বৃষ্টি দিনে

বৃষ্টি দিনে

ছড়া-কবিতা আবুল হোসেন আজাদ জুলাই ২০২৩

ধূসর মেঘের শামিয়ানায়

সারা আকাশ ছাওয়া, 

সঙ্গে তারই বৃষ্টি নূপুর

দমকা ঝোড়ো হাওয়া। 


অঝর ধারায় বৃষ্টি পড়ে

সকাল দুপুর সন্ধ্যে ধরে

বৃষ্টি বাধায় খেলতে মাঠে 

হয় নাতো তাই যাওয়া। 


জুঁই কামিনী কদম ফোটে

সুরভি তার বায়ে ছোটে

মন খুশিতে মেতে ওঠে

অনাবিল এক পাওয়া। 


মা যে রাঁধেন রান্নাঘরে 

নিজের হাতে যত্ন করে

গরম গরম ডিম খিচুড়ি

তাই তো যে হয় খাওয়া। 

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ