বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা নভেম্বর ২০১৯

আগস্ট ২০১৯ সংখ্যার সমাধান ১. সাইট্রিক এসিড ২. কবি আল মাহমুদ ৩. সূরা মায়েদা- আয়াত নং-৬ ৪. সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ৫. ১৯৬৯ সালে ৬. কাজী নজরুল ইসলাম ৭. আবুজার ও নায়েরা ৮. তিন প্রকার ৯. জেনেভা, সুইজারল্যান্ড ১০. দ্বিতীয়।

নভেম্বর ২০১৯ সংখ্যার প্রশ্ন ১. কিসের ফুলে শিশির বিন্দু ঝিকমিক করে? ২. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হবে? ৩. আল কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে মশার কথা বলা আছে? ৪. ‘দাদুর কিস্সা’ কোন কবির রচনা এবং তার মৃত্যুবার্ষিকী কত তারিখে? ৫. নামাজের সময়সূচি আমাদের কে জানিয়ে দিয়েছেন? ৬. ‘গাছেরও প্রাণ আছে’ কে বলেছেন? ৭. জর্দানের রাজধানী ও মুদ্রার নাম কী? ৮. হিরোশিমায় আণবিক বোমা ফেলা হয়েছিল কত সালে কত তারিখে? ৯. আব্রাহাম লিঙ্কন কত বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? ১০. ‘আমি হবো সকাল বেলার পাখি’ কোন কবির রচনা? (সবগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিশোরকণ্ঠ অক্টোবর ২০১৯ সংখ্যায়)

আগস্ট ২০১৯ সংখ্যার সঠিক উত্তরদাতা গাজীপুর : ইব্রাহিম খলিল, রাকিব, তারেক, ফাহিম আল ফাত্তাহ, আল আমিন, সিফাত হোসেন, মোছা: রীদি আক্তার, মাহিম, আব্দুল গফুর, সুমাইয়া আক্তার, মারজিয়া আক্তার, হাফসা খাতুন, মাহমুদা আফরোজ মোহনা, শ্রীপুর, ইমরান হোসাইন, আয়েশা আক্তার, বিথী আক্তার, রেজাউল করিম, মুস্তাফিজুর রহমান, রহিমা আক্তার, আল আমিন হোসেন, নাহিদ, জাহিদুল ইসলাম, কালিয়াকৈর, ঐ। ঢাকা : তারেক বিন তাইবুর, মতিঝিল; শামীম হোসেন, আয়নাল, উত্তরা; মো: আব্দুল্লাহ, আরিফ হোসেন, আব্দুর রহমান, সবুজবাগ, বিল্লাহ হোসাইন, ইমরান হোসাইন, তাবিব রহমান, ডেমরা; মো: হাসিবুর রহমান, আলভি রহমান, শাহ আলম, তরিবুল ইসলাম, মাসুম বিল্লাহ সাভার, আবু সাঈদ, তারেক হাসান, আব্দুর রহমান, যাত্রাবাড়ী, ঐ। ঝিনাইদহ : সাইদুর রহমান, ইশতিয়াক হোসেন, রফিকুল ইসলাম, শফিকুর রহমান, পারভেজ হোসেন, তামীম হোসেন, জাহিদ হাসান, সদর; ঐ। সাতক্ষীরা : রাবেয়া বেগম, উম্মে তাহেরা, আল মামুন মুন্না, রাজিব হোসেন, মনিরুল ইসলাম, শাহরিয়ার নাজিম ইমন, আবু বক্কর সিদ্দিক, আব্দুল আজিজ, আরিফ বিল্লাহ, এম আর সানি, হাবিবুল ইসলাম, সাইফুর রহমান, সাইদুজ্জামান, আকবর হোসাইন, শাহিনুর রহমান, মো: আল-ইমরান, রবিউল ইসলাম, ফরহাদ হোসেন, খালিদ হাসান, আবু সাঈদ, আরমান হোসেন, আল শাহরিয়ার, সাবির হোসেন, সদর, ঐ। কুমিল্লা : জান্নাতুন নূর ফাহিমা, তামান্না তাসনুভা, বুড়িচং, আবু তালহা, সাইফুল্লাহ, তারিক বিন হাসান, আব্দুর রহিম, আব্দুল হান্নান, গোলাম কিবরিয়া, চৌদ্দগ্রাম, নাজমুস সায়াদাত, আব্দুল্লাহ, মো: আবু সাঈদ, মাহবুবুল আলম, রাশেদুল ইসলাম, মোঃ রমজান, মহিউদ্দিন সাঈদী, মাজেদুল ইসলাম, তারিকুল ইসলাম, ইয়াসিন আরাফাত সিয়াম, আরিফুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, সুমাইয়া খানম আয়েশা, মনসুর আলী, মো: মারুফ হোসেন, সাকিবুল হাসান, মোহাম্মদ মহিবুল্লাহ, মেহেদী হাসান সৌরভ, মো: ইমন, আশরাফুল আমিন রাফি, মরিয়ম খানম, তানজিল মোহাম্মদ তামিম, সিয়াম মো: হামিম, ফাহিম মুনতাসির, আদিবা মুরাদনগর, ঐ। নোয়াখালী : আনোয়ার হোসেন বিপ্লব, মশিউর রহমান আসিফ, তাওহীদ হাসান তামিম, রিয়াজ উদ্দিন, মহিউদ্দিন, আব্দুল ওয়াহাব, আব্দুর রহিম, মেহরাজ আলম, আকরাম হোসেন সোহায়েব, তাহামিদ উস সালিহীন, সাজেদা আক্তার সাজু, কামরুল হাসান, মাহমুদুল হাসান, সদর নোয়াখালী; তাওহীদ হাসান তামিম, শাহরিয়ার সাকিব, মোহাম্মদ হাসান, আলফাজ উদ্দিন মিলাদ, আনোয়ার হোসেন বিপ্লব, রিয়াদ হোসেন, আলমাস হোসেন রাহাত, খাদিজা আফরিন জিতুন, তাহামিদুস সালিহীন, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান, মোহাম্মদ রিয়াজ, মোহাম্মদ আলী রায়হান, আহমেদ ইমতিয়াজ, আব্দুর রহমান ফয়সাল, সাইফুল্লাহ মুনির, আরাফাতুর রহমান, সদর, ঐ। মৌলভীবাজার : হোসাইন মোহাম্মদ আলমগীর, আবু মুসা মুহাম্মদ মফিজ উদ্দিন, মোহাম্মদ জামিল হোসেন, মোহাম্মদ ছালিক আহমেদ, শ্রীমঙ্গল, নাজমুল হুদা, আল তাহমিদ হাসনাত, শাহরিয়ার আহমদ রুহান, ইমা বেগম, রুবিনা বেগম, শাহ আলম, দেলোয়ার হোসেন, রুবিনা বিনতে জামাল, আলী আকবর, ফেরদৌস জান্নাত সামা, মারুফ আহমদ, আব্দুল্লাহ আউয়াল, সাব্বির আহমদ, বিয়ানীবাজার, ঐ। রাজশাহী : উম্মে সালমা ফারিহা, সাদিয়া নাসরিন শিফা, আতোয়ার রহমান, জায়েদ আল আহনাফ, বাগমারা, ঐ। কুড়িগ্রাম: মাগফিরাত আহমেদ মারুফ, মোহাম্মদ মিজানুর রহমান, ভুরুঙ্গামারী, ঐ। চাঁপাইনবাবগঞ্জ : মো: আতিকুর রহমান, আব্দুল কাদের, আসমাউল হক, রবিউল আউয়াল, সুলতান মাহমুদ, শিবগঞ্জ, ঐ। খুলনা : আহমেদ জাবের, আব্দুল গাফফার, মোহাম্মদ আবদুল গফুর, মরিয়ম খাতুন, মাহফুজুর রহমান, মাহমুদুর রহমান, হাসিবুর রহমান, আহম্মেদ মুসা, মাহমুদ বিল্লাহ, মোস্তাফিজুর রহমান, নাঈম তালুকদার, শরিফুল ইসলাম, মাসুদুর রহমান, মোহাম্মদ ইসহাক, ফারিহা তাবাসসুম, সোনাডাঙ্গা, ঐ। চট্টগ্রাম : নুরুল কাদের, মুনতাসির সাঈদ, ফয়সাল করিম, মোহাম্মদ ইমরান, বাঁশখালী আবু দাউদ মো: ফুয়াদ, লোহাগাড়া, ঐ। সিরাজগঞ্জ : খাদিজাতুল কোবরা ওমামা, ইব্রাহিম খলিলুল্লাহ, মেহেদী হাসান সৌরভ, এনায়েতপুর, ঐ। অন্যান্য জেলা : জে এইচ তামিম রামু, কক্সবাজার; আরিফুল ইসলাম ধামরাইয়ে হাট নওগাঁ; খাদিজাতুত তাহিরা, নালিতাবাড়ী শেরপুর; জাকিয়া ফারহানা, আব্দুল্লাহ আল মামুন, দেওয়ানগঞ্জ, জামালপুর; আজিমুন্নেসা, ফাতেমা আক্তার, হরিপুর ঠাকুরগাঁও; ওসামা বিন শফিউল্লাহ, লাকসাম, কুমিল্লা; মো: হাসান, জাহিদ হাসান, মেহেদী হাসান, রায়পুর, লক্ষ্মীপুর।

এ মাসে পুরস্কার পেলো যারা ১. ইব্রাহিম খলিল, শ্রীপুর, গাজীপুর ২. তারেক বিন তাইবুর, মতিঝিল, ঢাকা ৩. সাইদুর রহমান, সদর, ঝিনাইদহ

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ