বলতে পারো নভেম্বর ২০১৩

বলতে পারো নভেম্বর ২০১৩

প্রচ্ছদ রচনা নভেম্বর ২০১৩

সেপ্টেম্বর মাসের প্রশ্নের সঠিক জবাব ১. হামিংবার্ড ২. কবিরা গুনাহ ৩. অ্যাটর্নি জেনারেল ৪. অ্যালবুমিন ৫. ১৯৫৫ সালে ৬. ১লা মে ৭. ৮২ বার ৮. কিরামান কাতিবিন ৯. ভাইরাস ১০. হজরত ইবরাহিম (আ)। নভেম্বর মাসের প্রশ্ন ১.    কাশফুল ফোটে কোন ঋতুতে? ২.    রক্তের লাল কণিকাকে কী বলে? ৩.    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? ৪.    ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর জন্ম কত সালে? ৫.    কুমিল্লার প্রাচীন নাম কী? ৬.    নারিকেল জিঞ্জিরা বলে কোন দ্বীপকে? ৭.    ময়মনসিংহ কোন পাহাড়ের পাদদেশে অবস্থিত? ৮.    নেবুলা মহাজগতের কিসের নাম? ৯.    হজরত মূসা (আ) আল্লাহর সাথে কথা বলেন কোন পাহাড়ে? ১০.    বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? সেপ্টেম্বর মাসের সঠিক জবাবদাতা খুলনা : মাহবুবুর রহমান হৃদয়, কয়রা; আরিফা খাতুন, ঐ; রোকেয়া খাতুন, ঐ; আশিকুজ্জামান রাজু, ঐ; আতিকুজ্জামান, ঐ; হুজ্জাতুল্লাহ, ঐ; শারমিন আক্তার সুমি, ঐ; মাহফুজা সুলতানা, ঐ; আবু বকার সিদ্দিক, পাইকগাছা; তানভীর রহমান ইমু, খালিশপুর; সালাউদ্দীন শারাফাত, ঐ; আদিবা জামান, ঐ; তাহিরা সিদ্দিকা, সদর, ফারিহা সাদিয়া, ঐ। গাজীপুর : সেলিম মিয়া, কাপাসিয়া; আব্দুল কুদ্দুস, ঐ; আবদুল মতিন, ঐ; তৌফিক আহমেদ, ঐ; সোহান ভুঁইয়া, ঐ; আবিদা সুলতানা, ঐ; আনিসা সুলতানা, ঐ। কুমিল্লা : হযরত আলী, সদর; তানভীর আহম্মদ ভূইয়া, ঐ; দেলোয়ার হোসেন, সদর দক্ষিণ; সুমাইয়া জাহান, চৌদ্দগ্রাম, রেশমা আক্তার, মুরাদনগর; আয়েশা আক্তার, ঐ; আবদুল কাদের, ঐ; আসিফ আবদুল্লাহ, ঐ; আবু তাহের মিসবাহ, ঐ; সাইদুর রহমান, ঐ; বিলকিস আক্তার, ঐ।  যশোর : জাকির হোসেন জীবন, মনিরামপুর; সুমাইয়া খাতুন, ঐ; মামুনুর রশিদ, ঐ; মাসুম বিল্যাহ নয়ন, বাগারপাড়া। কুষ্টিয়া : ইয়াফাত হোসেন, সদর; রুকাইয়া খাতুন, খোকসা; ওমর আলী, ঐ; রিক্তা খাতুন, ঐ; নুসরাত জাহান জ্যোতি, ঐ; হযরত আলী, ঐ। নোয়াখালী : লাইলুন নাহার রেশমী, সেনবাগ; মুহাম্মদ ইউসুফ নবী, ঐ; জাকারিয়া, ঐ; খাদিজা আক্তার, ঐ; ইলিয়াছ, ঐ। ঢাকা : রেদওয়ান মো: নুরুল্লাহ, কাফরুল; দাউদুর রহমান, উত্তরা; সিবগাতুল্লাহ জুন্নুন, যাত্রাবাড়ী; সাবিহা গুলশান, মধ্য বাসাবো; ফারিহা জাহান, ঐ। সাতক্ষীরা : আশরাফুল আলম, আশাশুনি; হুসনে জান্নাত খুশি, কালিগঞ্জ; শেখ আজমল হোসেন, সদর। চাঁপাইনবাবগঞ্জ : মোনেম শাহরিয়ার মীম, শিবগঞ্জ; সাইফ আহম্মেদ, ঐ; দিদার আফ্রিদি, ঐ; মোহাম্মদ সাকিফুর রহমান, ঐ। অন্যান্য জেলা : মারজিয়া খাতুন বন্যা, সদর, পাবনা; মাহবুবুর রহমান সাগর, ঐ; সোহানুর রহমান, শৈলকুপা, ঝিনাইদহ; তাজনুর ইসলাম, ঐ; সোহানুর রহমান সোহান, গোদাগাড়ী, রাজশাহী; মোহসীন মন্ডল, সদর, জয়পুরহাট; শেখ সাদী বিন সালাম, পীরগঞ্জ, ঠাকুরগাঁও; হাফেজ মো: আল আমিন ডিমলা, নীলফামারী; খন্দকার সাজু আহমেদ, ধুনট, বগুড়া; মেহেদী হাসান তারেক সরকার, সাদুল্লাহপুর, গাইবান্ধা; মনিরুজ্জামান, সদর, দিনাজপুর; মোস্তফা কামাল, সদর লক্ষ্মীপুর; সাদিক আল আসাদুল্লাহ, সদর, নরসিংদী; জ্যোতি বিশ্বাস, সদর, পিরোজপুর। এ মাসে পুরস্কার পেল যারা ১.    সুমাইয়া জাহান, চৌদ্দগ্রাম, কুমিল্লা ২.    মুহা. হুজ্জাতুল্লাহ, কয়রা, খুলনা ৩.    মো: সোহানুর রহমান সোহান,     গোদাগাড়ী, রাজশাহী।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ