শরতের শোভা

শরতের শোভা

ছড়া-কবিতা হেলাল আনওয়ার সেপ্টেম্বর ২০২৩

তাল পাকে ধান পাকে

মৌ মৌ গন্ধ

উদাস কবির মনে

আসে নানা ছন্দ।


শরতের দেয়া ডাকে

মেঘে মেঘে ঘর্ষণ

রবি হাসে ফাঁকে ফাঁকে

মাঝে মাঝে বর্ষণ।


বিজলির শাসানি

দুম দুম আওয়াজে 

কান ফেটে যায় যেন

যায়নাতো সওয়া যে।


খাস দিলে কাশ বন

দোল খায় বাতাসে

তুলোর মতো মেঘগুলো

ভাসতে থাকে আকাশে।


সাদা মেঘ কালো মেঘ

শিল্পীর তুলিতে

শরতের শোভা তাই

দেয় নাকো ভুলিতে।


শরতের পরতে

মায়াময় সৌরভ

গুণ তার বহুগুণ 

পাওয়া সেতো দুর্লভ।


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ