শব্দ ধাঁধা

শব্দ ধাঁধা

প্রচ্ছদ রচনা ফেব্রুয়ারি ২০১৯

[caption id="attachment_12769" align="aligncenter" width="284"]শব্দ ধাঁধা জানুয়ারি ২০১৯ সংখ্যার শব্দধাঁধা[/caption]

পাশাপাশি : ১. অগ্নি, আগুন ৩. গগন ৬. ঘৃণিত ব্যক্তি ৮. আপনের বিপরীত শব্দ ৯. পোষা পাখির নাম ১১. লালসবুেজর দেশ ১৪: শরীরের একটি অঙ্গ ১৬. আল্লাহর বার্তাবাহক ১৭. ষোড়শী নারী, রমণী ১৮. খতম, মৃত্যু।
উপর-নিচ : ১. যার সীমা নেই ২. না বোধক ইংলিশ ৪. যে পাত্র হতে চা পান করা হয় ৫. একটি ঋতুর নাম ৭. নোংরা, পচা ৯. সমুদ্রবন্দর ১০. যা দেখা হয়নি ১২. প্রভাত, ভোর ১৩. নব, নতুন ১৫. পাইপ।

[caption id="attachment_12770" align="aligncenter" width="300"]নভেম্বর ২০১৮ সংখ্যার সমাধান নভেম্বর ২০১৮ সংখ্যার সমাধান[/caption]

নভেম্বর ২০১৮ সংখ্যারসঠিক উত্তরদাতা
বগুড়া : মো: মারুফ হাসান, ধুনট, ঐ।
নোয়াখালী : এম সাইফুর রহমান জিহাদ, আলমাস হোসেন, মাহমুদুল হাসান, মোহাম্মদ আনোয়ার হোসেন, সদর, ঐ।
কুমিল্লা : মো: মকবুল হোসেন, হামিদুল, মেহেদি হাসান সৌরভ, আশরাফুল আমীন রাফি, আদিবা, চৌদ্দগ্রাম, ঐ।
মৌলভীবাজার : তানজিমুল হক রায়হান, মো: সালিক আহম্মেদ, মোহাম্মদ জামিল হোসেন, গোলাম কিবরিয়া, জুড়ি, ঐ।
হবিগঞ্জ : মারজানা তাবাসসুম সুমাইয়া, খন্দকার ওমর হাসান আব্দুল্লাহ, মো: সিয়াম, তানজিল মো: তামিম, সিয়াম মো: তারেক জামিল আদনান, মির আবু কায়সার, শাহ এ বি এম আবু সালেহ, মোহাম্মদ শাকিব উর রহমান শান্ত, শায়েস্তাগঞ্জ, ঐ।
সিলেট : সোলেমান আহমদ, তানিয়া তাহমিনা, ইমা বেগম, তাহমিনা শাহনাজ, রুবিনা বেগম, রুবিনা, বিয়ানীবাজার, ঐ।
দিনাজপুর : সৈয়দা শামীম আখতার, সৈয়দা আশরাফি আক্তার, সৈয়দ ইমতিয়াজ আহমেদ, খানসামা, ঐ।
অন্যান্য জেলা : মেজবাহ আহমেদ রিফাত সদর, লক্ষ্মীপুর; রাহমাতুল্লাহ, গোপালগঞ্জ; মো: মাহমুদুর রহমান, সোনাডাঙ্গা, খুলনা; ফাহিম বিন আনোয়ার, মানিকগঞ্জ; ইমরান হুসাইন, কেশবপুর, যশোর; সুলতান মাহমুদ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ; শেখ সাকিব মাহমুদ, রামপাল, বাগেরহাট; মাহমুদা আফরোজ মোহনা, রিদি আক্তার, শ্রীপুর, গাজীপুর; মো: ইমরান, আবু দাউদ মো: ফুয়াদ, লোহাগাড়া, চট্টগ্রাম; মোহাম্মদ শফিকুল ইসলাম রহুল, ঈশ্বরদী, পাবনা; সামিহা আনজুম এশা, তেজগাঁও, খাদিজাতুল কোবরা সাদিয়া, কদমতলী, ঢাকা; খাদিজাতুল কোবরা, এনায়েতপুর, সিরাজগঞ্জ।

এ মাসে পুরস্কার পেলো যারা
১. মো: মারুফ হাসান
ধুনট, বগুড়া
২. এম সাইফুর রহমান জিহাদ
সদর, নোয়াখালী
৩. মো: মকবুল হোসেন
চৌদ্দগ্রাম, কুমিল্লা
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ