শরতের চিঠি

শরতের চিঠি

ছড়া-কবিতা সাজজাদ হোসাইন খান আগস্ট ২০২৩

ধলবগাদের পাখায় গুঁজে কে পাঠালো চিঠি

সেই চিঠিতে শরৎ ফুলের পুলক ভরা দিঠি।

পাখির ঠোঁটে অলস সময় পাতার গালে নীল

গগন ফেটে হাসে প্রভাত সোনালি স্বপ্নিল।


শ্রাবণ ভেজা মেঘের ঘাড়ে ঝুলে রাতের তারা

আকাশ জুড়ে কাশফুলেরা দিচ্ছে শুধু নাড়া।

চাঁদের চোখে শিশির ফোঁটা নিশির দেহে হিম 

বৈঁচী পাতায় চৈতি সুরে হাওয়ারা রিমঝিম।


স্বর্ণ লতার কর্ণে ফোটে বর্ণ শত শত

রক্তচূড়ার তক্তপোষে বর্ষা যখন গত।

সূর্য তখন দাঁড়িয়ে থাকে স্নিগ্ধ ছায়ার তলে

ঘিয়ের মতো রোদের পানি নামছে গলে গলে।


বাতাস কেটে খুশির চমক ভুসির মতো উড়ে

হঠাৎ লালের আঁচল দোলে অনেক দূরে দূরে। 

শান্ত ঝিলের প্রান্তে কারা রঙের চিঠি রাখে

আটকে থাকে ধলবগারা মনের ফাঁকে ফাঁকে।


এই যে শরৎ বন্ধু শরৎ মহাকালের ঘাম

সময় গুনে হাঁটছে দেখো দিবস এবং যাম।


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ