মনে বড় হও -মোশতাক বিন নূর

মনে বড় হও -মোশতাক বিন নূর

ছড়া-কবিতা আগস্ট ২০২০

সফদার নাম তার
ইয়া বড় মালদার
যশ-খ্যাতি ছুঁই ছুঁই আকাশে
সম্পদ গলাতক
তবু সুখ পলাতক
মন পোড়া ঘ্রাণ ছুটে বাতাসে।

খুব বেশি ভাব নাই
মিছে বলে লাভ নাই
চলাফেরা জিরজিরে পোশাকে
অর্থের লোভ নাই
কারো প্রতি ক্ষোভ নাই
কেন জানি ঘৃণা করে ভূষাকে।

সারাদিন মুখভার
চিত্রটা রোজকার
হাসি নেই গোলগাল চেহারায়
আছে বুঝি অভাবে
নাকি ধুঁকে স্বভাবে
কেউ রাখে চোখে চোখে পাহারায়।

সম্মানে পিছে নয়
যশ-খ্যাতি মিছে নয়
প্রাচুর্যে দেশ সেরা মহাজন
মনে কোন দুখ নেই
তবু কেন সুখ নেই
কেন তবে মনে এই বিভাজন?

শেষমেশ সফদার
পেয়ে গেছে উত্তর
‘ধনে সুখ’ মিছে এই উক্তি
বড় যদি হতে চাও
ধনে নয়, মনে হও
তাহলেই পেতে পারো মুক্তি।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ