শব্দধাঁধা

শব্দধাঁধা

শব্দধাঁধা জুন ২০১৩

শব্দসঙ্কেত
পাশাপাশি : ১. অদ্য ৩. উদাহরণ ৫. বিভিন্ন ধাতুর মিশ্রণ ৬. সত্য ৭. বাগান পরিচর্যাকারী ৮. গৃহ, বাড়ি ১২. ফুলের নাম ১৪. গরুর মাথায় থাকে ১৫. প্রধান, আসল ১৬. একটি আরবি হরফ ১৮. সংগঠন ১৯. সপ্তাহের একটি দিন।
উপর-নিচ : ১. আকাশ ২. জঙ্গলে বাস যাদের ৩. কোমল ৪. কুরআনের একটি সূরা ৯. আনন্দ ১০. দরজায় যা লাগানো হয় ১১. বাংলাদেশের একটি বিভাগ ১২. ¯œান ১৩. ফুলের নাম ১৫. গর্ত ১৭. চোখের  অংশ।
যাদের সমাধান সঠিক হয়েছে
চট্টগ্রাম : নেজামুল, বাঁশখালী; ফরহাদ, সরওয়ার, আকিব, মেসবাহুল হক চৌধুরী, চাতরী উচ্চবিদ্যালয়, আনোয়ারা; জুলকারনাইন, লোহাগাড়া; রিয়াজ মোরশেদ, মহিউদ্দিন, মহসিন কলেজ, আনোয়ারা। লক্ষ্মীপুর : আবদুল্লাহ আল মামুন, টুমচর মহিলা মাদরাসা; নূর আহমদ, যাদৈয়া ফাজিল মাদরাসা; ফিরোজ, মাইন উদ্দিন সালেহ, ফখরুল ইসলাম, টুমচর দাখিল মাদরাসা; শাহজাহান, মান্দারী জিল্লুর রহিম কলেজ।
কুমিল্লা : সাঈদ আনোয়ার, সাইফুল্লাহ, আবদুর রব; বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়; নাঈম, আরিফুল ইসলাম, হরিপুর; সোহাগ, হরিপুর আদর্শ উচ্চবিদ্যালয়। কক্সবাজার : সাজ্জাদ, বারখাইন জমহুরিয়া মাদরাসা; মিনহাজ, জামেয়া দারুল মাদরাসা; আরিফ, মহেশখালী; ইমতিয়াজ, পশ্চিম চাল মাদরাসা, ঐ। খুলনা : তানভীর রহমান ইমু, খুলনা পাবলিক কলেজ; ফারজানা অবনী, দৌলতপুর মুহসিন বালিকা বিদ্যালয়; হায়দার আলী, শারমিন আক্তার সুমি, বেদকাশী হাবিবিয়া মাদরাসা, কয়রা; মাহফুজুর, সরকারি প্রাথমিক বিদ্যালয়; উজ্জ্বল, বেদকাশী; মাহবুবুর রহমান হৃদয়, খুলনা আলিয়া মাদরাসা, কয়রা; হুজ্জাতুল্লাহ, খান জাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়। বিভিন্ন জেলা : ইউসুফ, হাবিবুর রহমান ফাহিম, ফরিদগঞ্জ কামিল মাদরাসা, চাঁদপুর; নাঈম উদ্দিন চৌধুরী, মৌলভীবাজার সরকারি স্কুল; সিফাত, থানারহাট দাখিল মাদরাসা, নোয়াখালী; আব্দুর রহিম, বৈঁচিতলা, মহেশপুর, ঝিনাইদহ; আরহাম রাহি, নবীগঞ্জ, হবিগঞ্জ; শরিফুল, মধুপুর, টাঙ্গাইল; জুনাইদ হোসাইন শরিফ, বেলাব, নরসিংদী।
[এ সংখ্যায় আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো জসিম উদ্দীনের শব্দধাঁধা ছাপা হলো। এ জন্য তাকে শুভেচ্ছা। প্রকাশের জন্য নতুন শব্দধাঁধা আহ্বান করা হচ্ছে। মনোনীত হলে ছাপা হবে। এতে সমাধানের ছক ও প্রেরকের নাম-ঠিকানা থাকতে হবে। গত এপ্রিল সংখ্যার ছকে ভুল থাকায় দুঃখ প্রকাশ করছি।
Ñ বিভাগীয় পরিচালক]
শব্দধাঁধা বিজয়ী ৩ জন
১. ফিরোজ আলম, টুমচর, লক্ষ্মীপুর
২. হায়দার আলী, কয়রা, খুলনা
৩. তাওহীদুল ইসলাম, বাঁশখালী, চট্টগ্রাম
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ