শব্দ ধাঁধা

শব্দ ধাঁধা

প্রচ্ছদ রচনা নভেম্বর ২০১৮

পাশাপাশি : ১. আল কুরআনের একটি সূরার নাম; ৩. জলজ প্রাণী; ৫. দরজার দুইটি পাট; ৬. কোমল; ৭. মূল্য; ৯. গোজাতি; ১০. সহস্র; ১২. পানির অপর নাম; ১৪. মৃত্যু বা বিনাশ; ১৫. শলাকা বিদ্ধ করে ছেঁকা গোশত।
উপর-নিচ : ১. দৃশ্য কাব্য; ২. উড়োজাহাজ; ৩. বিশ্বাসী বস্তু; ৪. লজ্জা; ৭. রেখা চিহ্ন; ৮. সুবিশাল প্রান্তর; ১০. নিষিদ্ধ কাজ; ১১. আনন্দদায়ক শব্দ; ১২. উপার্জন করতে হয় যা; ১৩. রাজা-বাদশা।

আগস্ট ২০১৮ সংখ্যার
সঠিক উত্তরদাতা
ভোলা: আব্দুল্লাহ আল নাবিল, নাহিদুল ইসলাম তামিম, জাবের আল নাহিয়ান, রায়হান উদ্দিন, জিনেদিন জিদান, আহাদুল ইসলাম, আল-জাবের জিহান, মইনুল ইসলাম তালহা, আরিফুল ইসলাম, হাফসা আক্তার, লালমোহন, জাহিদ বাদশা, এম আই এইচ মুবিন, মনপুরা, ভোলা।
চট্টগ্রাম : আশরাফুল জান্নাত, নাসির মো: রিপন, সুমাইয়া সুলতানা আসমা, নুরুল আজিম ইমতিয়াজ, রোজিনা আক্তার, লোহাগাড়া, রাফসান চৌধুরী শাওন, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, সাতকানিয়া, মোহাম্মদ মঞ্জিল ইসলাম, এ টি এম আব্দুল্লাহ আল মামুন, বাকলিয়া, মোহাম্মদ নূরুল আলম, বাঁশখালী, চট্টগ্রাম।
ঢাকা : হুমাইরা তাসনিম, মোহাম্মদপুর, সামিহা আনজুম এশা, তেজগাঁও, মোহাম্মদ আবদুল্লাহ আল হাসান, খাইরুল ইসলাম শান্ত, সাভার, সুমাইয়া আক্তার, খাদিজাতুল কোবরা সাদিয়া, কদমতলী, আফিফা আনোয়ার আশফিয়া সূত্রাপুর, আব্দুর রহমান, দোহার, মার্জিয়া হক, কেরানীগঞ্জ, ঢাকা।
কুমিল্লা : মারজানা তাবাসসুম সুমাইয়া, খন্দকার ওমর হাসান আব্দুল্লাহ, ফাহিম সরকার, চৌদ্দগ্রাম, নাজমুল হোসেন রাকিব, শাহরিয়ার তানজিম রাফি, লাকসাম, তামান্না তাবাসসুম, বুড়িচং, মো: নাহিদ হাসান, দেবিদ্বার; তাসনুভা তামান্না, বুড়িচং, মাজহারুল ইসলাম ঈশান, দেবিদ্বার।
গাজীপুর : মোহাম্মদ আবদুল্লাহ আল ইউসুফ, কাপাসিয়া, মাহমুদা আফরোজ মোহনা, ফাহিম আল ফাত্তাহ, রাকিবুল ইসলাম, ইব্রাহীম খলিল, হাফসা খাতুন, মোছা: মার্জিয়া, সুমাইয়া, শ্রীপুর, ইমরান হোসাইন, আয়েশা আক্তার, রেজাউল করিম রাব্বী, বীথি আক্তার, রহিমা আক্তার, মরিয়ম, আল আমিন কালিয়াকৈর।
নোয়াখালী: মোবারক হোসেন, সদর, ইয়াসিন আরাফাত, নুরুল ইসলাম রায়হান, আবু তাইমিয়া, এ কে এম আশরাফুল ইসলাম, উদ্দিন চৌধুরী, মাহফুজুর রহমান, কবিরহাট।
বাগেরহাট : গাজী মিল্লাত মাহমুদ, তামান্না আক্তার, শাহরিয়ার কবির, মোরেলগঞ্জ।
মৌলভীবাজার : তামান্না হোসেন তিথি, শাকের আহমেদ এবাদ, আব্দুল্লাহ আল মাহি আজিজ, মুহাম্মদ জহিরুল ইসলাম, জুড়ি।
চাঁদপুর : মোঃ শাকিব উর রহমান শান্ত, শাহ এ বি এম আবু সালেহ, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ; মোঃ রেদওয়ান মজুমদার, জাহান উদ্দিন ওমর, হাজীগঞ্জ।
বরিশাল : জারিফ ইবনে জব্বার, এস এম আব্দুল্লাহ, কাউনিয়া, সৈয়দ মহিদুল ইসলাম রিক্ত, মাসুদ হাসান, উজিরপুর।
পাবনা : হিরা আক্তার বিনু, মেহেদী হাসান ইমন, সাফি উল্লাহ, ঈশ্বরদী ।
ময়মনসিংহ : শেখ সাদী মোহাম্মদ ইমাম মাহাদী, হুমায়ুন কবির হীরা, সদর।
যশোর : ইমরান হোসাইন, নাঈমুর রহমান, শুয়াইব ইসলাম, কেশবপুর।
সিলেট: ইমা বেগম, রুবিনা বেগম, বিয়ানীবাজার ।
মানিকগঞ্জ : ফাহিম বিন আনোয়ার, মো: সামিউল ইসলাম, তাওহিদুল ইসলাম।
অন্যান্য জেলা : মোহাম্মদ আমিন হোসাইন, লক্ষ্মীপুর সদর; উম্মে হাবিবা আন্না, চাঁপাইনবাবগঞ্জ; মেরাজ বিন আফসার, তাজুল ইসলাম, ফেনী; জাবেদুল ইসলাম মানিক, পটুয়াখালী; মোঃ নজরুল ইসলাম, সুন্দরগঞ্জ, গাইবান্ধা; জাকিয়া সুলতানা, জয়পুরহাট; হাফিজা সুলতানা, সদর, নেত্রকোনা; মিয়া তাওসিফ জামান, খুলনা।

এ মাসে পুরস্কার পেলো যারা
১ম- আব্দুল্লাহ আল নাবিল
লালমোহন, ভোলা
২য়- আশরাফুল জান্নাত
লোহাগাড়া, চট্টগ্রাম
৩য়- গাজী মিল্লাত মাহমুদ
মোরেলগঞ্জ, বাগেরহাট
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ