ভোরের পাখি

ভোরের পাখি

ছড়া-কবিতা ইমরোজ আহসান খান আগস্ট ২০২৩

ভোরের পাখি ভোরের পাখি

দাও খুলে দাও তোমার আঁখি,

ফজর এলো গাঁয়,

প্রভুর প্রেমের জান্নাতি সুর

যায় ভেসে যায় দূর বহু দূর

ঘুমেরও পাড়ায়॥


ঝিরি ঝিরি শীতল হওয়া

সবুজ কোমল ঘাস

শিশির কণাও আজান শুনে

করে যে উল্লাস।

নরম ঘাসে নাওরে মেখে

অজু পানি পায়॥


ফেরদাউসের পাখিগুলো 

উড়ে উড়ে ডাকে,

কী অভাগা সেই প্রিয়জন

ঘুমিয়ে যে থাকে।


হেরার ফুলের সুরভি সুর

হৃদয় বীণার গান

এক কাতারে দাঁড়িয়ে তার

সুধা করো পান

জীবন গড়ো তার আলোকে

সময় বয়ে যায়॥

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ