বলতে পারো মার্চ ২০১৫

বলতে পারো মার্চ ২০১৫

প্রচ্ছদ রচনা মার্চ ২০১৫

জানুয়ারি ২০১৫ সংখ্যার সঠিক জবাব ১. লবণাক্ত ২. সিলেট ৩. হযরত আলীর ৪. মোবাইল ফোনে ৫. ফরজে কেফায়া ৬. উট ৭. টুনটুনি ৮. সূরা ফাহিতা ৯. কবি কাজী নজরুল ইসলাম ১০. কবি মতিউর রহমান মল্লিক। মার্চ ২০১৫ মাসের প্রশ্ন ১.    আল ফুরকান বলে কোন পবিত্র গ্রন্থকে? ২.    রাসূল (সা) কত বছর বয়সে নবুওয়ত লাভ করেন? ৩.    সৃষ্টির সেরা জীব কোন প্রাণীকে বলা হয়? ৪.    কোন প্রাণীর মাথায় গাছের ডালের মত শিং থাকে? ৫.    বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী? ৬.    কোকিল কোথায় ডিম পাড়ে? ৭.    বাংলাদেশে পাহাড়ঘেরা বিশ্ববিদ্যালয় কোনটি? ৮.    কোন উপগ্রহের আলোতে রাত আলোকিত হয়? ৯.    হাম্বা বলে ডাকে কোন পশু? ১০.    কোন দেশ হিন্দুস্তান নামে পরিচিত? জানুয়ারি ২০১৫ মাসের সঠিক জবাবদাতা চাঁপাইবাবগঞ্জ : গোলাম কিবরিয়া, সানজিদ আলী, শফিক এনায়েতুল্লাহ, তোহরুল ইসলাম সোহেল, সুমন হোসেন, ফাহিমা সুলতানা ছন্দা, গোলাম মোস্তফা, সিবগাতুল্লাহ, উসামা বিন হাসান, আমিরুল ইসলাম, নাহিদ আহমেদ রেজোয়ান, আনসারুজ্জামান সিয়াম, শাহাদাত আলী, মানযির মুহিব, নূর মোহাম্মদ শিশির, রিয়াজুল জান্নাহ, রফিকুল ইসলাম মাহমুদা আক্তার, মাহফুজা ইসলাম, খালিদ আলী, রিদওয়ান আলী, তামান্না তাবাসসুম, হিমেল মোল্লাহ, ইরানি আক্তার রিনা, আল আমিন হোসেন, আতিয়া আমিন রিশা, সাজেদা খাতুন, এসহাক, মন্ডল, জয়নব আরা বিবি সারফান, জোসনা খাতুন, লিজা আক্তার, ওসমান আলী, সুলতানা আক্তার প্রিয়া, শামীম হোসেন, মায়িশা ফারজানা পুষ্প, সাদিয়া, আফরোজ বৃষ্টি, আহমাদুল্লাহ মাসুম, কাইয়ুম হোসেন, মতিউর রহমান, আয়েশা খাতুন, মানজুরা ফেরদৌস, মাহমুদা ফেরদৌস, তামিম বিল্লাহ, মানুয়ার মাহমুদ, ওবাইদুর রহমান, আব্দুল্লাহিল কাফী, মদুদ, হাসিদুর রহমান, আশিকুর রহমান, হাসান আতিকুল্লাহ, প্রান্ত, আফসানা মিমি, মেহেদী হাসান টনি, মারুফ আলী, রিফাত, আলী, আমজাদ আলী, সাইদ আলী, সাদিক হাসান সিয়াম, মাহির মুশআর, নূর আলী, নাজমুস সাকিব, আরাফাত হোসেন, জয়, আশরাফ আলী, তাসনিমা খাতুন নির্জন, মরিয়ম নিসা, হৃদয় খান, সাবিনা ইয়াসমিন, শেখ হাসিনা, শহিদুল ইসলাম, আসাদুজ্জামান শামীম, খাদিজাতুল কুবরা, মিজানুর রহমান মিলন, আখতার হোসেন, আজাদ, আল হেলাল, মাহমুদুল্লাহ, লিয়াকত আলী, জিনাত সুলতানা পপি, নজরুল ইসলাম, সিবগাতুল্লাহ, জাকিয়া সুলতানা, আম্বিয়া খাতুন, মুহাইমিন ইসলাম, গোলাম কিবরিয়া, তানিম মাহমুদ, আওয়াল আলী, সাইফুর রহমান সজল, হাফিজুর রহমান আরিফ, রেজোয়ান আলী, আবদুল জব্বার, শাউন আলী, মইন আলী, মানিক, ওবাইদুল্লাহ, আবদুল বারি, আপেল মাহমুদ সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর। অন্যান্য জেলা : নাবিহা তাসিন, গোড়ান, ঢাকা; মনিরুল ইসলাম, সদর, বাগেরহাট; ইয়াহিয়া হোসাইন, সদর, খুলনা; বেলাল হোসাইন, ঐ। পুরস্কার পেলো যারা ১.    নাবিহা তাহসিন, গোড়ান, ঢাকা ২.    মো: খালিদ আলী, সদর, চাঁপাইনবাবগঞ্জ ৩.    মো: ইয়াহিয়া হোসাইন, সদর, খুলনা

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ