ভাদ্র মানে

ভাদ্র মানে

ছড়া-কবিতা মহিউদ্দিন বিন জুবায়েদ আগস্ট ২০২৩

ভাদ্র মানে ঝলমলে চাঁদ
দূর আকাশে ওই
ভাদ্র মানে হাজার তারার
ফুটছে যেন খই।

ভাদ্র মানে মেঘ বালিকা
পালায় দূরে দূর
ভাদ্র মানে নদীর তীরে
অজানা এক সুর।

ভাদ্র মানে পল্লী গাঁয়ে
তালের পিঠা ধুম
ভাদ্র মানে ফুলের গন্ধে
কেড়ে নেওয়া ঘুম।

ভাদ্র মানে দখিন বায়ু
দোলায় কাশের ফুল
ভাদ্র মানে পাখ-পাখালির
কিচিরমিচির বোল।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ