ভাবনা

ভাবনা

ছড়া-কবিতা নাসির নজিরী ডিসেম্বর ২০২৩

এসব নিয়ে চিন্তা কর
এসব নিয়ে ভাবো
কোথা থেকে এলাম আমি
কোথায় আবার যাবো।

আজকে আমি খাচ্ছি যেসব 
কালকে কিযে খাবো
কে দিয়েছে কেইবা দেবেন
এসব নিয়ে ভাবো। 

এইযে আকাশ এইযে বাতাস
এইযে পাখির গান
ওই সুদূরে চলে যাওয়া 
নদীর কলতান। 

এইযে মায়ের বাপের আদর
এই যে সুখে থাকা 
এই ঘরেতে বসত করে
মায়ায় ভরে রাখা।

এসব নিয়ে চিন্তা কর 
এসব নিয়ে ভাবো 
কোথা থেকে এলাম আমি 
কোথায় আবার যাবো।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ