বিজয় হাসে ঐ আকাশে

বিজয় হাসে ঐ আকাশে

আমাদের কথা কিশোরকণ্ঠ ডেস্ক ডিসেম্বর ২০২৩

প্রাণপ্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম।

আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছো।

১৬ ডিসেম্বর বিজয় দিবস। দিনটির কথা মনে আছে তো? কেন থাকবে না! ঐতো বিজয় হাসে নীল আকাশে! 

বিজয়! জানই তো কত রক্ত, কত ত্যাগ আর সংগ্রামের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের প্রাণপ্রিয় দেশটির স্বাধীনতা। এই বিজয়ের আনন্দই যে আলাদা! আমরা বিজয় লাভ করেছি। দেশের স্বাধীনতা অর্জন করেছি।

এখন এসো, আমাদের এই স্বপ্নের দেশটিকে সোনার দেশে পরিণত করার জন্য সকলেই আত্মনিয়োগ করি। আমরা দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠি।

বছরের শেষ মাস ডিসেম্বর। এর মধ্যেই তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে। ফলাফলও পেয়ে গেছ! আশা করি সবাই ভালো রেজাল্ট করেছ!

পরীক্ষার পর কিছুটা সময় অবসর পাওয়া যায়। এ সময়টাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সময়টাকে যথাযথভাবে কাজে লাগাতে পারো। যারা শহরে বাস করো, তারা এ সময়ে নিজের গ্রাম থেকে ঘুরে আসতে পারো। কিংবা যেতে পারো অন্য কোথাও নান্দনিক ভ্রমণে। প্রকৃতির খুব কাছাকাছি। আবার তারই মাঝে পরবর্তী বছরের লেখাপড়ার প্রস্তুতিও নিতে পারো। সেই সাথে ভালো ভালো বইগুলো মনের মতো করে পড়তে পারো। যে বই পড়লে জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নেয়া যায়, সেই রকম বই নির্বাচন করে পড়া দরকার। তাহলে জীবন, জগৎ ও মহাবিশ্ব সম্পর্কেও ধারণা লাভ করা সম্ভব।

এসো, আমরা সময়টাকে অলসভাবে কাটিয়ে না দিয়ে প্রকৃত অর্থে আল্লাহর দেয়া এই নিয়ামতকে যথাযথভাবে কাজে লাগাই।

আজ এ পর্যন্তই!

আল্লাহ হাফিজ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ