বলতে পারো

বলতে পারো

প্রচ্ছদ রচনা ডিসেম্বর ২০১৯

সেপ্টেম্বর ২০১৯ সংখ্যার সমাধান ১. সূরা ফিল ২. দুবাই, সংযুক্ত আরব আমিরাত ৩. দক্ষিণ আফ্রিকার, ইমরান তাহির ৪. আইজ্যাক নিউটন ৫. তুরস্ক ৬. ১৯৮২ সালে ৭. ময়মনসিংহ ৮. যে হাদিসের বর্ণনা সূত্র রাসূল সা. পর্যন্ত পৌঁছেছে ৯. হাকিমপুর দিনাজপুর ১০. ৪৯তম।

ডিসেম্বর ২০১৯ সংখ্যার প্রশ্ন ১. মহানবী সা.-এর প্রিয় রঙ কী ছিল? ২. ছোটবেলা থেকেই বিশ্বভ্রমণের ইচ্ছা ছিল কোন বিখ্যাত পর্যটকের? ৩. হাঁচিদাতাকে ‘আলহামদুলিল্লাহ’ বলতে বলেছেন কে? ৪. পৃথিবীতে কত প্রজাতির স্বাদুপানির ডলফিন পাওয়া যায়? ৫. তুর্কমেনিস্তানের রাজধানীর নাম কী? ৬. বিল গেটসের সঞ্চিত সম্পদের বর্তমান বাজারমূল্য কত মার্কিন ডলার? ৭. ভারতবর্ষে প্রথম ইসলামের মশাল কে জ্বালাতে সক্ষম হয়েছিল? ৮. সন্ধ্যা নামার সাথে সাথে শালিকের দল কোন গাছের ডালে জড়ো হতো? ৯. স্বয়ং আল্লাহ কার নামে দরুদ পড়েন? ১০. জাপানে কতটি বিমানবন্দর রয়েছে এবং আইনসভার নাম কী? (সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে কিশোরকণ্ঠ নভেম্বর ২০১৯ সংখ্যায়)

সেপ্টেম্বর ২০১৯ সংখ্যার সঠিক উত্তরদাতা বাগেরহাট : সাইফুল্লাহ সাবিত, সদর; মোঃ তৌহিদুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, মারুফ বিল্লাহ, লিজা আক্তার, মোরেলগঞ্জ; ঐ। কুড়িগ্রাম: শেখ মামুন হাসান, আশরাফুল আলম, ফুলবাড়ী; কে এম মামুন-উর-রশিদ, মিজানুর রহমান, শিহাব উদ্দিন, রাজারহাট, ঐ। দিনাজপুর: আহসানুল হক সুমন, মো: মিজানুর রহমান, আব্দুর রহমান, তারেক হাসান, রফিকুল আলম, তালহা জোবায়ের, আব্দুল হাকিম, বিরামপুর, ঐ। মৌলভীবাজার : তালহা হাবিব বখশ, সুলতানপুর; দুর্জয় দত্ত প্রহর, আক্তারুল হক, মিজানুল হক, তওয়াহিদুল আহমদ, হোসেন মোহাম্মদ আলমগীর, ইমরান আহমদ, মোহাম্মদ সালেহ আহমদ, শাহিন আহমদ, তালহা হাবিব, আমাতুর রহমান উমামা, সদর, ঐ। নোয়াখালী: মোঃ মেহেদি হাসান হৃদয়, শাহাদাত হোসেন শাকিল, কামরুল হাসান, এন এ রাশেদ, মাইজদি; আকরাম হোসেন সোহাগ, চরজব্বর; লিপি আক্তার রুমা, চাটখিল; এম সাইফুর রহমান জিহাদ, সাব্বির আহমেদ রাজসান, নাসির আলম রাশেদ, সাকিবুল ইসলাম, মোবারক হোসেন নিলয়, মশিউর রহমান রাফি, রাশেদ সালেহীন সিফাত, আনোয়ার হোসেন বিপ্লব, সদর; ঐ। কুমিল্লা: মোঃ মাহমুদুল হাসান, মুজাহিদ হোসেন, আবু সায়েম, মোহাম্মদ ইমন, ইসরাফিল হোসেন, নাঙ্গলকোট; ইয়াসিন আরাফাত, মুরাদগঞ্জ; বোরহান উদ্দিন মজুমদার, আব্দুল কাদের রাব্বি, হাসিবুল হাসান নাঈম, পারভেজ হোসেন, চৌদ্দগ্রাম; আকরাম হোসেন, দেবিদ্বার; সানজিদা আক্তার, সদর, ঐ। চট্টগ্রাম: আব্দুল্লাহ মহাম্মদ ত্বোয়াসিম সিদ্দিকী, ইলমা আয়না সিদ্দিকা, চাঁদগাঁও; নুসাইবা হুসনা নোহা, চুনতি; মোহাম্মদ আরাফাত, বাঁশখালী; ঐ। গাজীপুর: রেজাউল করিম রাব্বী, আয়েশা আক্তার, রহিমা আক্তার, আমেনা আক্তার বীথি, আল-আমিন হোসেন, জাহিদ হাসান, কালিয়াকৈর; ফাহিম আল ফাত্তাহ, আব্দুল গফুর, রাকিবুল ইসলাম, সুমাইয়া আক্তার, মর্জিয়া আক্তার, শ্রীপুর; মো: তানজিল প্রধান, সিফাত হোসেন, ফয়সাল আহমেদ, আব্দুল মমিন, আশিকুর রহমান, সদর; ঐ। জামালপুর : মোঃ রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, ওমর ফারুক, শিথিল, ছাবিদ হোসেন, আব্দুল আজিজ, আশরাফুল আইয়ুব বিন বেলাল, দেওয়ানগঞ্জ; ঐ। সিলেট: মারুফ আহমেদ, রেদোয়ান আহমেদ, জালালাবাদ, আবু বক্কর সিদ্দিক মুরাদি, বিয়ানীবাজার; ঐ। ফেনী: আবু বক্কর সিদ্দিক, আরাফাত শিহাব, আফতাহি আহমেদ মাহমুদ মাহাদি, ফুলগাজী; ঐ। ঠাকুরগাঁও: রাব্বি কায়সার, রিপন রানা, শাহরিয়ার লাবিব, মুক্তারুল ইসলাম মুক্তা, রানিশংকেল, ওয়ায়েজ আলি ইয়াসিন বালিয়াডাঙ্গা, ঐ। চাঁপাইনবাবগঞ্জ: গোলাম রব্বানী, মুকসেদুল ইসলাম গোমস্তাপুর, ঐ। সুনামগঞ্জ : শাবানা আক্তার দিরাই, কুলসুমা বেগম জগন্নাথপুর, ঐ। লক্ষ্মীপুর: রেদোয়ান হোসেন সদর, রাফায়েত হোসেন সুমন, রামগঞ্জ, ঐ। জয়পুরহাট: নিশাত তাসনিম রিচি, রনি শিকদার, সোহরাব হোসাইন, পাঁচবিবি, ঐ। অন্যান্য জেলাসমূহ: রায়হানুল ইসলাম, হাসিবুর রহমান, সাভার, ঢাকা; জায়েদ আল আহনাফ, বোয়ালি, রাজশাহী; সোহাগ হোসেন, পত্নীতলা, নওগাঁ; আবুল হাসনাত নবীন, বোরহানউদ্দিন, ভোলা; ইমতিয়াজ মোঃ নাহিদ, ফরিদগঞ্জ, চাঁদপুর; অলিউল্লাহ, সদর, সাতক্ষীরা; ফজলুল হক রুমান, সোনাতলা, বগুড়া; মোঃ শাকিল আহমেদ, শাহজাদপুর, সিরাজগঞ্জ; মোঃ মাহফুজুর রহমান খান, হোসেনপুর, কিশোরগঞ্জ; এম এম আজিজুল ইসলাম, সোনাডাঙ্গা, খুলনা; আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

এ মাসে পুরস্কার পেলো যারা ১. সাইফুল্লাহ সাবিত, সদর; বাগেরহাট ২. শেখ মামুন হাসান, ফুলবাড়ী, কুড়িগ্রাম ৩. আহসানুল হক সুমন বিরামপুর, দিনাজপুর

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ