রাসূলের আগমনে

রাসূলের আগমনে

ছড়া-কবিতা মতিউর রহমান মিয়াজী সেপ্টেম্বর ২০২৩

আঁধারের মখমলে ঢেকে ছিল আরবের বুক, 

সমরের ঝংকারে বেঁকে ছিল মানুষের সুখ। 

পৃথিবীতে নারীদের ছিল নাকো এতটুকু দাম, 

ধনীদের প্রয়োজনে ক্ষয়ে যেত গরিবের ঘাম। 


সুদ-ঘুষ-মহামারি ছেয়ে যায় ধরণীর বুক, 

ক্ষমতার মসনদে বসে আছে যত উজবুক! 

চারিদিকে রাহাজানি-সন্ত্রাস চলে হররোজ,

যুদ্ধের ঢাক-ঢোল কতদিন চলে নেই তার খোঁজ! 


শাসকের তরবারি প্রজাদের খুনে হয় লাল,

জীবন্ত শিশুদের খুনে- লজ্জিত হয় মহাকাল! 

কন্যা বলেই তাদের জীবন্ত দেওয়া হতো গোর! 

তারপর আঁধারকে ভেদ করে ফিরে এলো ভোর। 


রাসূলের আগমনে কেঁপে উঠে জালিমের অন্তর, 

সজীবতা ফিরে পায় মৃতপ্রায় সাহারার প্রান্তর। 

মুছে যায় সুদ-ঘুষ হানাহানি-যুদ্ধের ঝংকার, 

ফিরে আসে ন্যায়-নীতি আর আসে ওমরের হুঙ্কার।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ