বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা জুন ২০১৩

এপ্রিল ২০১৩ সংখ্যার প্রশ্নের সঠিক জবাব
১. জাপানকে ২. হযরত উসমান (রা) ৩. অক্সিজেন ৪. পারদ ৫. কুয়ালালামপুর ৬. কিউবাকে ৭. চীনের
৮. ঈদুল ফিতর ৯. বঙ্গোপসাগরকে ১০. তিন রাকাআত।

জুন ২০১৩ সংখ্যার প্রশ্ন
১.    সাফা ও মারওয়া পাহাড় কোন্ দেশে অবস্থিত?
২.    সাদ্দাম হোসেন কোন্ দেশের প্রেসিডেন্ট ছিলেন?
৩.    রাসূল (সা) কাফিরদের সাথে যে সন্ধি করেন তার নাম কী?
৪.    ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন?
৫.    বাংলাদেশের জাতীয় খেলা কোন্টি?
৬.    শের-এ-খোদা কার উপাধি ছিল?
৭.    আল্লাহকে অস্বীকারকারীরা কী হিসেবে পরিচিত?
৮.    সবচেয়ে বড় হয় বাংলাদেশের কোন্ ফল?
৯.    মানুষের কোন্ অঙ্গকে হস্ত বলে?
১০.    কোন্ দ্বীপে সাপ নেই?

এপ্রিল ’১৩ মাসের সঠিক জবাবদাতা
চট্টগ্রাম : তরিকুল, বন্দর; আবদুল আউয়াল, মুশফিকুস সালেহিন, আরাফাত, মিশকাতুল জান্নাত মিশু, রিদুয়ানুল হক হৃদয়, লোহাগাড়া; মিজানুর রহমান মারুফ, নাদিম, ডাবলমুরিং; নেজামুল, আবদুল কাদের চৌধুরী, আজহারুল, বাঁশখালী; মহিউদ্দিন, ছিফাত, ফরহাদ বিন রিজভী, ইয়াহিয়া, আনোয়ারা। ময়মনসিংহ : মাহমুদুল হাসান, রাহাতুল, সদর; আশরাফুল আলম, মোস্তফা সালেহ নূর, জহির উদ্দীন, সাইদুল, নুসরাত হোসেন নাফি, মাহমুদুল ইসলাম সাদ, তোফাজ্জল, নান্দাইল। যশোর : সজীবুল, মাহমুদুল হাসান তাওহীদ, সাঈদুজ্জামান আল সাদাদ খান সুপ্রিয়, আসিফ আহম্মেদ সুভো, তানভীর, লিয়াকত, খন্দকার রিফাত জামান, তোসিন তাহির, মিজান, মুইজ, সদর। কুমিল্লা : ফয়সাল মাহমুদ, হোমনা; জুবেদা আক্তার লিজা, জুবাইদা আক্তার রিতু, মুজাহিদুল, ইমরান, সাফিন মাহমুদ, আল হেলাল, দাউদকান্দি; শাহজাহান বাদল, সাইফুল, এনামুল, আক্তার হোসেন, সাইদ আনোয়ার, সোহেল রানা, বুড়িচং। খুলনা : মাহফুজুর রহমান রিহাব, মাহবুবুর রহমান হৃদয়; আশরাফুল, হুজ্জাতুল্লাহ, হায়দার আলী, কয়রা; আইরিন আক্তার ছবি, তানভীর রহমান ইমু, খালিশপুর; মারজানা অবনী, দৌলতপুর; সামিউল ইসলাম পরাগ, সোনাডাঙ্গা। গাজীপুর : সেলিম, আরিফ, আতিকুর রাসুল, কাপাসিয়া। লক্ষ্মীপুর : ফখরুল, নুর আলম, শাহজাহান, মাইন উদ্দিন সালেহ, আবদুল্যাহ আল মামুন, নূর আহমদ, ফিরোজ, রফিকুল ইসলাম রিপন, সদর। চাঁদপুর : হাবিবুর রহমান ফাহিম, ইউসুফ, মেসবাহ কামাল, ফরিদগঞ্জ। অন্যান্য জেলা : আরিব, চাঁপাইনবাবগঞ্জ সদর; শারমিন শিলা, শিবগঞ্জ, ঐ; সিফাত আলিম শুভ, খিলগাঁও, ঢাকা; জান্নাতুল নিশাত, খোকশা, কুষ্টিয়া; সাইদা সিদ্দিকা সাদিয়া, খানজাহান আলী, বাগেরহাট; খন্দকার সাজু আহমেদ, ধুনট, বগুড়া; খলিলুর রহমান নিয়ায, সদর, ঐ; ইমতিয়াজ, মহেশখালী, কক্সবাজার; নাঈম উদ্দিন চৌধুরী, জুড়ি, মৌলভীবাজার; আলী হোসেন, সদর, ঐ; আরহাম আহমদ রাহি, নবীগঞ্জ, হবিগঞ্জ; আছিফুর রহমান শোভন, কোতয়ালী, ফরিদপুর; মাজিদুল ইবনে ছলেমান, ডিমলা, নীলফামারী; আব্দুর রহিম রনি, মহেশপুর, ঝিনাইদহ; মুক্তাদীরুল মোমেন জিমু, সদর, ঐ; শরিফুল, মধুপুর, টাঙ্গাইল।

এপ্রিল ২০১৩ সংখ্যায়
পুরস্কার পেলো যারাÑ
১. খন্দকার সাজু আহমেদ, ধুনট, বগুড়া
২. সোহেল রানা, বুড়িচং, কুমিল্লা
৩. সেলিম মিয়া, কাপাসিয়া, গাজীপুর
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ