ভাল্লাগেনা । কে জি মোস্তফা

ভাল্লাগেনা । কে জি মোস্তফা

ছড়া-কবিতা জুন ২০১৯

সবকিছুতে কেবল মানা
চোখ রাঙানি শাসন নানা।

মনের সুখে ছুটোছুটি
একটু না হয় লুটোপুটি।
অমনি মায়ের মেজাজ কড়া
চক্ষু যেন ছানাবড়া।

চকলেট খেলে দাঁতে পোকা
আইসক্রিমে শুধুই ধোঁকা।
চটপটি আর আচার খেলে
অংকে নাকি আণ্ডা মেলে!

একটুখানি জোরে হাসি
তাতেই নাকি বাড়ে কাশি।
খাওয়ার সময় কথা বলা
বাজে অভ্যেস নিয়ে চলা।

উঠতে বসতে কেবল মানা
খেলতে মানা গাইতে মানা।
টিভি দেখবো তাতেও মানা
ভাল্লাগেনা নিষেধ নানা।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ