ দু’বার এসেছে?
৭.    কুরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে?
৮.    সর্বশেষ আসমানি কিতাবের নাম কী?
৯.    বিশ্বের উদীয়মান ক্রিকেটার হিসাবে বর্ষসেরা পুরস্কার পান কে?
১০.    িিি এর পূর্ণ রূপ কী?

ডিসেম্বর ২০১৬ সংখ্যার সঠিক জবাবদাতা
চট্টগ্রাম: মো: পলাশ, সদরঘাট, ঐ; মো: ইমন, ঐ; মোহাম্মদ মোমিন হোসেন, ঐ; জিয়াউল হাকিম প্লাবন, পাঁচলাইশ, ঐ; হোসাইন মোহাম্মদ রিয়াজ, সাতকানিয়া, ঐ; আসমাউল হুছনা, ঐ; মুহাম্মদ ছামি উদ্দীন, লোহাগাড়া, ঐ; আহসান উদ্দীন সোহেল, ঐ; আসিফুজ্জানাম সোহাগ, ঐ; হাফেজ জাহাঙ্গীর আলম, ঐ; সাইফুন নাহার, ঐ; মো: সাইফুল ইসলাম, ঐ; মো: তপু, ঐ; মু: ইনজিমামুল হক, ঐ; মো: রুমেল মাসুম, ঐ; হালিমা আক্তার, ঐ; ইমতিয়াজ উদ্দীন, ঐ; তারেকুল ইসলাম রাকিব, ঐ; মুহাম্মদ সাগর, ঐ; মু: রাসেদুল ইসলাম ফয়সাল, বাঁশখালী, ঐ; মো: হুমায়নুর রশিদ, ঐ; মুহাম্মদ রয়হান উদ্দীন, ঐ; মু. ইফতেহার উদ্দীন যায়েদ, ঐ; মোহাম্মদ জয়নাল আবেদীন, ঐ; মুহা: তারেক মনোওয়ার, ঐ; মোহাম্মদ আশেক এলাহী, ঐ; তাওহীদুল ইসলাম, ঐ; মোহাম্মদ লতিফুর রহমান, ঐ; আব্দুল্লাহ, ঐ; খালেদ সাইফুল্লাহ, ঐ; তানবির হাসান, ঐ; মুহাম্মদ হোছাইন, ঐ; দেলোয়ার হোসাইন সাঈদী, ঐ;
বগুড়া: মো: নাফিউল ইসলাম, মাঝিড়া, ঐ; মো: মাহফুজুর রহমান বায়েজিদ, শাজাহানপুর, ঐ; এম আর ফাউজিয়া আক্তার, ঐ; সুরাইয়া রহমান সুমি, ঐ; মো: ওয়াসিম আক্তার, ঐ; এম আর ফাউজিয়া আক্তার, ঐ; মো: নূরউল্লাহ সিদ্দিকী, ঐ।
রংপুর: মো: আ: সালাম, পূর্ব মন্দিরা, ঐ; মো: ফাহিম মিয়া (সজিব), সদর, ঐ।
সাতক্ষীরা: নাঈম-উর-রহমান, সদর, ঐ; মো: আবুল হোসাইন, হরিপুর, ঐ।
সিলেট: মুহাম্মদ আব্দুল মাজেদ, বিয়ানীবাজার, ঐ; আব্দুল্লাহ আল মামুন, কানাইহাট, ঐ।
খাগড়াছড়ি: হোসাইন মোহাম্মদ আফনান, সদর, ঐ; আতকিয়া মোবাশ্বিরা মোবা, ঐ।
অন্যান্য: ঢাকা: উনাইসা, সুবহানবাগ, ঐ; ফেনী: মো: কাওছার উদ্দিন, সদর, ঐ; যশোর: মো: আবু ইউসুফ, কেসবপুর, ঐ; ঠাকুরগাঁও: মো: আবুল হোসাইন, ঐ; রাজশাহী: মো: ময়দুল ইসলাম, পবা, ঐ। নোয়াখালী: অতিকুর রহমান, সদর,ঐ; হবিগঞ্জ: আনিস আহমদ, বানিয়াচং, ঐ; ফরিদপুর: সায়াদ মো: আসিফ, মধুখালী,ঐ; খুলনা: মারজানা অবনী, দৌলতপুর, ঐ; চুয়াডঙ্গা: মো: এমদাদুল হক লিখন, জীবন নগর, ঐ।

এ মাসে পুরস্কার পেলো যারা-
১.    দেলোয়ার হোসেন সাঈদী
চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম
২.    মো: নাফিউল ইসলাম
মাঝিড়া, বগুড়া
৩.    মো: আবুল হোসাইন
হবিপুর, ঠাকুরগাঁও
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ