মেঘ বলেছে - আতিফ আবু বকর

মেঘ বলেছে - আতিফ আবু বকর

কবিতা ডিসেম্বর ২০১৯

মেঘ বলেছে - আতিফ আবু বকরমেঘ বলছে আয় বেড়াতে
বাঁশ বাগানের দিক,
আজকে রোদের মুখ এঁটেছি
হবে না ঝিকমিক।

থাক তাকিয়ে এক নাগাড়ে
দেখতে আমার চল,
কেমন করে টলমলিয়ে
চলি যে ছলছল।

আরে বোকা ভাবিস বুঝি
আকাশ আমি ছুঁই,
না, আকাশের ত্রিসীমানায়
নেই তো আমার ভুঁই।

আমি কেবল বিষ্টি ঝরাই
টাপুরটুপুর সুর,
নানান ঢঙে রঙ ছড়িয়ে
ছুঁই যে পাহাড় তুর।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ