শব্দধাঁধা

শব্দধাঁধা

শব্দধাঁধা আগস্ট ২০১৫

পাশাপাশি : ১. বিস্তীর্ণ, ২. ‘বক’ এর বিকৃত রূপ, ৩. এক প্রকার ফসল,  ৪. সুদ এর প্রতিশব্দ, ৫. দ্রুত, ৮. নদী মাতা যার, ৯. সমস্ত, ১০. ‘প্রেশার’ এর প্রতিশব্দ, ১১. রক্ষাকারী।
উপর নিচ : ১. যা ঘটবেই, ৬. বাংলো, ৭.  কন্যা, ৯. খবরাখবর, ১২. কর্তৃত্ব যার হাতে, ১৩. তালা, ১৪. গৃহপ্রধান।
যাদের সমাধান সঠিক হয়েছে
ঢাকা : ফাহাদ খান, গুলশান, বারিধারা; মো: ফাহিম মোর্শেদ, ঐ; সানজিদা আক্তার ফারিয়া, ঐ; আব্দুল্লাহ ইবনে ফারুক, বেগনা পাড়া, ডেমরা।
কুমিল্লা : মো: ফাহিম হায়াত (সুমিত), লাকসাম; আব্দুর রহমান (তাসলীম), ঐ; অনিকা আক্তার, ঐ; দেলোয়ার হোসেন, ঐ; ওমর ফারুক, ঐ; মো: সাব্বির হোসেন প্রান্ত, ঐ; কাউছার হাবীব, ঐ; ওসমান গনি হাজারী, ঐ; মো: মোজাম্মেল হোসেন (আকাশ), ঐ; মো: আবু বক্কর সিদ্দিক, ঐ; যোবায়ের হোসেন, ঐ; মাহফুজুর রহমান, ঐ; মু: মুজাহিদুল ইসলাম, ঐ; মুরশিদ হাসান তানভীর, ঐ।
খুলনা : মো: আল-আমিন শেখ, আড়ংঘাটা, খুলনা; সালমা সাবিহা (শোভা), ঐ; ফাহিম হোসেন, ডালমিল মোড়, ঐ; নাইমা আবদুল্লাহ, গল্লমোড়ী, ঐ; মো: রাশেদুল ইসলাম রাজু, কয়রা, ঐ; আব্দুল্লাহ আল বাহার, খান বাহাদুর হল, ঐ।
জামালপুর : হুমায়ুন কবির, মাদারগঞ্জ, জামালপুর; শাহাদৎ, ঐ; জেরিন, ঐ; আনোয়ার, ঐ; শরিফুল ইসলাম মিলন, ঐ; সুজন মিয়া, ঐ; তারেক মাহমুদ, ঐ; শোয়াইব হাসান তন্ময়, মনিরাজপুর, সদর জামালপুর; সিফাতুর রহমান, কাচারি পাড়া, ঐ; মোজাহিদুল ইসলাম, ঐ; রায়হান রিয়াদ, ঐ; কাসিউল আবরার, ঐ; আহম্মদ ফুয়াদ, ঐ; মুস্তাইন বিল্লাহ, সর্দার পাড়া, ঐ; হাবিব, ঐ; শোয়াইব, ঐ; ওবাইদুল্লাহ সাজু, শেখের ভিটা, ঐ; রবিউল, ঐ; সাব্বির হোসেন, ঐ; রাফে মিয়া, ঐ; জোবায়ের হোসেন, ঐ; সাঈদ আহম্মদ নিরব, ঐ; অন্তর মিয়া, যোগির খোপা, ঐ; সানা উল্লাহ, চন্দ্রা, ঐ।
পঞ্চগড় : মো: নওশেদ আলী, কামাত পাড়া, পঞ্চগড়; মো: নুর জামাল ইসলাম হাসান, প্রধান পাড়া দাখিল মাদরাসা, ঐ; রাকিব আলী, ঐ; ফাতেমা আক্তার, ঐ; শারমিন আক্তার, ঐ; মু: হাবিব, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, ঐ; মু: রাকিব, ঐ; মু: মনিরুজ্জামান, ঐ; মু: তারেকুজ্জামান (তারেক), ঐ; মো: নওশেদ আলী, ভেলকুপাড়া, সাতমেড়া, ঐ; মো: উবাইদুল ইসলাম, আল নুর কামিল মাদরাসা, ঐ; মো: লাবু হোসেন, ঐ; রাহিমুল, ডোকরো পাড়া, ঐ; জেসমিন আক্তার, মসজিদ পাড়া, ঐ।
অন্যান্য : মো: ইমাম হাসান (সাজিদ), জয়দেবপুর, গাজীপ্রু; আজরা মাহফুজা শিমু, জগন্নাথপুর, সুনামগঞ্জ; সাইদা সিদ্দিকা, আব্দুল্লাহ আল মামুন, কানাইঘাট, সিলেট; দেওয়ান বাটি, বাগেরহাট; মুজাহিদুল ইসলাম, মুক্তাগাছা, ময়মনসিংহ; আ: মমিন, সাপাহার, নওগাঁ।
এ মাসে পুরস্কার পেল যারা
১.    মুজাহিদুল ইসলাম
মুক্তাগাছা, ময়মনসিংহ
২.    ওসমান গনি, লাকসাম, কুমিল্লা
৩.    মোজাহিদুল ইসলাম, সদর, জামালপুর
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ