শব্দধাঁধা

শব্দধাঁধা

শব্দধাঁধা জুলাই ২০১৯

 

[caption id="attachment_14036" align="aligncenter" width="294"]জুলাই ২০১৯ সংখ্যার শব্দধাঁধা জুলাই ২০১৯ সংখ্যার শব্দধাঁধা[/caption]

উপর-নিচ : ১. মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শহর ২. বাংলাদেশের প্রতিবেশী দেশ ৭. একটি ফুল ৮. ইংরেজি মাস ৯. শরীরের একটি অঙ্গ ১১. ঝলক, আকস্মিক ঝাপটা ১২. মার্জনা ১৩. খালি, শূন্যস্থান ১৪. পানি।
পাশাপাশি : ২. অন্ন ৩. চক্র ৪. পৃথিবীর ভূ-স্বর্গ ৫. মধু ৬. কূল, তীর ৮.পাদুকা ১০. প্রস্থান, চলন্ত ১১. খড়িমাটি ১৪. সঞ্চয় ১৫. কর্ম।

এপ্রিল ২০১৯ সংখ্যার সঠিক উত্তরদাতা
কুমিল্লা: আশরাফুল আমিন রাফি, সিয়াম মো: হামিম, তানজিল মো: তামিম, ইয়াসিন আরাফাত, মেহেদী হাসান, তুহিন চৌধুরী, মো: ইয়াসিন, ফাহিম মুনতাসির, ইমন ইসলাম, ইফতেখার উদ্দিন, উসামা বিন সফিউল্লাহ, নুসরাত জাহান, মুরাদনগর, তামান্না তাসনোভা, ইরফান আহমেদ, মো: শিহাব, মো: বোরহান উদ্দিন, জাকারিয়া, সাকিবুল হাসান, আদনান বিন আনোয়ার, মাজহারুল ইসলাম ঈশান, বুড়িচং, সালমান বিন ইমরান, সদর, খন্দকার ওমর হাসান আব্দুল্লাহ, নয়ন মজুমদার, মো: মকবুল হোসেন, ইরফান আহমেদ, চৌদ্দগ্রাম, ঐ।
কুষ্টিয়া: ইয়াসিন আরাফাত, মো: রিফাজ হোসেন, নাহিদ হাসান, মো: শাকিল, আব্দুল্লাহ আল ইসলাম, মো: সাব্বির হোসেন, রাশেদ আহম্মেদ, ইবি, ঐ।
ঢাকা: মো: রায়হানুল ইসলাম, জাবির বিন মাইন, শাহরিয়ার রিফাত, রেহানা আক্তার রানু, সাভার, শাহিন পাঠান, আরিফ, অনিক, যাত্রাবাড়ী, তানভীর আহমেদ, শাহ আলী, সামিয়া তাবাসসুম শেরেবাংলা নগর, ঐ।
মৌলভীবাজার: দুর্জয় দত্ত, আব্দুল্লাহ, সৌরভ পাল, শাকিল আহমেদ, জুড়ী, হোসাইন মো: আলমগীর, আখতারুল হক, খাইরুল ইসলাম রুমেল, শ্রীমঙ্গল, ঐ।
গাজীপুর: মো: তানজিল প্রধান, মো: সিফাত হোসেন, মো: আল ইমরান, সদর, মো: ফাহিম আল ফাত্তাহ, হাফেজ মাহিন, আব্দুল গফুর, ইব্রাহীম খলিল, আব্দুর রাকিব, সুমাইয়া আক্তার শ্রীপুর, আল আমিন হোসেন, আমেনা আক্তার বিথী, আয়েশা আক্তার, রহিমা আক্তার, রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান, কালিয়াকৈর, ঐ।
পাবনা : মো: সামিদুল ইসলাম, মো: নাফিস উদ্দিন ফুয়াদ, শফিকুল ইসলাম রাহুল, কে এম মমিনুল ইসলাম তামজিদ, নাঈম ইবনে তাহের, ঈশ্বরদী, ঐ।
ফরিদপুর : মো: মাহমুদ হাসান, মো: তরিকুল ইসলাম, রহমত মোগল, মেহেদী হাসান, আলফাডাঙ্গা, ঐ।
খুলনা: ফারিহা তাবাসসুম, রাফিদ তানভীর সদর, এস এম আজিজুল ইসলাম, মহিউদ্দিন, হাদিউজ্জামান, আহমেদ মুসা, শহিদুল ইসলাম, আলামিন বিশ্বাস, সোনাডাঙ্গা, ঐ।
চট্টগ্রাম: মুনতাসীব হোসাইন, মো: ইমরান, লোহাগাড়া, আমিন উল্লাহ সাঈদ ইমরান ডুমুরিয়া, নুরুল আলম, নুরুল কাদের, শোয়াইবুল ইসলাম, ফজলুল কাদের শাকিব, মোস্তাফিজুর রহমান, বাঁশখালী, ঐ।
চাঁপাইনবাবগঞ্জ: মো: আসমাউল হক, মো: আব্দুল কাদের, মো: আতিকুর রহমান, সুলতান মাহমুদ, শিবগঞ্জ, ঐ।
জামালপুর: এস এম হাবিবুর রহমান, মো: নীরব ইসলাম, আব্দুল আজিজ, মো: সজিব মিয়া, হামিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, মারুফ হাসান, দেওয়ানগঞ্জ, ঐ।
নোয়াখালী: কামরুল হাসান হুদয়, আব্দুর রহিম, নাঈমুল আবরার, কোম্পানীগঞ্জ, মো: আলী রায়হান, সদর, ঐ।
সাতক্ষীরা: মো: ওয়ালীউল্লাহ, মহাসিন কবির, জে এম তাসনিম রুবাইয়াত, জুবায়ের হাসান তৌহিদ, সদর, ঐ।
অন্যান্য জেলা: মিরাজ হোসেন, হাবিবুর রহমান, রায়পুর, লক্ষ্মীপুর; মোজতাবা চৌধুরী তানজিল, মহিবুল্লাহ হোসেন সদর, সিলেট; জিয়ারুল ইসলাম জুয়েল, আহসান হাবিব, আল-আমিন হোসেন, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম; বেবী নাজনীন, মলিশা আখতার মলি, শাহীন আহমেদ নয়ন, পীরগঞ্জ, ঠাকুরগাঁও; আব্দুল কুদ্দুস, চাঁদপুর; ইমরান হোসাইন, যশোর; সোহরাব হোসেন, জয়পুরহাট; মো: সুমন ইসলাম নীলফামারী; মুঈনুল ইসলাম ত্বহা, ভোলা; আব্দুল্লাহ আল মুজাহিদ, নেত্রকোনা; আরিফুল ইসলাম, মো: রমজান আলী, নওগাঁ; গাজী মিল্লাত মাহমুদ, মোরেলগঞ্জ বাগেরহাট; সৈয়দ নুর ইসলাম, মাগুরা; নুসরাত জাহান আছিয়া, সিরাজগঞ্জ; তাহমিদা আক্তার, সদর দিনাজপুর; সৈয়দ হাসান শামীম, সদর, ঐ।

এ মাসে পুরস্কার পেলো যারা
১. আশরাফুল আমিন রাফি
মুরাদনগর, কুমিল্লা
২. ইয়াসিন আরাফাত
ইবি, কুষ্টিয়া
৩. মো: রায়হানুল ইসলাম
সাভার, ঢাকা

[caption id="attachment_14037" align="aligncenter" width="383"]এপ্রিল ২০১৯ সংখ্যার সমাধান এপ্রিল ২০১৯ সংখ্যার সমাধান[/caption]
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ