বসন্তে

বসন্তে

ছড়া-কবিতা মার্চ ২০১৩

বেণী মাধব সরকার

বসন্তেরই পরশ পেয়ে
কানন উচাটন
সুবাস মাখা দখিন হাওয়া
বয় যে অনুক্ষণ।
ফুলের বনে ফুল কলিরা
মেলছে শত দল
প্রজাপতির রঙিন পাখা
করছে ঝলোমল।
নীল আকাশে সূর্য হাসে
দিনের মহারাজ
জোছনা রাতে পূর্ণিমা চাঁদ
পরে রঙিন সাজ।
আকাশ বাতাস মুখর করে
পাখিরা গায় গান
রাখাল রাজা বাঁশির সুরে
আকুল করে প্রাণ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ