ভাই হারানোর শোক

ভাই হারানোর শোক

ছড়া-কবিতা তমসুর হোসেন ফেব্রুয়ারি ২০২৪

বনের কাছে যেয়ে দেখি 

নীরব বনের পাখি :

‘আজ সকালে ও পাখি সব 

খুশির খবর নাকি?’

বলল তারা, ‘কোথায় খুশি

অশ্রু পারাবার,

ভাই হারানোর গভীর শোকে 

দারুণ হাহাকার।’


দেখতে পেলাম যাচ্ছে বয়ে 

ক্লান্ত একটি নদী 

আপনমনে ঢেউ ছলছল 

নিঝুম নিরবধি,

আমার সাথে বলতে কথা

ঝরল চোখের জল 

শুনতে পেলাম অথৈ বুকে 

ব্যথার কোলাহল।


ফুলের বনে শুনতে পেলাম 

কাঁদছে রঙিন ফুল 

কাঁদছে মাঠের সবুজ রেখা 

বিজন বটের মূল,

সকালবেলা শান্ত রবির 

অশ্রুভেজা চোখ 

ভাই হারানোর কষ্ট মেখে 

মলিন ভুবনলোক।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ